ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়। ... বিশদ
হৃদয়কে ভালোবাসুন, হৃদয়ও ভালোবাসবে
• সচেতনতার অভাবেই তরুণ প্রজন্মের মধ্যে হার্ট অ্যাটাকের হার বাড়ছে। নানা সমীক্ষায় দেখা যাচ্ছে, ৩০-৫০ বছর বয়সিদের মধ্যে হার্ট অ্যাটাকের হার বেশি। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বি পি পোদ্দার হসপিটালের গ্রুপ অ্যাডভাইজার সুপ্রিয় চক্রবর্তী। তাঁর মতে, ‘এই বয়সের বেশিরভাগ মানুষই উপসর্গ না আসা অবধি হার্টের খেয়াল রাখেন না। আবার উপসর্গও থাকা সত্ত্বেও অনেকেই সেটিকে এড়িয়ে চলেন। আর তাতেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি। তাই নিয়মিত হার্ট চেক আপ দরকার। যাঁরা চল্লিশের কোঠা পেরিয়ে গিয়েছেন তাঁরা তো বটেই, এমনকী, যাঁরা ৪০-এর দোরগোড়ায় আছেন, তাঁরাও বছরে অন্তত একবার হার্টের চেক আপ করান। ইসিজি, ইকো, লিপিড প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট, ক্রিয়েটিনিন, ফাস্টিং পিপি ব্লাড সুগারের সঙ্গে এইচবিএওয়ানসি টেস্টগুলো যেন নিয়মিত হয়। তাহলেই মাথাচাড়া দেওয়ার আগে নিয়ন্ত্রণে এনে ফেলা সম্ভব হৃদরোগকে। মনে রাখবেন , হৃদয়কে ভালোবাসলে, হৃদয়ও আপনাকে ভালোবাসবে।’