ডাম্পার এবং বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে জখম হয়েছেন ৩০ জন যাত্রী। আজ, শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগরের তারা মা মোড়ের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে। ঘটনায় জখম হয়েছেন প্রায় ৩০ জন বাসযাত্রী।
2024-12-21 09:41:00রক্তাক্ত জার্মানি! ক্রিসমাসের ভরা বাজারে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশু সহ দু’জনের। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। গতকাল, শুক্রবার জার্মানির ম্যাকডিবার্গ শহরে ঘটনাটি ঘটেছে। পুলিস ইতিমধ্যেই ঘাতক গাড়িটির চালককে গ্রেপ্তার করেছে। শুক্রবার ম্যাকডিবার্গের টাউন হল এলাকায় ক্রিসমাসের একটি বড় বাজার বসেছিল। ফলে সেখানে বহু মানুষের ভিড় ছিল। সেই সময়ে একটি চারচাকা গাড়ি বেপরোয়া গতিতে আচমকা বাজারের মধ্যে প্রবেশ করে। এরপরই বাজারে উপস্থিত থাকা একাধিক মানুষকে পর পর ধাক্কা মারে। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মৃত্যু হয় এক শিশু সহ দু’জনের। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৬০। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ডাকা হয় অ্যাম্বুল্যান্স এবং দমকলকেও। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
2024-12-21 12:31:55ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.১৩ টাকা | ৮৫.৮৭ টাকা |
পাউন্ড | ১০৪.২৭ টাকা | ১০৭.৯৮ টাকা |
ইউরো | ৮৬.৪২ টাকা | ৮৯.৭৮ টাকা |