লখনউয়ে তিনতলা বিল্ডিং ভেঙে পড়ার ফলে মৃত্যু হয়েছে আটজনের। জখম কমপক্ষে ২৮। এই দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি ঘোষণা করেছেন, এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে। জখমদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে।
2024-09-08 13:20:05দিনহাটার ভেটাগুড়িতে নিজের বাড়ির সামনেই খুন হলেন দু’জন। আজ, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে ভেটাগুড়ির উত্তর বালাডাঙ্গা এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতেরা হলেন ইউসুফ মিঁয়া (৫৫) এবং হাসানুর রহমান (৩৫)। ঘটনার পরই তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন দিনহাটার এসডিপিও এবং আইসি।
2025-01-14 23:02:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৮৩ টাকা | ৮৭.৫৭ টাকা |
পাউন্ড | ১০৪.০৫ টাকা | ১০৭.৭৪ টাকা |
ইউরো | ৮৭.৩০ টাকা | ৯০.৬৫ টাকা |