সকাল আর রাতের দিকে হালকা ঠান্ডা। দিনভর শীতের আর দেখা নেই। শহর কলকাতায় আবহাওয়ার হালহকিকত এখন এমনটাই। ফলে হতাশ শীতপ্রেমীরা। মাঘের শুরুতেও কাঁপুনি শীত নাগালের বাইরে। এমন পরিস্থিতিতে আজ সকালের দিকে রয়েছে কুয়াশা। দিনভর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৪ ডিগ্রি ও ১৬ ডিগ্রি। গতকাল, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি।
2025-01-15 09:53:44ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৮৩ টাকা | ৮৭.৫৭ টাকা |
পাউন্ড | ১০৪.০৫ টাকা | ১০৭.৭৪ টাকা |
ইউরো | ৮৭.৩০ টাকা | ৯০.৬৫ টাকা |