অভিনন্দন দত্ত: শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গোটা ইউনিট শ্যুটিং ফ্লোরে পূর্ববঙ্গীয় টানে কথা বলছে! একজন অভিনেতাকে সংলাপ বলতে সাহায্য করার লক্ষ্যেই এরকম অভিনব উদ্যোগ। ঘটনাটি স্টার জলসার ‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকের সেটের। সম্প্রতি ধারাবাহিকে এসেছে নতুন চরিত্র দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ বিনির হবু স্বামী। এই চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার পরিচিত মুখ হানি বাফনা। কাদম্বিনীর সময়কাল ও ঘটনার স্থানের কথা মাথায় রেখে দ্বারকানাথের সংলাপের মধ্যে রয়েছে পূর্ববঙ্গীয় টান। আর সেই সংলাপ রপ্ত করতে রীতিমতো কালঘাম ছুটছে হানির। হাসতে হাসতে বলছিলেন, ‘আমি অবাঙালি ছেলে। স্কুলে তৃতীয় ভাষা ছিল বাংলা। ইন্ডাস্ট্রিতে এসে বন্ধু-বান্ধবদের কাছ থেকে বাংলা শিখেছি। সেখানে আমাকে যে বাঙাল ভাষায় কথা বলতে হবে, সেটা প্রথমে বিন্দুমাত্র টের পাইনি!’ আর এই ভাষার কৌশল রপ্ত করতে হানিকে প্রতিনিয়ত সাহায্য করছে ধারাবাহিকের ইউনিট। ‘ওঁদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি যাতে ঠিকভাবে সংলাপ বলতে পারি তার জন্য সকলে পূর্ববঙ্গীয় টানে কথা বলছে,’ বলছিলেন তিনি। পাশাপাশি ইউটিউবে ভানু বন্দ্যোপাধ্যায়ের ভিডিও দেখে সংলাপ বলার কৌশল আয়ত্ত করছেন হানি। হানির কথায়, ‘আমি মারাত্মক চাপের মধ্যে রয়েছি। চিত্রনাট্য হাতে পেলেই আর কারও সঙ্গে কথা বলছি না। প্রস্তুতির জন্য সময় নিচ্ছি।’
হানির শেষ ধারাবাহিক ছিল ‘বকুলকথা’। এর মধ্যে বেশকিছু ধারাবাহিক ও সিনেমার অফার ছিল তাঁর কাছে। কিন্তু হঠাৎই চলে আসে দ্বারকানাথ চরিত্রটির অফার। ‘আসলে ছোট বা বড় চরিত্র বলে কোনও রকম ছুৎমার্গ আমি মানি না। নির্মাতাদের থেকে চরিত্রটা সম্পর্কে জানতে পেরে বুঝলাম এইরকম চরিত্রে সুযোগ পাওয়াটা স্বপ্নের মতো,’ সাফ কথা হানির। প্রথম বাঙালি মহিলা ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সংক্রান্ত কিছু বই এবং ইন্টারনেট ঘেঁটেই দ্বারকানাথ সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করছেন হানি। ফলে এই মুহূর্তে নতুন কোনও অফার নিয়েও তিনি মাথা ঘামাতে চাইছেন না। এখন তাঁর এই পরিশ্রম দর্শকদের কতটা পছন্দ হয় সেটাই দেখার।