দেশ

টিকাকরণের পার্শ্ব প্রতিক্রিয়ায় শিশুমৃত্যু, দেশের মধ্যে এগিয়ে যোগীর উত্তরপ্রদেশ, সতর্ক থেকে সেরা বাংলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টিকাকরণের পর মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া। দেশের মধ্যে সবথেকে বেশি সংখ্যক শিশু মৃত্যুর ঘটনা ঘটল যোগীরাজ্য উত্তরপ্রদেশে। এই রাজ্যে পরপর দু’বছর একই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে। অন্যদিকে উল্টোছবি বাংলায়। টিকাকরণের পর সতর্কতার সঙ্গে পার্শ্বপ্রতিক্রিয়া জনিত সমস্যা নথিভুক্ত করা এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে শীর্ষে রয়েছে বাংলা। ২০২২ এবং ২০২৩—এই দুই বছরেই দেশের এক নম্বরে স্থান বাংলার। পরপর দু’বছর এ রাজ্য যথাক্রমে ২৫১ এবং ৬০৯টি পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা নথিভুক্ত করেছে। যা অন্যান্য রাজ্যের প্রেক্ষিতে সর্বোচ্চ। উল্লেখযোগ্য ঘটনা হল, সিংহভাগ ক্ষেত্রে বাংলা শিশুমৃত্যু আটকাতে পেরেছে। পরপর দু’বছর যথাক্রমে ১৯ এবং ২১ জন মারা গিয়েছে এ রাজ্যে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রেই এ খবর জানা গিয়েছে। 
সূত্রের খবর, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় টিকাকরণের পর উদ্বেগজনক পার্শ্বপ্রতিক্রিয়াকে বলা হয় ‘অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন’ (এইএফআই)। এ ক্ষেত্রে এক বছরের নীচের বাচ্চাদের টিকাকরণের কথা বলা হচ্ছে। এক বছরের নীচের বাচ্চারা বর্তমানে ১২ ধরনের টিকা সরকারের থেকে বিনামূল্যে পায়। এক-একটি বাচ্চা সারা বছরে প্রায় পাঁচ থেকে ছ’বার টিকা পায়। তবে যে পরিমাণ বাচ্চারা টিকা পায়, সেই তুলনায় পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা নগন্য। নানা কারণে তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। যেমন, টিকা দেওয়ার পর অ্যালার্জি এবং তা থেকে অ্যানাফাইলেকটিক শক। টিকা দেওয়ার জায়গায় সংক্রমণ এবং তা থেকে সেপসিস। ভয়-উদ্বেগ থেকে প্যানিক অ্যাটাক ইত্যাদি। এর জন্য প্রয়োজন চটজলদি ব্যবস্থাগ্রহণ এবং মৃত্যু আটকানো। ২০২২ সালে সারা দেশে ১৮৮১টি এইএফআই-এর ঘটনা ঘটেছিল। মারা গিয়েছিল ৩৮১ জন। সেখানে ২০২৩ সালে টিকা দেওয়ার পর উদ্বেগজনক পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা অনেকটা বেড়ে গিয়ে হয় ২৯৮৬ টি। মারা গিয়েছিল ৫০০ জন। 
রাজ্যওয়ারি পরিসংখ্যান অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের ‘অ্যানুয়াল রিপোটিং অব সিরিয়াস অ্যান্ড সিভিয়ার এইএফআই’ থেকে জানা যাচ্ছে, ২০২২ সালে শুধুমাত্র যোগীরাজ্যেই টিকাকরণের পর পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যু হয়েছিল ৭১ জনের। পরের বছর অর্থাৎ ২০২৩-এ মৃতের সংখ্যা অনেক বৃদ্ধি পায়। বেড়ে হয় ১০৫। পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃতের সংখ্যায় যোগীরা঩জ্যের পরই আছে বিহার। তারপর কর্ণাটক। বিহারে ২০২২ এবং ’২৩ সালে মারা যায় যথাক্রমে ৬৭ এবং ৭৫ জন। কর্ণাটকে ৩১ ও ৩৮। পশ্চিমবঙ্গের এক স্বাস্থ্যকর্তা বলেন, এখানে এক বছরের নীচের ১৫ লক্ষ শিশুকে আমরা ১২ ধরনের টিকা দিই। বছরে পাঁচ বার ধরলে ৭৫ লক্ষ বার এক্সপোজার হয়। সেদিক থেকে পার্শ্বপ্রতিক্রিয়া নগণ্য বললেও কম বলা হবে।  
8Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা