পূর্ণকুম্ভে পূণ্যের ডুব দিয়ে ফিরছিলেন। কিন্তু বাড়ি ফেরার পথেই বিপত্তি। কার্যত মৃত্যুর মুখ থেকে কপাল জোরে প্রাণে বেঁচে ফিরলেন ৪৯ জন পুণ্যার্থী। তবে একজন সহযাত্রীকে হারালেন তাঁরা। বাড়ি ফেরার পথে আচমকাই তাঁদের বাসে আগুন ধরে যায়। আর সেই আগুনে পুড়েই মৃত্যু হল ৬০ বছরের এক বৃদ্ধার। গতকাল মঙ্গলবার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বৃন্দাবনে।
2025-01-15 14:02:00কুলটির সিমুল গ্রামে জল সংকট চরমে। কেন্দ্রীয় সরকারী সংস্থা কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানা জল সরবরাহ করছে না বলে অভিযোগ। কারখানার মূল গেট অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। তাঁদের সমর্থনে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বও। সিআইএসএফের সঙ্গে তুমুল ধস্তাধস্তি।
2025-01-15 13:32:44ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৮৩ টাকা | ৮৭.৫৭ টাকা |
পাউন্ড | ১০৪.০৫ টাকা | ১০৭.৭৪ টাকা |
ইউরো | ৮৭.৩০ টাকা | ৯০.৬৫ টাকা |