আজ, শনিবার ‘বিজয়িনী’ পালন করা হল জলপাইগুড়ির ময়নাগুড়ি কলেজে। এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিস সুপার সমীর আহমেদ, ডিএসপি ক্রাইম রুদ্রনারায়ণ সাউ, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ-সহ অন্যান্যরা। ‘বিজয়িনী’ পালনের মধ্য দিয়ে কলেজের ছাত্র-ছাত্রীদের আত্মরক্ষা নিয়ে বিশেষ শিবিরেরও আয়োজন করা হয়।
2024-09-07 15:05:28রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ৫০ লাখ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে বিশেষ ইডি আদালত। তবে, পাসপোর্ট জমা রাখতে হবে প্রাক্তন মন্ত্রীকে।
2025-01-15 14:12:00পূর্ণকুম্ভে পূণ্যের ডুব দিয়ে ফিরছিলেন। কিন্তু বাড়ি ফেরার পথেই বিপত্তি। কার্যত মৃত্যুর মুখ থেকে কপাল জোরে প্রাণে বেঁচে ফিরলেন ৪৯ জন পুণ্যার্থী। তবে একজন সহযাত্রীকে হারালেন তাঁরা। বাড়ি ফেরার পথে আচমকাই তাঁদের বাসে আগুন ধরে যায়। আর সেই আগুনে পুড়েই মৃত্যু হল ৬০ বছরের এক বৃদ্ধার। গতকাল মঙ্গলবার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বৃন্দাবনে।
2025-01-15 14:02:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৮৩ টাকা | ৮৭.৫৭ টাকা |
পাউন্ড | ১০৪.০৫ টাকা | ১০৭.৭৪ টাকা |
ইউরো | ৮৭.৩০ টাকা | ৯০.৬৫ টাকা |