ফের ট্রেন দুর্ঘটনা! কাপলিং খুলে গিয়ে আলাদা হয়ে গেল নিউ দিল্লি-ইসলামপুর মগধ সুপারফাস্ট এক্সপ্রেসের একাধিক বগি। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি যাত্রীবাহী ট্রেনটি পাটনা রেল বিভাগের বক্সার-পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় স্টেশনের মাঝে দাঁড় করিয়ে দেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। মেরামতির কাজ শুরু হয়েছে।
দিনহাটাতে গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁর শ্বাস-প্রশ্বাসের সমস্যা হচ্ছিল। সেই কারণে তিনি মঞ্চ থেকে নেমে পড়েন। প্রথমে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে কোচবিহারের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন।
2025-01-21 23:41:00ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচ উপলক্ষ্যে আগামীকাল একজোড়া ১২ কোচের স্পেশাল ট্রেন চালানো হবে। রেল সূত্রে খবর, প্রিন্সেপ ঘাট-বারাসত ইএমইউ স্পেশালটি আগামীকাল রাত ১১টা ৫০ মিনিটে ছাড়বে। বারাসত পৌঁছবে রাত ১টা নাগাদ। অন্যদিকে, বিবাদী বাগ-বারুইপুর ইএমইউ স্পেশালটি বিবাদী বাগ স্টেশন থেকে ছাড়বে আগামীকাল রাত ১২টা ০২ মিনিটে। যেটি বারুইপুর পৌঁছবে রাত ১টা ৩২ মিনিটে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রুটের সবকটি স্টেশনেই দাঁড়াবে এই ট্রেনগুলি।
2025-01-21 21:34:26ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.০৩ টাকা | ৮৭.১২ টাকা |
পাউন্ড | ১০৪.১৮ টাকা | ১০৭.০৮ টাকা |
ইউরো | ৮৭.৮২ টাকা | ৯০.৫১ টাকা |