সাত বছর পর ফের শুরু হচ্ছে হকি ইন্ডিয়া লিগ। শেষবার ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল হকি লিগের আসর। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল কলিঙ্গ ল্যান্সারস। তারপর থেকে বন্ধ রয়েছে এই লিগ। সূত্রের খবর, এতদিন এই লিগ ছিল শুধুমাত্র পুরুষদের জন্যই। তবে এইবার মহিলাদের জন্যও লিগ থাকছে। অংশগ্রহণ করতে চলেছে ৬টি টিম।
2024-10-04 18:14:59ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.১৩ টাকা | ৮৫.৮৭ টাকা |
পাউন্ড | ১০৪.২৭ টাকা | ১০৭.৯৮ টাকা |
ইউরো | ৮৬.৪২ টাকা | ৮৯.৭৮ টাকা |