কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ
ডাঃ রামাপ্রসাদ বলেন, সি-ক্যাম্প-এর সঙ্গে যুক্ত হতে পেরে নিউবার্গ অত্যন্ত খুশি। ডাঃ তাসলিমারিফ সইয়েদ বলেন, সুসম্পর্ক গড়ে তোলা আমাদের সংস্থার আদর্শের অংশ। এই দুই সংস্থা মিলিতভাবে কাজ করে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে বিজ্ঞান দক্ষতাকে আরও উন্নত করতে পারবে।