Bartaman Patrika
হ য ব র ল
 

পুজোর আনন্দে করোনার কাঁটা

এবার পুজোতেও  প্যান্ডেলে প্যান্ডেলে  ঘোরা বন্ধ!  তাহলে পুজোর  ক’টা দিন  কেমন করে  কাটবে,  জানাচ্ছে  আমাদের কয়েকজন ছোট্ট বন্ধু

ছোট বোনের সঙ্গে খেলে  সময় কাটাব
দুর্গাপুজো হল বাঙালির সবচেয়ে বড় উৎসব। শরৎকালে সকলে এই পুজোয় মেতে ওঠে। কিন্তু ২০২০ সালের পুজো ছিল অন্যরকম। করোনা মহামারী এই পুজোর উপরেও প্রভাব ফেলেছিল। সেইজন্য গত বছরের পুজো দেখে আমার মন ভীষণ খারপ হয়ে গিয়েছিল। কলকাতায় দুর্গাপুজোয় কেমন ভিড় হয় বাবা-মা গল্প করেন। কিন্তু গত বছর রাস্তায় সেই রকম ভিড় ছিল না। গান-বাজনা আর আলোও অনেক কম ছিল। আমিও ঠাকুর দেখতে বের হয়নি। এবারের পুজোতেও অনেকটা গত বছরের মতো অবস্থা। করোনার ভয়ে এবারও বাবা-মা ঠাকুর দেখতে নিয়ে যাবে না বলেছে। তাই এ বছরও গোটা পুজো ঘরে বসেই কাটাতে হবে। এ বছর টিভিতে ঠাকুর দেখব। আর বাড়িতে বাবা, মা ও ছোট বোনের সঙ্গে খেলা করে, গল্প করে সময় কাটাব। মা বলেছে, আমার প্রিয় খাবারগুলো সপ্তমী, অষ্টমী আর নবমীতে রান্না করে খাওয়াবে। প্যান্ডেলে যেতে পারব না বলে মন তো ভীষণ খারাপ হবেই, কিন্তু সুস্থ থাকাটাও তো দরকার, সেটাই বাবা বার বার বলছে। দুর্গা মাকে বলব, করোনা যেন চলে যায়। 
শ্রিয়া ঘোষ, দ্বিতীয় শ্রেণি
পঞ্চসায়র শিশু নিকেতন

মায়ের হাতের সুস্বাদু রান্না মাস্ট
উৎসবপ্রেমী বাঙালির প্রতি বছর একটাই অপেক্ষা থাকে, কবে মা দুর্গার আগমনী সুর কবে ধ্বনিত হবে! বেজে উঠবে ঢাক হরেক তালে। কিন্তু গত বছর থেকেই ছবিটা অন্যরকম। মহামারী কেড়ে নিয়েছে আমাদের সব আনন্দ। অবশ্য, পুজো এলেই নতুন জামার কথা এড়ানো যায় না। তাই সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়েছে শপিং। যদিও অন্যান্য বছর দোকানে গিয়ে যেভাবে কেনাকাটা করা হয়, এবার সেই জায়গাটা দখল করেছে ‘অনলাইন শপিং’। প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখা এ বছরও হবে না। নিজের ও সকলের সুরক্ষার জন্য অকারণে ভিড়ে না যাওয়াই ভালো। সুতরাং বাড়িতেই থাকব। মা দুর্গাকে দর্শন করতে দূরে না গেলেও বাড়ির সামনের পুজো মণ্ডপে তো যাওয়া যেতেই পারে। সেখানেই ভিড় এড়িয়ে অঞ্জলি আর ধুনুচি নাচে মাতব। আমবাঙালির মতো আমিও খাদ্যরসিক। তাই পুজোতে মায়ের হাতের ভালো ভালো রান্না তো অপরিহার্য। অষ্টমীর লুচি আর নবমীর মাংস ছাড়ছি না। তবে, একটা সাধ আছে, যদি বড়দের অনুমতি পাই, তবে অন্যদিকে বিশেষ খরচ না করে সেই টাকায় কিছু অসহায় মানুষকে সাহায্য করতে পারলে মনে শান্তি পাব। সবার মুখে হাসি না ফুটলে পুজোর সার্থকতা কোথায়! বাঙালির সবচেয়ে বড় উৎসবে নিজেকে ও সবাইকে খুশি রাখার মন্ত্র গ্রহণই এবারের পুজোর প্ল্যানিং।
সায়ন্তিকা কোলে, নবম শ্রেণি, লেকটাউন 
গভঃ স্পনসর্ড গার্লস হাইস্কুল

টিভিতেই ঠাকুর দেখব
নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের পরিবর্তে এবার শরতে মাঝে মধ্যেই অঝোর ধারার বৃষ্টি। এর মধ্যে রয়েছে করোনা। এত কিছু সত্ত্বেও আমাদের আবাসনে এ বছর পুজো হচ্ছে। পুজোর ক’দিন নতুন জামা-প্যান্টের সঙ্গে থাকবে মাস্ক আর স্যানিটাইজার। পুজোর পাঁচদিন আবাসনে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার অন্যান্য বছরের মতো না হলেও দু’-একটি অনুষ্ঠান হবে বলে শুনছি। সামাজিক দূরত্ব মেনে তাতে যোগ দেব। যদি সম্ভব হয় সপ্তমীর সন্ধেবেলা মা-বাবার সঙ্গে বেরিয়ে পাড়ার ঠাকুরটা দেখে আসার ইচ্ছা আছে। অষ্টমীর দিন সকালে মায়ের সঙ্গে অঞ্জলি দিতে যাব। আর বাকি ঠাকুর দেখব টিভিতেই।
সৌরিক নন্দী, চতুর্থ শ্রেণি, এ পি জে স্কুল, সল্টলেক
 
বই-ই হবে পাঁচদিনের সঙ্গী
এসেছে শরৎ, হিমের পরশ
লেগেছে হাওয়ার পরে,
সকাল বেলায় ঘাসের আগায়
শিশিরের রেখা ধরে।
শিশিরে ভেজা ঘাস আর শিউলির মিষ্টি গন্ধ নিয়ে মা দুর্গা মর্তে আসেন। কাশবনে লেগে যায় আনন্দের হিল্লোল। পুজো মানেই ঘোরা, হই-হুল্লোড়, নতুন জামা। কিন্তু কোভিড নাইন্টিন আমাদের কাছ থেকে সে সব কেড়ে নিয়েছে। গত বছর পুজোর পাঁচটা দিন স্রেফ ঘরে বসে কেটেছে। এবারও তো করোনার তৃতীয় ঢেউয়ের ভয়! তবে, যেহেতু রোগের প্রকোপ অনেকটা কম, তাই ইচ্ছে আছে নতুন জামা পরে পাড়ার পুজো মণ্ডপে যাব। সব ঠিক থাকলে মায়ের সঙ্গে গিয়ে অষ্টমীর অঞ্জলিটা দিয়ে আসব। তবে, বাড়িতে সবার সঙ্গে জমিয়ে মজা করব, চলবে এলাহি খাওয়াদাওয়া। আমার একজন সঙ্গী আছে, যে সব সময় আমার সঙ্গে থাকে। পুজোর দিনগুলোতেও থাকবে— সে হল গল্পের বই। আশা করি, দুর্গামায়ের আশীর্বাদে মহামারীর কালো মেঘ কেটে যাবে এবং আগামী বছর আমরা আবার আগের মতো ঠাকুর দেখতে পারব।
তৃষা ঘোষ, অষ্টম শ্রেণি, কালুপুর পাঁচপোতা হাইস্কুল (উঃমাঃ)
সপ্তমীতে বাড়িতেই বসবে আড্ডার আসর
পুজো আসছে আসছে এই ভালো, এসে গেলেই তো এই যেন শেষ হয়ে গেল মনে হয়। তবে, আমি কিন্তু এবার পুজোয় খাসা প্ল্যানিং করেছি। শারদোৎসবে বাঙালির মন কি আর ঘরবন্দি থাকতে চায়? কিন্তু নিজের আর বাকিদের সুরক্ষার জন্য এবারও বাড়িতেই থাকতে হবে আমাদের । পুজোর শেষে ডাক্তারখানার বাইরে যেন ভিড় না পড়ে যায়, শুধু এই প্রার্থনাই করি মায়ের কাছে । করোনার বাধ্যবাধকতার জন্য এবারের পুজোর শপিংটা এক্কেবারে জমেনি। এবার যে অষ্টমীর রাতে ব্যান্ডেড পায়ে দেশপ্রিয় পার্কে যাওয়া হবে না, সেটাও জানি। তবুও মায়ের আগমনে নিজের মতো আনন্দ খুঁজে নেওয়ার প্ল্যান করেছি। সপ্তমীতে বেশ কয়েকজন বন্ধুর নিমন্ত্রণ আমাদের বাড়িতে। সেখানেই জমবে আড্ডা। আর অষ্টমীতে মণ্ডপে পুষ্পাঞ্জলি আর মায়ের হাতের লুচিতেই আমি খুশি। নবমীতে বন্ধুদের সঙ্গেই চলবে দেদার হাহাহিহি। আর দশমীতে পাড়ায় মা-কাকিমাদের সিঁদুরখেলাটা কোনও মতে মিস করব না। সামাজিক দূরত্ব মেনে সিঁদুরখেলা দেখব। নিউ নর্মালে এবার না হয়, বাড়িতে থেকেই মায়ের আগমনী গান গাইব।
সোহিনী পাণ্ডে, নবম শ্রেণি, রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল
 
ঠাকুর দেখা হবে না শুনে মনখারাপ
ঘুরে ঘুরে ঠাকুর দেখা হবে না শুনে আমার খুব মনখারাপ। বাড়িতে দাদা রয়েছে, দাদার সঙ্গে খেলেই পুজোর পাঁচটা দিন কাটাতে হবে। আর পাঁচদিন সকালে বিকেলে বাড়িতেই নতুন জামা পরব। সবচেয়ে ভালো এ ক’দিন একদম পড়তে বসতে হবে না। মা-বাবাও বাড়িতে থাকবে, ওদের সঙ্গে অনেক গল্প হবে। দাদু-ঠাম্মা তো রয়েইছে। অষ্টমীতে মামার বাড়ি যাওয়ার ইচ্ছা রয়েছে। দাদু-দিদার কাছে অনেক কিছু খাবার আবদার করব। অষ্টমীতে অঞ্জলি দিতে আমার খুব ভালো লাগে। তবে, এবার হবে কি না জানি না। দুর্গা ঠাকুরের কাছে প্রার্থনা করব, এই মহামারীতে যেন সবাই সুস্থ থাকে।
রাজস্মিতা দাস, দ্বিতীয় শ্রেণী, ভোলানন্দ ন্যাশনাল স্কুল

এবার পুজোর খেলাটাও মাটি
পুজো মানে সবার কাছে নতুন জামা আর ঠাকুর দেখা। কিন্তু আমাদের গ্রামের ছেলেমেয়েরা দুর্গাপুজো বলতে এই দুটো জিনিস ছাড়াও তৃতীয় একটি বিষয় বোঝে— সেটি হল ফুটবল খেলা। শুনতে অবাক লাগলেও দক্ষিণ ২৪ পরগনায় আমাদের কাষ্টমহল গ্রামে স্কুলমাঠে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আর ফাইনাল খেলাটা থাকে নবমীর দিন। কিন্তু সেই আনন্দের দিনগুলো গত বছর থেকে ফিকে হয়ে গিয়েছে। ছোঁয়াচে রোগের জন্য সবকিছুতেই বাধা। শুধু করোনা নয়, অতিরিক্ত বৃষ্টিতেও আমাদের গ্রামের মাঠঘাটের অবস্থা খারাপ। চারদিকে জল থইথই। সব মিলিয়ে পুজোর ক’টা দিন ঘরবন্দিই থাকতে হবে আর দূর থেকে দুর্গামাকে দর্শন করব। মনে মনে বলব, মা, আমাদের পুরনো দিনগুলো ফিরিয়ে দাও, আর তো ঘরবন্দি থাকতে পারছি না।
আদিত্য নস্কর, পঞ্চম শ্রেণি, বিষ্ণুপুর শিক্ষা সংঘ 
10th  October, 2021
সোনি বিবিসি আর্থের নতুন শো
 ‘ইন্ডিয়ান ওশান উইদ সাইমন রিভ’
পৃথিবীর তৃতীয় বৃহত্তম

পৃথিবীর তৃতীয় বৃহত্তম জলভাগ ভারত মহাসাগরে বিশ্বের সেরা দ্বীপ এবং ভ্রমণের ঠিকানাগুলো অবস্থিত। আশ্চর্যজনক ইতিহাসে ডুবে থাকা এই মহাসাগর ১৬টি দেশে ঘেরা এবং আফ্রিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত প্রায় ৯ হাজার ৭০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। বিশদ

17th  October, 2021
বিপ্লবী নেতা মাস্টারদা

স্নাতক হয়ে অঙ্ক শিক্ষক হিসেবে সূর্য সেন যোগদান করেন উমাতারা উচ্চ বিদ্যালয়ে। হয়ে উঠলেন সবার প্রিয় ‘মাস্টারদা’। ছড়িয়ে পড়ল তাঁর খ্যাতি।  বিশদ

17th  October, 2021
পট্যাটো চিপসের 
সাত-সতেরো
মৃণালকান্তি দাস

কোথাও বেড়াতে যাচ্ছ, সঙ্গে অবশ্যই একটা পট্যাটো চিপসের প্যাকেট থাকবে। গড়ের মাঠ কিংবা চিড়িয়াখানায় গিয়ে পট্যাটো চিপস যদি না-ই খেলে, তাহলে আর সেখানে যাওয়ার মানে কী! বিশদ

17th  October, 2021
দ্বিতীয় নিউটন
মৃণাল শীল

অ্যালবার্ট আইনস্টাইন একবার কথা প্রসঙ্গে বলেছিলেন যদি দ্বিতীয় নিউটন কেউ থেকে থাকেন তবে তিনি হলেন লর্ড আর্নেস্ট রাদারফোর্ড। খুব অদ্ভুত ভাবেই আইনস্টাইন আর রাদারফোর্ড কিছুটা ভিন্ন মানসিকতার হলেও উভয়ের পরিচিতি বা ঘনিষ্ঠতা ছিল। বিশদ

10th  October, 2021
পাহাড়ের বুকে জায়ান্ট পান্ডা

চীন দেশের দক্ষিণ-মধ্য প্রান্তের পাহাড়ের চূড়ার ঠিক উপরে সদ্য সূর্য উঠেছে। তখনও পাহাড়ের বুকে কুয়াশার চাদর রয়েছে লেপ্টে। এখানকার ঘন বাঁশ বনে আধোআধো ধোঁয়াময় মায়াবী পরিবেশ। সবকিছুই অস্পষ্ট। দশ হাত দূরের কিছু দেখতেও সমস্যা হচ্ছে। বিশদ

03rd  October, 2021
 কচিকাঁচাদের 
নাট্যমেলা
 

মুক্তির উল্লাসে কয়েকদিন মেতে উঠেছিল ওরা। সম্প্রতি বিডন স্ট্রিট শুভম আয়োজিত ১৯তম শুভম নাট্যমেলায়। করোনাকালে সবচেয়ে কষ্টে আছে মনে হয় ওরাই। স্কুল বন্ধ, পার্ক বন্ধ, মাঠ বন্ধ, সাঁতার, সাইকেল, ফুটবল, ক্রিকেট, হুটোপাটি, দাপাদাপি, খুনসুটি, বেয়াদপি... সব বন্ধ। বিশদ

03rd  October, 2021
সোনি বিবিসি  আর্থ-এর শো
‘অ্যানিমাল আইনস্টাইনস’

মানব মস্তিষ্ককে সর্বোৎকৃষ্ট মনে করা হয়। কিন্তু এমন অনেক জীবজন্তু রয়েছে, যাদের বুদ্ধি রীতিমতো পাল্লা দিতে পারে মানুষের মস্তিষ্ককেও। সোনি বিবিসি আর্থ এই সব জীবজন্তুদের নিয়ে আয়োজন করেছে একটি বিশেষ শো-এর। শো-টির নাম রাখা হয়েছে— ‘অ্যানিমাল আইনস্টাইনস’। বিশদ

26th  September, 2021
অকৃতকার্যদের জন্য বিশ্ববিদ্যালয়

 নামটা শুনে ভীষণ অবাক হয়ে গেছো, তাই না ছোট্ট বন্ধুরা! যেখানে শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা দাঁতে দাঁত চেপে দিনরাত পড়াশোনা করছে নিজেকে প্রথম সারিতে রাখার জন্য, সেখানে অকৃতকার্যদের জন্য আবার কি না বিশ্ববিদ্যালয়! হ্যাঁ, ‌শুনতে ভারী অদ্ভুত লাগলেও এটা সত্যি। বিশদ

26th  September, 2021
ম্যাজিকে লেখাপড়া
 

ম্যাজিক মানে শুধুই খেলা? পড়ার লেশমাত্র নেই? মোটেও না, ম্যাজিকে এবার লেখাপড়ার বিষয়গুলোও ভরে দেওয়া হল। পড়াশোনার বিভিন্ন বিষয়ের ওপর দারুণ ম্যা঩জিক দেখাবেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। এখন থেকে প্রতি মাসের একটা করে রবিবার তোমাদের জন্য থাকবে ম্যাজিকে লেখাপড়া। এবার অর্থনীতি। ম্যাজিশিয়ানের সঙ্গে কথা বলেছেন কমলিনী চক্রবর্তী। বিশদ

26th  September, 2021
শিউলি ফুলের সকাল
কার্তিক ঘোষ

একটাই মাটির ঘরের সামনে তখন একটা উঠান।আর সেই উঠোনের মাঝখানে তখন একটাই গাছ।শিউলি ফুলের সাজ পরে দিব্যি কেমন হাসি-খুশি।হিসেব করলে বয়সটা মেলে না।হাসি-খুশি মা তখন গোটা পাড়ার উমা।কিন্তু কলকাতার একটা কড়া-বালতি আর পেরেকের দোকানের দেড়শো টাকা মাইনের হাসি-খুশি মানুষটা তখন মহাদেব। বিশদ

26th  September, 2021
হাতেখড়ি
বিনতা রায়চৌধুরী

অপরাজিতা নিজেকে ইদানীং অশিক্ষিতই ভাবেন। অথচ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি পেয়েছেন। ইতিহাস তার প্রিয় বিষয় ছিল। তাতেই এমএ-টা করেছেন। বিশদ

19th  September, 2021
ভয়ঙ্কর কোমোডো ড্রাগন!

গুটিগুটি পায়ে হেলতে-দুলতে এগিয়ে আসছে এক অদ্ভুত দর্শন চারপেয়ে প্রাণী। মুখ থেকে ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছে চেরা জিভ। একবার তাকালে মনে হতে পারে, একটা বড় টিকটিকি হেঁটে চলেছে। তবে তোমাদের মধ্যে অতীব সাহসীরা টিকটিকি দেখে যেমন হেলাফেলা মনোভাব দেখাও, এই প্রাণীকে দেখে তেমনটা করতে পারবে না। বিশদ

19th  September, 2021
মাধ্যমিকের প্রস্তুতিতে এই
সময়টাকে কাজে লাগাও

কমবেশি আর সাড়ে চার মাস বাকি তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা— মাধ্যমিক। তাই সময় নষ্ট না করে এখন থেকেই পরিকল্পনা মাফিক জোর কদমে শুরু করতে হবে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি। আজ তোমাদের জন্য মার্কশিট বিভাগে রইল বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও অঙ্ক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার টিপস। আলোচনা করেছেন বিভিন্ন স্কুলের বিশিষ্ট শিক্ষক। বিশদ

12th  September, 2021
কথাসাহিত্যিক শরৎচন্দ্র
চট্টোপাধ্যায় -এর ছেলেবেলা

 

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষের ছেলেবেলার কথা। এবার কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়।  বিশদ

12th  September, 2021
একনজরে
পুজোর মরশুমে মালদহে ফের ভেজাল খাদ্যসামগ্রীর রমরমা শুরু হয়েছে বলে অভিযোগ। জেলার চাঁচল মহকুমার প্রত্যন্ত গ্রামে বিভিন্ন নামকরা ব্রান্ডের পণ্যে ভেজাল মেশানো হচ্ছে বলে ক্রেতাদের একাংশের অভিযোগ। কালিয়াচক এলাকাতেও বিভিন্ন পণ্যে ভেজাল মেশানো হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ...

তোলাবাজি, বেআইনিভাবে ফোন ট্যাপিং, ভুয়ো নথিপত্র পেশ— একের পর এক অভিযোগে এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে নিশানা করছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। বুধবার নিকাহনামার ছবি প্রকাশ করে তদন্তকারী আধিকারিককে ফের নিশানা করেছেন তিনি। ...

বাংলাদেশকে আট উইকেটে বিধ্বস্ত করল ইংল্যান্ড। বুধবার প্রথমে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১২৪ রান তোলেন সাকিব আল হাসানরা। জবাবে জেসন রয়ের ৬১ রানের সৌজন্যে ...

বুধবার দুপুরে কল্যাণী থানার গয়েশপুরের গোকুলপুরে মূক ও বধির নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম কৃষ্ণ দাস। পুলিস সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা বছর দশের ওই নাবালিকা গোকুলপুর এলাকায় ঠাকুমার বাড়িতে বেড়াতে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে ও ব্যবসায়ে উল্লেখযোগ্য সাফল্য। কৃষিপন্ন বিক্রেতা ও ডাক্তারদের অর্থকড়ি প্রাপ্তি হবে সর্বাধিক। বন্ধুকে টাকা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 
১৪২০: মিং সাম্রাজ্যে বেজিং প্রথম রাজধানী হিসেবে সরকারী স্বীকৃতি পেল
১৪৯২: ইতালিয়ান নাবিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন
১৮৬৬: বিশিষ্ট শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের জন্ম
১৮৬৭: অ্যাংলো-আইরিশ বংশোদভূত সমাজকর্মী, লেখিকা,শিক্ষিকা তথা স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতার জন্ম
১৮৮৬:  আজকের দিনে ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসাবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে
১৯২২: বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইতালির ফ্যাসিস্ত সরকার রোম দখল করে
১৯৫৫: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের জন্ম
২০০২: বিশিষ্ট কবি ও অবিস্মরণীয় ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের  মৃত্যু
২০০৬: ঢাকায় বাংলাদেশের আওয়ামী লিগের একদল কর্মী বিরোধী দলের এক সভায় হামলা চালায় খুন করে বিরোধী দলের ১৪ কর্মীকে
২০০৯: পেশোয়ারে বোমা বিস্ফোরণে ১১৭ জনের মৃত্যু হয়। জখম হয় ২১৩ জন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৯ টাকা ৭৫.৯১ টাকা
পাউন্ড ১০১.৬০ টাকা ১০৫.১০ টাকা
ইউরো ৮৫.৫০ টাকা ৮৮.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী ১৭/৪৭ দিবা ১২/৫০। পুনর্বসু নক্ষত্র  ৯/৫৬ দিবা ৯/৪১। সূর্যোদয় ৫/৪২/৩৮, সূর্যাস্ত ৪/৫৮/২৪। অমৃতযোগ দিবা ৭/১২ মধ্যে পুনঃ ১/১৪ গতে ২/৪৪ মধ্যে। রাত্রি ৫/৫১ গতে ৯/১৪ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ২/১০ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৬ মধ্যে। 
১০ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী দিবা ৮/১২। পুনর্বসু নক্ষত্র দিবা ৬/৩২। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৯।  অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৪৪ মধ্যে। কালবেলা ২/১০ গতে ৪/৫৯ মধ্যে। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৭ মধ্যে। 
২১ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে হারিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

10:46:11 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ১৩০/৩ (১৫ ওভার)

10:34:42 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৯৫/২ (১০ ওভার)

10:12:05 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৬৩/০ (৬ ওভার)

09:55:02 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা 

09:13:57 PM

টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কা ১১১/৫ (১৬ ওভার) 

08:57:05 PM