গতকাল, শুক্রবার রাতে হোগলবেড়িয়ার হরিপুর গ্রামে জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হলেন দাদা। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বাপন মণ্ডল (৩৬)। এদিন রাতে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল হয়। অভিযোগ, উত্তেজিত হয়ে বাপ্পা তাঁর দাদা বাপনের মাথায় কাঠের পাটা দিয়ে আঘাত করে। পাশাপাশি মা এবং বৌদিকেও সে মারধর করে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিন জনকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বাপনের মৃত্যু হয়।
2024-12-21 12:13:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.১৩ টাকা | ৮৫.৮৭ টাকা |
পাউন্ড | ১০৪.২৭ টাকা | ১০৭.৯৮ টাকা |
ইউরো | ৮৬.৪২ টাকা | ৮৯.৭৮ টাকা |