ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়। ... বিশদ
চিত্রনাট্য অনুযায়ী পাচার হওয়ার যে করুণ ইতিহাস তা ভোলেনি জুলি। দীর্ঘ বঞ্চনা থেকে ঘুরে দাঁড়াতে চায় মেয়েটি। এখন রাজনীতির লড়াই করছে সে। প্রান্তিক জীবনকে ছেড়ে মূল ধারার জীবনে কীভাবে আসছে সে, তারই গল্প রয়েছে এই সিরিজে। জাতীয় স্তরে এর আগে বাংলা সিরিজ ‘কালী’তে পাওলির সঙ্গে কাজ করেছিলেন অরিত্র। বহুদিন পর তাঁদের ফের একসঙ্গে কাজের সুযোগ তৈরি হল। বাস্তবে দেখা বহু চরিত্রের মিশেলে তৈরি হয়েছে ‘জুলি’। কোনও নির্দিষ্ট একটা চরিত্র দেখে, তাকে নিয়ে গল্প ভাবা হয়েছে এমন নয়। বরং অনেক চরিত্রের থেকে বিভিন্ন ম্যানারিজম নিয়ে চরিত্রটা তৈরি হয়েছে। অরিত্র জানিয়েছেন, প্রথম থেকেই পাওলির সঙ্গে তিনি আলোচনা করে এগিয়েছেন। সাতটা এপিসোডে তৈরি এই সিরিজ। আড্ডা টাইমস-এর সঙ্গে প্রথমবার কাজ করতে পেরে খুশি পাওলিও।