চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া বাংলাদেশের কোনও নাগরিককে কোচবিহারের কোনও হোটেলে থাকতে দেওয়া হবে না। আজ, সোমবার রাতে কোচবিহার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী চিকিৎসার জন্যও যদি কোনও বাংলাদেশি নাগরিক কোচবিহারে আসেন, তাহলেও তাকে পুলিসের অনুমতি নিতে হবে। কোচবিহার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপকুমার মৈত্র বলেন, “বাংলাদেশি কোনও নাগরিককে কোচবিহারের হোটেলে থাকতে দেওয়া হবে না। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসার বিষয় হলেও পুলিসের অনুমতি নিতে হবে। যদিও গত এক মাসে বাংলাদেশি কোনও নাগরিক এখানকার হোটেলে আসেন নি।”
2024-12-30 22:30:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.৭৩ টাকা | ৮৬.৪৭ টাকা |
পাউন্ড | ১০৫.৩৭ টাকা | ১০৯.০৯ টাকা |
ইউরো | ৮৭.৪৫ টাকা | ৯০.৮১ টাকা |