আইনজীবীর বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের ৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ সারণীতে। স্থানীয় বাসিন্দা কুশল গুহ রায়ের বাড়িতে চুরি হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিস। কুশলবাবু বলেন, গত ২৪ ডিসেম্বর পরিবার নিয়ে অসমে গিয়েছিলাম। শুক্রবার বাড়িতে এসে দেখি ঘরের তালা ভাঙা। আলমারির জামাকাপড় সমস্ত কিছু এলোমেলো হয়ে মেঝতে পড়ে রয়েছে। নগদ ১৫ হাজার টাকা, কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
2024-12-28 09:39:15ওপেন ইন্টারন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ এবং সেকেন্ড অফিসিয়াল নর্থবেঙ্গল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে ময়নাগুড়ি থানার চার সিভিক ভলান্টিয়ার ৬টি সোনা, একটি ব্রোঞ্জ, একটি সিলভার মেডেল পেয়েছেন। শুক্রবার ময়নাগুড়ি থানায় তাঁদের সংবর্ধনা জানান জলপাইগুড়ির অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) সমীর আহমেদ, ডিএসপি ক্রাইম শান্তিনাথ পাঁজা এবং থানার আইসি সুবল ঘোষ।
2024-12-28 09:37:40১৮৩৬: দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অ্যাডিলেড প্রতিষ্ঠিত হয়
১৮৮৫:মুম্বইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়
১৯১০: ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়
১৯১১: স্বাধীনতা পেল মঙ্গোলিয়া
১৯১৭: চলচ্চিত্র পরিচালক চন্দ্রমৌলি চোপড়া ওরফে রামানন্দ সাগরের জন্ম
১৯৯৮: যাত্রাপালাকার ভৈরব গঙ্গোপাধ্যায়ের মৃত্যু
১৯২১: কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্বোধন
১৯৩৭: শিল্পপতি রতন টাটার জন্ম
১৯৫৪: থিয়েটার অভিনেতা তথা পরিচালক ও নাট্যকার রমাপ্রসাদ বণিকের জন্ম
১৯৮৩: সঙ্গীতশিল্পী তথা চলচ্চিত্র অভিনেতা ও নাট্য অভিনেতা রবীন মজুমদারের মৃত্যু
১৯৮৪: ত্রিশতম সেঞ্চুরিটি করে টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কার, ব্রাডম্যানের বিশ্বরেকর্ড ভঙ্গ করেন
২০২০:মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.৭৩ টাকা | ৮৬.৪৭ টাকা |
পাউন্ড | ১০৫.৩৭ টাকা | ১০৯.০৯ টাকা |
ইউরো | ৮৭.৪৫ টাকা | ৯০.৮১ টাকা |