একদিন নিখোঁজ থাকার পর অবশেষে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের জলঙ্গিতে। মৃতের নাম শেখ হান্নান (৪৫)। তাঁর বাড়ি জলঙ্গির দক্ষিণপাড়ায়। আজ, শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাচার উপর তাঁর দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় জলঙ্গি থানার পুলিস। তাঁরা দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পঠিয়েছে। পুলিস ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিস জানিয়েছে, কী ভাবে হান্নানের মত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
2024-12-21 11:30:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.১৩ টাকা | ৮৫.৮৭ টাকা |
পাউন্ড | ১০৪.২৭ টাকা | ১০৭.৯৮ টাকা |
ইউরো | ৮৬.৪২ টাকা | ৮৯.৭৮ টাকা |