শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা। সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা ... বিশদ
দ্বিতীয় দিনে ছিল নেপালের কাঠমাণ্ডু থেকে আগত নাট্যদল ‘ছুনুমুনু’র ‘জুনেলি’। একজন অটিস্টিক শিশুর লড়াইকে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে এই নাটকে তুলে ধরা হয়। নির্দেশনায় রাজন ভুজেল। ইরান থেকে আগত দল ‘সিমোর্গ থিয়েটার গ্রুপ’ প্রযোজনা করে ‘নওরোজ’। রচনা ও নির্দেশনায় মহম্মদ বোরোউমন্দ। ‘মিট্টি কে খিলৌনে’ প্রযোজনা করে হায়দরাবাদের ‘নিশুম্বিতা স্কুল অব ড্রামা’। রাম হোলাগুন্ডি রচিত ও পরিচালিত এই নাটকে তুলে ধরা হয়েছে শিশুদের নিয়ে অভিভাবকদের অশুভ প্রতিযোগিতার কথা।