সাত বছর পর ফের শুরু হচ্ছে হকি ইন্ডিয়া লিগ। শেষবার ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল হকি লিগের আসর। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল কলিঙ্গ ল্যান্সারস। তারপর থেকে বন্ধ রয়েছে এই লিগ। সূত্রের খবর, এতদিন এই লিগ ছিল শুধুমাত্র পুরুষদের জন্যই। তবে এইবার মহিলাদের জন্যও লিগ থাকছে। অংশগ্রহণ করতে চলেছে ৬টি টিম।
2024-10-04 18:14:59আমেরিকায় চলছে ভোট গণনা। চূড়ান্ত ফলাফল জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। কিন্তু সকলের নজর রয়েছে পেনসিলভেনিয়া, মিশিগান সহ সাতটি ‘সুইং’ স্টেট-এর দিকে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, এই ‘সুইং’ স্টেট-এ ৫-১ এ এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এটি একেবারে গণনার শুরু। ফলে শেষ পর্যন্ত কামব্যাক করতে পারেন কমলা হ্যারিস।
2024-11-06 09:19:00মেষ: পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ।
বৃষ: একাধিক ক্ষেত্র থেকে অর্থাগমের প্রবল যোগ।
মিথুন: অসাবধানতায় পড়ে গিয়ে দেহে আঘাত ও অস্থি ভঙ্গের যোগ থাকায় সতর্ক হন।
কর্কট: অভিনয় শিল্পীদের শুভ সময়।
সিংহ: নিকটজনের জনের শত্রুতায় বিব্রত হতে পরেন।
কন্যা: কর্মকেন্দ্রিক ব্যস্ততা বাড়বে।
তুলা: আটকে থাকা কর্ম পুণরারম্ভ।
বৃশ্চিক: বিবাহের যোগাযোগ ও পাকা কথার সম্ভাবনা।
ধনু: অর্থাগমের অনুকূল যোগ।
মকর: প্রেম-প্রণয় চলবে।
কুম্ভ: কাজকারবারে কিছুটা উন্নতি হবে।
মীন: অর্থাগম যোগ আছে।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
১৭৬৩: নবাব মীর কাশিমের কাছ থেকে ব্রিটিশরা পাটনা ছিনিযে় নেয়
১৮৬০: আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন
১৯১৩: দক্ষিণ আফ্রিকায় খনি শ্রমিকদের নিয়ে মিছিল করার সময় গ্রেপ্তার হন মহাত্মা গান্ধী
১৯২৬: বিশিষ্ট অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৩৪: সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপ্ত লেখক অতীন বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৫২: প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ হয়
১৯৭০: বিশিষ্ট সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু
১৯৮৫: বলিউডের বিশিষ্ট অভিনেতা সঞ্জীব কুমারের মৃত্যু
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.২৮ টাকা | ৮৫.০২ টাকা |
পাউন্ড | ১০৭.১৭ টাকা | ১১০.৯৫ টাকা |
ইউরো | ৮৯.৮৫ টাকা | ৯৩.২৬ টাকা |