Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

কখন করাবেন নি রিপ্লেসমেন্ট?

 অস্টিওআর্থ্রাইটিস রোগটি কী?
 আমাদের দেশে বেশিরভাগ মানুষ আক্রান্ত হন প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিসে। বয়সবৃদ্ধিজনিত কারণে হাঁটুর যে ক্ষয় ও তার থেকে হওয়া বাতের সমস্যাকেই বলে প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস। 
তবে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস-এ আক্রান্ত হওয়ার ঘটনাও কম নয়। সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস হওয়ার জন্য দায়ী দুর্ঘটনাজনিত ফ্র্যাকচার, লিগামেন্ট ইনজুরি, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস-এর মতো অসুখ। উল্লিখিত অসুখগুলির কারণে হাঁটুর জয়েন্ট-এ দ্রুত ক্ষয় দেখা দেওয়ার আশঙ্কা থাকে। আবার কিছু মানুষের জুভেনাইল রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা জিনগত অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সমস্যাও দেখা যায়। খুব কমবয়সেই এই সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তবে প্রাইমারি হোক বা সেকেন্ডারি, অস্টিওআর্থ্রাইটিস হলে সাধারণ লক্ষণ হিসেবে থাকে— ব্যথা, ফোলা, চলাফেরায় প্রবল কষ্ট। এছাড়া হাঁটুতে মড়মড় আওয়াজ হওয়ার মতো ঘটনাও হতে দেখা যায়। তবে কোনও ব্যক্তি অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত হওয়া মাত্রই তাঁকে নি রিপ্লেসমেন্ট করাতে বলা হয় না। প্রথমে অ্যান্টিইনফ্লেমেটরি ড্রাগ, সেক দেওয়ার মাধ্যমে রোগের অগ্রগতি ঠেকিয়ে রাখার চেষ্টা করা হয়।
 অস্টিওআর্থ্রাইটিস কি এক হাঁটুতে হয়? 
 প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস বা বয়সজনিত অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা একযোগে দুই হাঁটুতেই হয়।
সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা যে কোনও একটি হাঁটুতে দেখা দিতে পারে।
 কখন নি রিপ্লেসমেন্ট করার দরকার পড়ে?
 অস্টিওআর্থ্রাইটিসের জটিল অবস্থায় হাঁটু বেঁকে যাওয়া, হাঁটু শক্ত হয়ে ভাঁজ না হওয়ার মতো ঘটনাও ঘটে। হাঁটু বেঁকে গেলে, হাঁটু ভাঁজ করতে না পারলে শরীরের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ফলে চলাফেরা করার সময় রোগীর মাটিতে পড়ে যাওয়ার ভয় থাকে। সেখান থেকে আরও বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও এড়ানো যায় না।
হাঁটু বেঁকে গেলে, হাঁটু ভাঁজ করার ক্ষমতা নষ্ট হয়ে গেলে তখন রোগগ্রস্ত ব্যক্তি চলচ্ছক্তিহীন হয়ে পড়েন। এমন অবস্থায় নি রিপ্লেসমেন্ট করিয়ে নেওয়াই উচিত।
 দু’টি হাঁটুরই কি একযোগে অপারেশন করাতে হয়?
 প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস সাধারণত একযোগে দু’টি হাঁটুতেই হয়। তাই শুধু একটি হাঁটুতে প্রতিস্থাপন করালে সেই পা-টিই সোজা হয়। অন্য পা বেঁকেই থাকে। এমন অবস্থায় হাঁটাচলা করা সমস্যাবহুল হয়ে দাঁড়ায়। তাই প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিসের রোগীর দু’টি হাঁটু ক্ষতিগ্রস্ত হলে একযোগে দু’টি পায়েই নি-রিপ্লেসমেন্ট করার পরামর্শ দেওয়া হয়। 
 নি রিপ্লেসমেন্ট করানোর ব্যাপারে নিশ্চিত হতে চিকিৎসক কি আলাদা করে কোনও টেস্ট করাতে দেন?
 প্রাথমিকভাবে হাঁটুর এক্স রে করাতে দেওয়া হয়। এক্স রে-এর সাহায্যে হাঁটুতে কতটা কার্টিলেজ আছে, হাঁটু কতটা বেঁকে গিয়েছে তা বোঝা যায়।
 নি রিপ্লেসমেন্ট এর আধুনিক পদ্ধতি সম্পর্কে যদি জানান?
 চিকিৎসক যত অভিজ্ঞ হন, ততই তিনি মিনিম্যাল ইনভেসিভ সার্জারি করার চেষ্টা করেন। অর্থাৎ অল্প কাটা-ছেঁড়া করে রিপ্লেসমেন্ট করার চেষ্টা করেন। ক্ষত ছোট হওয়ার কারণে রোগীর পেশির ক্ষমতাও দ্রুত ফিরে আসতে থাকে। তাছাড়া এখন সমগ্র অপারেশন হয় কম্পিউটার অ্যাসিস্টেড পদ্ধতি বা কম্পিউটারের সহায়তায়। ফলে অপারেশনে ভুলভ্রান্তি কম হয়। প্রতিস্থাপন আরও নিখুঁত হয়। প্রতিস্থাপনের আগে রোগীর হাঁটুর এমআরআই করা হয়। তাই আগে থেকেই রোগীর হাঁটুর আকার অনুযায়ী ইমপ্ল্যান্ট তৈরি করে রাখা হয়। তাই অপারেশনের পরে রোগীকে তেমন জটিলতা পোহাতে হয় না।
 প্রস্থেসিসে কি কোনও পরিবর্তন এসেছে?
 প্রস্থেসিসের উপাদানে ব্যবহার করা হচ্ছে টাইটেনিয়াম-নাইওবিয়াম, যা সেরামিকের মতো আচরণ করে। এছাড়া রয়েছে ‘রোটেটিং প্ল্যাটফর্ম নি’ যা প্রায় আসল হাঁটুর মতোই স্বাভাবিক কাজ করে। ফলে হাঁটাচলা অনেক মসৃণ হয়। এই ধরনের ইমপ্ল্যান্ট দ্রুত আলগা হয়ে যায় না।
 অপারেশনের পর কতদিন রোগীকে হাসপাতালে থাকতে হয়?
 সার্জারির পর মোটামুটি চার থেকে পাঁচ দিন রোগীকে হাসপাতালে থাকতে হয়। 
 কতদিন পরে রোগী হাঁটতে পারেন?
 অপারেশনের পরদিনই রোগীকে হাঁটানো হয় কিছুটা। এরপর ধীরে ধীরে যত সুস্থ হতে থাকেন, হাঁটাহাঁটির সময়ও বাড়তে থাকে। একসময় রোগী স্বাভাবিকভাবে হাঁটতে পারেন। আসলে অপারেশনের পর রোগীর পায়ের পেশির সম্পূর্ণ জোর ফিরে আসতে প্রায় দেড় থেকে দু’মাস লাগে। তাছাড়া যেহেতু ইমপ্ল্যান্ট ফরেন বডি বা দেহের বাইরের একটি অংশ, তাই এটিকে গ্রহণ করতে ( আপন করতে) শরীরের অনেকখানি সময় লাগে। এই কারণেই অপারেশনের পরে সার্জারির জায়গা ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়ার মতো সমস্যা হয়। ইমপ্ল্যান্টকে মানিয়ে নিতে শরীরের এক থেকে দেড় মাস সময় লেগে যায়।
 রোগীকে কি চিকিৎসকের কাছে ফলোআপ করাতে যেতে হয়?
 হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সেলাই কাটাতে আসতে হতে পারে। এছাড়া চিকিৎসক ফলোআপের জন্য একটা সময় দিতে পারেন, কারণ বয়স্কদের অপারেশনের পর ডিসলেক্ট্রোলাইটিমিয়া বা সোডিয়াম-পটাশিয়ামের ঘাটতি হওয়ার মতো সমস্যা হয়। সেই ধরনের সমস্যা হচ্ছে কি না দেখে নেওয়া দরকার। তাই কতকগুলি ব্লাড টেস্ট করতে হয়। 
 প্রতিস্থাপন সফল হলে রোগী কী কী কাজ করতে পারেন এবং কী কী করতে পারেন না?
 রোগী সিঁড়ি ভাঙতে পারেন। স্বাভাবিক হাঁটাচলা করতে পারেন। এমনকী সাঁতার কাটা, সাইকেল চালানোতেও কোনও বাধা নেই। এমনকী চাইলে রোগী পাহাড়েও বেড়িয়ে আসতে পারেন। তবে দৌড়ানো, লাফালাফি, স্কিপিং করা উচিত নয়।
 ইমপ্ল্যান্ট কতদিন স্থায়ী হয়?
 আধুনিক যে ইমপ্ল্যান্ট-এর সাহায্যে এখন অপারেশন করা হয়, তার স্থায়িত্ব প্রায় ২৫ থেকে ৩০ বছর। ফলে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিসের কারণে যাঁদের নি রিপ্লেসমেন্ট করাতে হয়, তাঁরাও মোটামুটি ৫০ থেকে ৫৫ বছর বয়স অবধি নিশ্চিন্তে জীবন কাটিয়ে দিতে পারেন। এই বয়সের পরে রোগীর রিভিসন ইমপ্ল্যান্ট সার্জারিও যথেষ্ট কার্যকরী।
সাক্ষাৎকার: সুপ্রিয় নায়েক
পরামর্শে বিশিষ্ট অর্থোপেডিক সার্জেন ডাঃ সন্তোষ কুমার।
21st  October, 2021
দ্রুত ওজন কমছে
কী কী হতে পারে?

আমরা খাবার খাই। সেই খাবার আমাদের শক্তি দেয়। এই অর্জিত শক্তি শারীরবৃত্তীয় ও দৈনন্দিন জীবনের নানান কাজে খরচ করি। এই সহজ সরল হিসেবের উপর ভিত্তি করেই মানুষ বেঁচে থাকে। এবার খাবারের মাধ্যমে অর্জিত শক্তি ও কাজের মাধ্যমে খরচ করা শক্তির হারে সামঞ্জস্য থাকলে আমাদের ওজন এক জায়গাতেই থাকে। বিশদ

বিরল রোগে আক্রান্ত খুদেদের মুখে হাসি ফোটাতে
বিনামূল্যে কয়েক কোটির ওষুধ দিল পিয়ারলেস

ভোরের আলোর মতোই সুন্দর শিশুগুলির নাম অহেলি, আদিত্য, রাঘব। তিনজনের মধ্যে একটাই মিল। আশৈশব ওরা দৌড়ে বেড়াতে পারেনি ঘাসে ঢাকা মাঠে কিংবা ফুলে ভরা বাগানে। জ্ঞান হওয়া থেকেই ওদের বন্দি থাকতে হয়েছে হুইলচেয়ারে। ক্লাস ফোরের ছাত্রী অহেলির বাড়ি হাবড়ায়। বিশদ

পুজোয় রোগীদের স্বাদবদল
নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে

উৎসবের মরশুমে রোগীদের স্বাদবদলে অভিনব আয়োজন করেছিল বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতাল। রোগীদের অসুখের কথা মাথায় রেখে তাঁদের উপযুক্ত ডায়েট মেনেই ‘ট্র্যাডিশনাল পুজোর থালি’র ব্যবস্থা করেছিল তারা।
বিশদ

21st  October, 2021
মেডিকা ক্যান্সার হাসপাতালে
নতুন রেডিওথেরাপি মেশিন

মেডিকা ক্যান্সার হাসপাতালে চালু হল অত্যাধুনিক রেডিওথেরাপি মেশিন। এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যন্ত্রটির সাহায্যে ইমেজ-গাইডেড রেডিয়েশন থেরাপি ও ইন্টেনসিটি মডিউল্ড রেডিয়েশন থেরাপি করা সম্ভব।
বিশদ

21st  October, 2021
বেসিক লাইফ সাপোর্ট

প্রোটেক্ট দ্য ওয়ারিয়র্স এবং ইন্ডিয়ান রেসাসিটেশন কাউন্সিলের যৌথ উদ্যোগে পুলিস ও দমকলকর্মীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ দেওয়া হল।
বিশদ

21st  October, 2021
চুলে দিচ্ছেন বাহারি রং
কী কী হতে পারে জানেন?

নিজেকে একটু ফ্যাশানেবল দেখাতে সকলেই চান। সেই তাগিদেই চুলের স্বাভাবিক রঙের উপর কৃত্রিম রঙের প্রলেপও দেওয়া হয়। কেউ সাদা চুল কালো করেন তো কেউ কালো চুলকে বাহারি রঙের রূপ দেন। কিন্তু জানেন কি অনেক হেয়ার কালারের মধ্যে এমন সব রাসায়নিক রয়েছে যা চুল সহ শরীরের অন্যান্য অংশেরও ক্ষতিও করতে পারে?
বিশদ

18th  October, 2021
উৎসবের মরশুমে সুগার রোগীরা
ইচ্ছেমতো মাংস-মিষ্টি খাবেন?  

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, ভাইফোঁটা, কালীপুজো— উৎসবের শেষ নেই। উৎসব মানেই বিভিন্ন মুখরোচক খাওয়া দাওয়া! তবেই না আনন্দ! তবে যাঁদের ডায়াবেটিস আছে তাঁদের অনেকে এই সময় একটু দোনামনায় ভোগেন।
বিশদ

16th  October, 2021
পুজোর উপকরণেই
লুকিয়ে থাকে ভেষজ গুণ

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। জানেন কি পুজোয় ব্যবহৃত নানান উপকরণই আয়ুর্বেদ চিকিৎসার উপকরণ? হ্যাঁ, ঠিকই পড়ছেন। আর শুধু দুর্গাপুজো কেন, আমার-আপনার বাড়ির বহু পুজোর উপকরণই আয়ুবের্দিক ঔষধগুণে ভরপুর।
বিশদ

16th  October, 2021
উৎসবে গা ভাসিয়ে জ্বর, সর্দি, কাশি, পেট গণ্ডগোল?
রইল হোমিওপ্যাথির চটজলদি দাওয়াই!

জ্বর-সর্দি-কাশি: এবারের পুজোয় মেঘ ভেঙেছে! অতএব বৃষ্টিতে ভিজে যদি জ্বর, সর্দি-কাশি, গা ব্যথা হয় তবে রাসটক্স ৩০, ঠান্ডা গরমে জ্বর হলে ব্রায়োনিয়া ৩০, অতিরিক্ত পরিশ্রমে অল্প জ্বর ও তার সঙ্গে অসহ্য গা-হাত-পা ব্যথা হলে রাসটক্স ৩০ দিতে হবে।
বিশদ

16th  October, 2021
এই পানীয় খেলেই দেখাবে
ফ্রেশ আর কুল!

সময়টা অক্টোবরের মাঝামাঝি হলেও এখনও গরম কমেনি। বাতাসে আর্দ্রতা প্রবল। এই বৃষ্টি তো পরক্ষণেই গলদঘর্ম অবস্থা। এমন আবহাওয়ার মধ্যেই চলছে উৎসব। বাঙালির পুজো মানেই পেটপুরে খাওয়া, আর ডায়েটিং এর দফারফা। তাই বলে টেনশন করার কিছুই নেই। বিশদ

16th  October, 2021
জেনেটিক্যালি মডিফায়েড
খাবার! ভালো না খারাপ?

বিজ্ঞানীরা বহু পরিশ্রমের পর তৈরি করেছেন জেনেটিক্যালি মডিফায়েড (জিএম) শস্য! অথচ চাষের জমিতে এই বিশেষ শস্য বপনের কথা উঠলেই কিছু এনজিও, সমাজকর্মী এবং কিছু বৈজ্ঞানিক মারাত্মক বিরোধিতা শুরু করেন। এই শতাব্দীরই শুরুর কথা। ভারতে বিটি বেগুন নামে এক জিএম খাদ্য চাষ শুরু করার কথা হয়েছিল।
বিশদ

16th  October, 2021
গোটা পাঁঠা, মুরগি, মশলাদার
খাবার খেয়ে পেট খারাপ?
চিন্তা নেই, ঘরেই আছে লোহা হজমের উপায়!

উৎসবের আবহাওয়ায় ভূরিভোজের আয়োজন থাকবেই। বিধিনিষেধ শিকেয় তুলে দল বেঁধে পেটপুজো ছাড়া উৎসব কেমন যেন প্রাণহীন লাগে। তবে রসনার বশে গুরুপাক, লঘুপাক খাদ্য সেবন করে পেট গণ্ডগোল হওয়া আশ্চর্য নয়। তাই পেট ভালো রাখার জন্য রইল বেশ দারুণ উপকারী কয়েকটি মুষ্টিযোগের কথা।
বিশদ

16th  October, 2021
বয়স্করা পুজোয় গান-বাজনা,
হই হুল্লোড় করবেন?

করোনা কিন্তু এখনও তার অস্তিত্ব জানান দিচ্ছে প্রতিদিন। হয়তো প্রকোপ কিছুটা কম। তবে সাবধানের মার নেই। তাই সবমিলিয়ে ভীষণ ভাবে আলাদা সতর্কতা অবলম্বন জরুরি প্রবীণদের জন্য। বিশদ

12th  October, 2021
পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম
রুখতে সঠিক খাদ্যাভ্যাসের পরামর্শ

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এখন ১০ থেকে ২০ শতাংশ মহিলার সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাকে মোটেও হেলাফেলা করা উচিত নয় বলে জানাচ্ছেন কলকাতার বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টারের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ স্বাতী মিশ্র। বিশদ

08th  October, 2021
একনজরে
বুধবার দুপুরে কল্যাণী থানার গয়েশপুরের গোকুলপুরে মূক ও বধির নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম কৃষ্ণ দাস। পুলিস সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা বছর দশের ওই নাবালিকা গোকুলপুর এলাকায় ঠাকুমার বাড়িতে বেড়াতে ...

‘আমার পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু কোনও ধারণাই ছিল না কী ঘটে গিয়েছে। চারদিক ধোঁয়ায় ঢেকে ছিল। মনে হচ্ছিল যেন জীবন্ত নরকে ঢুকে পড়েছি।’ এক সাক্ষাৎকারে হিরোশিমার পরমাণু বোমা হামলার সেই বিভীষিকাময় দিনের অভিজ্ঞতার কথা বলেছিলেন সুনাও সুবোই। ...

নদীয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ফের সর্বভারতীয় ক্ষেত্রে দ্বিতীয় পুরস্কার ব্লু-রিবন পেল। রাজ্যে প্রথম এই পুরস্কার এল। কোভিড পরিস্থিতিতে ২০২০সালে নদীয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের টাকা জনকল্যাণে সঠিকভাবে ব্যবহার করতে পারায় এই পুরস্কার এসেছে বলে জানা গিয়েছে। ...

বাংলাদেশকে আট উইকেটে বিধ্বস্ত করল ইংল্যান্ড। বুধবার প্রথমে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১২৪ রান তোলেন সাকিব আল হাসানরা। জবাবে জেসন রয়ের ৬১ রানের সৌজন্যে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে ও ব্যবসায়ে উল্লেখযোগ্য সাফল্য। কৃষিপন্ন বিক্রেতা ও ডাক্তারদের অর্থকড়ি প্রাপ্তি হবে সর্বাধিক। বন্ধুকে টাকা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 
১৪২০: মিং সাম্রাজ্যে বেজিং প্রথম রাজধানী হিসেবে সরকারী স্বীকৃতি পেল
১৪৯২: ইতালিয়ান নাবিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন
১৮৬৬: বিশিষ্ট শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের জন্ম
১৮৬৭: অ্যাংলো-আইরিশ বংশোদভূত সমাজকর্মী, লেখিকা,শিক্ষিকা তথা স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতার জন্ম
১৮৮৬:  আজকের দিনে ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসাবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে
১৯২২: বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইতালির ফ্যাসিস্ত সরকার রোম দখল করে
১৯৫৫: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের জন্ম
২০০২: বিশিষ্ট কবি ও অবিস্মরণীয় ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের  মৃত্যু
২০০৬: ঢাকায় বাংলাদেশের আওয়ামী লিগের একদল কর্মী বিরোধী দলের এক সভায় হামলা চালায় খুন করে বিরোধী দলের ১৪ কর্মীকে
২০০৯: পেশোয়ারে বোমা বিস্ফোরণে ১১৭ জনের মৃত্যু হয়। জখম হয় ২১৩ জন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৯ টাকা ৭৫.৯১ টাকা
পাউন্ড ১০১.৬০ টাকা ১০৫.১০ টাকা
ইউরো ৮৫.৫০ টাকা ৮৮.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী ১৭/৪৭ দিবা ১২/৫০। পুনর্বসু নক্ষত্র  ৯/৫৬ দিবা ৯/৪১। সূর্যোদয় ৫/৪২/৩৮, সূর্যাস্ত ৪/৫৮/২৪। অমৃতযোগ দিবা ৭/১২ মধ্যে পুনঃ ১/১৪ গতে ২/৪৪ মধ্যে। রাত্রি ৫/৫১ গতে ৯/১৪ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ২/১০ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৬ মধ্যে। 
১০ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী দিবা ৮/১২। পুনর্বসু নক্ষত্র দিবা ৬/৩২। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৯।  অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৪৪ মধ্যে। কালবেলা ২/১০ গতে ৪/৫৯ মধ্যে। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৭ মধ্যে। 
২১ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে হারিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

10:46:11 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ১৩০/৩ (১৫ ওভার)

10:34:42 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৯৫/২ (১০ ওভার)

10:12:05 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৬৩/০ (৬ ওভার)

09:55:02 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা 

09:13:57 PM

টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কা ১১১/৫ (১৬ ওভার) 

08:57:05 PM