সম্প্রতি বি.পি. পোদ্দার হাসপাতালে মিনিম্যালি ইনভেসিভ স্পাইন সার্জারির উপর এক কর্মশালার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন একাধিক চিকিত্সক এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ। হাসপাতালের তরফে জানানো হয়েছে প্রতিষ্ঠানে একটি অভিজ্ঞতা সম্পন্ন নিউরোসার্জারি টিম একাধিক ধরনের স্পাইন সার্জারি করে চলেছে। এখন আধুনিক প্রযুক্তির কল্যাণে কিছু কিছু ক্ষেত্রে নিউরো মাইক্রোস্কোপের সাহায্যে মাত্র ১ ইঞ্চিরও কম কেটে হচ্ছে স্পাইন সার্জারি। রোগী দ্রুত সেরে ওঠেন। অস্ত্রোপচারের পরের দিনই মেলে ছুটি।
বি.পি. পোদ্দার হাসপাতালের গ্রুপ অ্যাডভাইজার সুপ্রিয় চক্রবর্তী বলেন, ‘জীবনযাত্রার পরিবর্তন, চোট-আঘাত এমন নানা কারণে অনেকেই পিঠ ও কোমরের ব্যথায় ভুগছেন। কারও কারও কারও ডিস্ক প্রোলাপ্সের মতো ঘটনাও ঘটছে। মিনিম্যালি ইনভেসিভ স্পাইন সার্জারি সেক্ষেত্রে রোগীর কাছে বিজ্ঞানের আশীর্বাদের মতো কাজে আসছে।’