Bartaman Patrika
হ য ব র ল
 

ভয়ঙ্কর কোমোডো ড্রাগন!

গুটিগুটি পায়ে হেলতে-দুলতে এগিয়ে আসছে এক অদ্ভুত দর্শন চারপেয়ে প্রাণী। মুখ থেকে ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছে চেরা জিভ। একবার তাকালে মনে হতে পারে, একটা বড় টিকটিকি হেঁটে চলেছে। তবে তোমাদের মধ্যে অতীব সাহসীরা টিকটিকি দেখে যেমন হেলাফেলা মনোভাব দেখাও, এই প্রাণীকে দেখে তেমনটা করতে পারবে না। এতটাই ভয় মেশানো রয়েছে এই প্রাণীর রূপে। আর তোমরা যাঁরা বাড়িতে টিকটিকি দেখলেই চমকে ওঠো, চিৎকার করে বাড়ি মাথায় তোলো, তাঁরা তো আরও সাবধান!
সে যাই হোক, এবার মূল প্রসঙ্গে ফিরি। এত আলোচনার কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন তার নাম কোমোডো ড্রাগন। আজ আমরা এই ভয়ঙ্কর প্রাণীটির সঙ্গেই সংক্ষেপে পরিচয় সেরে নেব। দৈর্ঘ্যে কোমোডো ড্রাগন হতে পারে ১০ ফুট। প্রাণীটির ওজন হতে পারে ৩০০ পাউন্ড। এমন বৃহদাকৃতির জন্য এই প্রাণীটিকে পৃথিবীর সবথেকে ভারী টিকটিকি (হেভিয়েস্ট লিজার্ড) বলা হয়। এদের মাথা চ্যাপ্টা ও লম্বা হয়। মুখ থেকে বেরিয়ে আসে একটি লম্বা জিভ। কোমোডো ড্রাগনের অপর এক বৈশিষ্ট্য হল লেজ। এই প্রাণীটির লেজ বেশ লম্বা ও শক্তপোক্ত হয়। নিজেদের মধ্যে ঝুটঝামেলা লাগলে লেজটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এই প্রাণী।  
কোথায় বাস?
কোমোডো ড্রাগন লক্ষ লক্ষ বছর ধরে ইন্দোনেশিয়ার লেসার সুন্দা অঞ্চলে বাস করে চলেছে। এখানকার প্রতিকূল আবহাওয়াতেও এই প্রাণী সহজেই বাস করতে পারে। গোটা দ্বীপটিতেই এদের দেখা মেলে। তবে দ্বীপটির বনজঙ্গলে থাকতেই কোমোডো ড্রাগন ভালোবাসে। এখানকার উষ্ণমণ্ডলীয় বিশাল বনভূমির (ট্রপিক্যাল ফরেস্ট) বড় বড় ঘাস, ঝোপঝাড়ে নিশ্চিন্তে ঘুরে বেড়ায় এই বিশালকায় সরীসৃপ। গুটিগুটি পা ফেলে কোমোডো ড্রাগন প্রতিদিন প্রায় সাত মাইল পর্যন্ত চলতে পারে। কিন্তু চলতে পারলে হবে কী, এরা ভীষণ ঘরকুনো। তারা বাড়ির কাছাকাছি থাকতেই ভালোবাসে। কালেভদ্রে খুব প্রয়োজন পড়লেই এই সরীসৃপ ঘরের সীমানা ছাড়িয়ে অনেকটা দূর গমন করে।
শিকার
কোমোডো ড্রাগন হল দুর্ধর্ষ শিকারি। যেই দ্বীপে কোমোডো ড্রাগন থাকে সেখানকার অন্যান্য প্রাণীদের কাছে রীতিমতো ত্রাসের কারণ হল এই প্রাণী। হরিণ, শূকর, জলহস্তী থেকে শুরু করে প্রায় যে কোনও প্রাণী হতে পারে কোমোডো ড্রাগনের শিকার। 
এই সরীসৃপের শিকার করার ভঙ্গিও দেখার মতো। কোমোডো ড্রাগনের শিকার করার প্রধান অস্ত্র হল ধৈর্য। কোনও একটি জায়গায় ঘাপটি মেরে এই প্রাণী দীর্ঘক্ষণ ধরে শিকারের জন্য অপেক্ষা করে। শিকার পাশ থেকে গেলেই তারপর আসল খেলা শুরু হয়। অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শিকারের উপর আক্রমণ শানায়। শিকারের শরীরে নিজের তীক্ষ্ণ দাঁত বসিয়ে দেয়। এই আক্রমণের কাছে হার মেনে নেয় বেশিরভাগ শিকার। 
তবে কেবলমাত্র সুচালো, মজবুত দাঁতের ভরসায় এই প্রাণী শিকার করে না। কোমোডো ড্রাগনের কাছে রয়েছে আরও এক ভয়ঙ্কর অস্ত্র— বিষ। এই সরীসৃপের মুখের ভিতর রয়েছে ‘ভেনম গ্ল্যান্ড’ বা বিষগ্রন্থি। কোমোডো ড্রাগন অন্য কোনও প্রাণীকে কামড় দেওয়ার পর সেই প্রাণীর শরীরে পৌঁছে যায় বিষ। এই বিষ খুব ভয়ঙ্কর। এই প্রাণীর বিষ রক্তচাপ কমিয়ে দেয়, রক্তজমাট বাঁধতে দেয় না, অতিরিক্ত রক্তপাত করায়। একবার এই বিষ অন্য প্রাণীর শরীরে প্রবেশ করলেই সমস্যা শুরু। কোমোডো ড্রাগনের কামড়ের ফলে প্রাণীটির দেহের যেখানে ক্ষত তৈরি হয় সেখান দিয়ে রক্তপাত হতেই থাকে এবং প্রাণীটি শকে চলে যায়। এভাবেই শিকার করে এই ভয়াল সরীসৃপ।
তবে কোনও কোনও সময় কোমোডোর মুখে ধরা দেওয়ার পরও শিকার পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু একবার ধরা দিয়ে পালিয়ে গিয়েও এই শিকারির হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। কারণ বিষ কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু করবে। এই বিষয়টা কোমোডো ড্রাগনও বিলক্ষণ জানে। তাই সে শিকারের পিছু নেয়। এরপর বিষ যখন নিজের খেলা দেখাতে শুরু করে তখনই ফের শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে এই সরীসৃপ। সম্পূর্ণ হয় শিকার। বিজয়ীর হাসি হাসে কোমোডো ড্রাগন।
সংরক্ষণ
জানলে অবাক হবে, বর্তমানে এই ভয়ঙ্কর প্রাণীও নিজের অস্তিত্ব সঙ্কটে ভুগছে। কোমোডো ড্রাগনের বিপদের পিছনে থাকা অনেকগুলি কারণের মধ্যে একটি অবশ্যই মানুষের লালসা। দিনের পর দিন মানুষ এই সরীসৃপের শিকার করেছে, নষ্ট করে দেওয়া হয়েছে এই প্রাণীর বাসস্থান। ফলে কোমোডো ড্রাগনের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। তাই ইন্দোনেশিয়ার সরকার ১৯৮০ সালে তৈরি করে কোমোডো ন্যাশনাল পার্ক। ৭০০ স্কোয়ার মাইল বিস্তৃত এই পার্ক কোমোডো ড্রাগন ছাড়াও বহু আশ্চর্যপ্রাণীর বসবাস স্থল। বর্তমানে ইউনেস্কো এই পার্কটিকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে ঘোষণা করেছে। কোমোডো ড্রাগনের শিকার রুখতে স্থানীয় প্রশাসন এই অঞ্চলে কড়া নজর রাখে। তাই সময় সুযোগ হলে বন্ধুরা, এই ন্যাশনাল পার্ক থেকে ঘুরে আসতেই পারো। রোমাঞ্চকর পরিবেশে চোখের সামনেই দেখতে পাবে এই প্রাণীকে। 
সায়ন নস্কর
তথ্য ও ছবি : সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
19th  September, 2021
সোনি বিবিসি আর্থের নতুন শো
 ‘ইন্ডিয়ান ওশান উইদ সাইমন রিভ’
পৃথিবীর তৃতীয় বৃহত্তম

পৃথিবীর তৃতীয় বৃহত্তম জলভাগ ভারত মহাসাগরে বিশ্বের সেরা দ্বীপ এবং ভ্রমণের ঠিকানাগুলো অবস্থিত। আশ্চর্যজনক ইতিহাসে ডুবে থাকা এই মহাসাগর ১৬টি দেশে ঘেরা এবং আফ্রিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত প্রায় ৯ হাজার ৭০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। বিশদ

17th  October, 2021
বিপ্লবী নেতা মাস্টারদা

স্নাতক হয়ে অঙ্ক শিক্ষক হিসেবে সূর্য সেন যোগদান করেন উমাতারা উচ্চ বিদ্যালয়ে। হয়ে উঠলেন সবার প্রিয় ‘মাস্টারদা’। ছড়িয়ে পড়ল তাঁর খ্যাতি।  বিশদ

17th  October, 2021
পট্যাটো চিপসের 
সাত-সতেরো
মৃণালকান্তি দাস

কোথাও বেড়াতে যাচ্ছ, সঙ্গে অবশ্যই একটা পট্যাটো চিপসের প্যাকেট থাকবে। গড়ের মাঠ কিংবা চিড়িয়াখানায় গিয়ে পট্যাটো চিপস যদি না-ই খেলে, তাহলে আর সেখানে যাওয়ার মানে কী! বিশদ

17th  October, 2021
পুজোর আনন্দে করোনার কাঁটা

এবার পুজোতেও  প্যান্ডেলে প্যান্ডেলে  ঘোরা বন্ধ!  তাহলে পুজোর  ক’টা দিন  কেমন করে  কাটবে,  জানাচ্ছে  আমাদের কয়েকজন ছোট্ট বন্ধু বিশদ

10th  October, 2021
দ্বিতীয় নিউটন
মৃণাল শীল

অ্যালবার্ট আইনস্টাইন একবার কথা প্রসঙ্গে বলেছিলেন যদি দ্বিতীয় নিউটন কেউ থেকে থাকেন তবে তিনি হলেন লর্ড আর্নেস্ট রাদারফোর্ড। খুব অদ্ভুত ভাবেই আইনস্টাইন আর রাদারফোর্ড কিছুটা ভিন্ন মানসিকতার হলেও উভয়ের পরিচিতি বা ঘনিষ্ঠতা ছিল। বিশদ

10th  October, 2021
পাহাড়ের বুকে জায়ান্ট পান্ডা

চীন দেশের দক্ষিণ-মধ্য প্রান্তের পাহাড়ের চূড়ার ঠিক উপরে সদ্য সূর্য উঠেছে। তখনও পাহাড়ের বুকে কুয়াশার চাদর রয়েছে লেপ্টে। এখানকার ঘন বাঁশ বনে আধোআধো ধোঁয়াময় মায়াবী পরিবেশ। সবকিছুই অস্পষ্ট। দশ হাত দূরের কিছু দেখতেও সমস্যা হচ্ছে। বিশদ

03rd  October, 2021
 কচিকাঁচাদের 
নাট্যমেলা
 

মুক্তির উল্লাসে কয়েকদিন মেতে উঠেছিল ওরা। সম্প্রতি বিডন স্ট্রিট শুভম আয়োজিত ১৯তম শুভম নাট্যমেলায়। করোনাকালে সবচেয়ে কষ্টে আছে মনে হয় ওরাই। স্কুল বন্ধ, পার্ক বন্ধ, মাঠ বন্ধ, সাঁতার, সাইকেল, ফুটবল, ক্রিকেট, হুটোপাটি, দাপাদাপি, খুনসুটি, বেয়াদপি... সব বন্ধ। বিশদ

03rd  October, 2021
সোনি বিবিসি  আর্থ-এর শো
‘অ্যানিমাল আইনস্টাইনস’

মানব মস্তিষ্ককে সর্বোৎকৃষ্ট মনে করা হয়। কিন্তু এমন অনেক জীবজন্তু রয়েছে, যাদের বুদ্ধি রীতিমতো পাল্লা দিতে পারে মানুষের মস্তিষ্ককেও। সোনি বিবিসি আর্থ এই সব জীবজন্তুদের নিয়ে আয়োজন করেছে একটি বিশেষ শো-এর। শো-টির নাম রাখা হয়েছে— ‘অ্যানিমাল আইনস্টাইনস’। বিশদ

26th  September, 2021
অকৃতকার্যদের জন্য বিশ্ববিদ্যালয়

 নামটা শুনে ভীষণ অবাক হয়ে গেছো, তাই না ছোট্ট বন্ধুরা! যেখানে শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা দাঁতে দাঁত চেপে দিনরাত পড়াশোনা করছে নিজেকে প্রথম সারিতে রাখার জন্য, সেখানে অকৃতকার্যদের জন্য আবার কি না বিশ্ববিদ্যালয়! হ্যাঁ, ‌শুনতে ভারী অদ্ভুত লাগলেও এটা সত্যি। বিশদ

26th  September, 2021
ম্যাজিকে লেখাপড়া
 

ম্যাজিক মানে শুধুই খেলা? পড়ার লেশমাত্র নেই? মোটেও না, ম্যাজিকে এবার লেখাপড়ার বিষয়গুলোও ভরে দেওয়া হল। পড়াশোনার বিভিন্ন বিষয়ের ওপর দারুণ ম্যা঩জিক দেখাবেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। এখন থেকে প্রতি মাসের একটা করে রবিবার তোমাদের জন্য থাকবে ম্যাজিকে লেখাপড়া। এবার অর্থনীতি। ম্যাজিশিয়ানের সঙ্গে কথা বলেছেন কমলিনী চক্রবর্তী। বিশদ

26th  September, 2021
শিউলি ফুলের সকাল
কার্তিক ঘোষ

একটাই মাটির ঘরের সামনে তখন একটা উঠান।আর সেই উঠোনের মাঝখানে তখন একটাই গাছ।শিউলি ফুলের সাজ পরে দিব্যি কেমন হাসি-খুশি।হিসেব করলে বয়সটা মেলে না।হাসি-খুশি মা তখন গোটা পাড়ার উমা।কিন্তু কলকাতার একটা কড়া-বালতি আর পেরেকের দোকানের দেড়শো টাকা মাইনের হাসি-খুশি মানুষটা তখন মহাদেব। বিশদ

26th  September, 2021
হাতেখড়ি
বিনতা রায়চৌধুরী

অপরাজিতা নিজেকে ইদানীং অশিক্ষিতই ভাবেন। অথচ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি পেয়েছেন। ইতিহাস তার প্রিয় বিষয় ছিল। তাতেই এমএ-টা করেছেন। বিশদ

19th  September, 2021
মাধ্যমিকের প্রস্তুতিতে এই
সময়টাকে কাজে লাগাও

কমবেশি আর সাড়ে চার মাস বাকি তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা— মাধ্যমিক। তাই সময় নষ্ট না করে এখন থেকেই পরিকল্পনা মাফিক জোর কদমে শুরু করতে হবে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি। আজ তোমাদের জন্য মার্কশিট বিভাগে রইল বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও অঙ্ক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার টিপস। আলোচনা করেছেন বিভিন্ন স্কুলের বিশিষ্ট শিক্ষক। বিশদ

12th  September, 2021
কথাসাহিত্যিক শরৎচন্দ্র
চট্টোপাধ্যায় -এর ছেলেবেলা

 

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষের ছেলেবেলার কথা। এবার কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়।  বিশদ

12th  September, 2021
একনজরে
‘আমার পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু কোনও ধারণাই ছিল না কী ঘটে গিয়েছে। চারদিক ধোঁয়ায় ঢেকে ছিল। মনে হচ্ছিল যেন জীবন্ত নরকে ঢুকে পড়েছি।’ এক সাক্ষাৎকারে হিরোশিমার পরমাণু বোমা হামলার সেই বিভীষিকাময় দিনের অভিজ্ঞতার কথা বলেছিলেন সুনাও সুবোই। ...

কুলটি থানার দিশেরগড়ের পর হীরাপুর, আসানসোল শিল্পাঞ্চলে একের পর এক অবৈধ অস্ত্র কারখানার কারিগর হিসেবে উঠে আসছে মুঙ্গেরের কারবারিদের নাম। ইতিমধ্যেই পুলিসের জালে ধরা পড়েছে ...

পুজোর মরশুমে মালদহে ফের ভেজাল খাদ্যসামগ্রীর রমরমা শুরু হয়েছে বলে অভিযোগ। জেলার চাঁচল মহকুমার প্রত্যন্ত গ্রামে বিভিন্ন নামকরা ব্রান্ডের পণ্যে ভেজাল মেশানো হচ্ছে বলে ক্রেতাদের একাংশের অভিযোগ। কালিয়াচক এলাকাতেও বিভিন্ন পণ্যে ভেজাল মেশানো হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ...

তোলাবাজি, বেআইনিভাবে ফোন ট্যাপিং, ভুয়ো নথিপত্র পেশ— একের পর এক অভিযোগে এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে নিশানা করছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। বুধবার নিকাহনামার ছবি প্রকাশ করে তদন্তকারী আধিকারিককে ফের নিশানা করেছেন তিনি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে ও ব্যবসায়ে উল্লেখযোগ্য সাফল্য। কৃষিপন্ন বিক্রেতা ও ডাক্তারদের অর্থকড়ি প্রাপ্তি হবে সর্বাধিক। বন্ধুকে টাকা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 
১৪২০: মিং সাম্রাজ্যে বেজিং প্রথম রাজধানী হিসেবে সরকারী স্বীকৃতি পেল
১৪৯২: ইতালিয়ান নাবিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন
১৮৬৬: বিশিষ্ট শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের জন্ম
১৮৬৭: অ্যাংলো-আইরিশ বংশোদভূত সমাজকর্মী, লেখিকা,শিক্ষিকা তথা স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতার জন্ম
১৮৮৬:  আজকের দিনে ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসাবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে
১৯২২: বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইতালির ফ্যাসিস্ত সরকার রোম দখল করে
১৯৫৫: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের জন্ম
২০০২: বিশিষ্ট কবি ও অবিস্মরণীয় ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের  মৃত্যু
২০০৬: ঢাকায় বাংলাদেশের আওয়ামী লিগের একদল কর্মী বিরোধী দলের এক সভায় হামলা চালায় খুন করে বিরোধী দলের ১৪ কর্মীকে
২০০৯: পেশোয়ারে বোমা বিস্ফোরণে ১১৭ জনের মৃত্যু হয়। জখম হয় ২১৩ জন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৯ টাকা ৭৫.৯১ টাকা
পাউন্ড ১০১.৬০ টাকা ১০৫.১০ টাকা
ইউরো ৮৫.৫০ টাকা ৮৮.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী ১৭/৪৭ দিবা ১২/৫০। পুনর্বসু নক্ষত্র  ৯/৫৬ দিবা ৯/৪১। সূর্যোদয় ৫/৪২/৩৮, সূর্যাস্ত ৪/৫৮/২৪। অমৃতযোগ দিবা ৭/১২ মধ্যে পুনঃ ১/১৪ গতে ২/৪৪ মধ্যে। রাত্রি ৫/৫১ গতে ৯/১৪ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ২/১০ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৬ মধ্যে। 
১০ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী দিবা ৮/১২। পুনর্বসু নক্ষত্র দিবা ৬/৩২। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৯।  অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৪৪ মধ্যে। কালবেলা ২/১০ গতে ৪/৫৯ মধ্যে। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৭ মধ্যে। 
২১ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে হারিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

10:46:11 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ১৩০/৩ (১৫ ওভার)

10:34:42 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৯৫/২ (১০ ওভার)

10:12:05 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৬৩/০ (৬ ওভার)

09:55:02 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা 

09:13:57 PM

টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কা ১১১/৫ (১৬ ওভার) 

08:57:05 PM