Bartaman Patrika
বিকিকিনি
 

 টুকরো  খবর 

বাংলার রঙে আপনিও রঙিন
সাহা টেক্সটাইল-এর এবারের শারদ অঞ্জলি ‘কালার্স অব বেঙ্গল’ প্রতিষ্ঠানের কর্ণধার শ্রী কান্তি সাহার পরিভাষায় ‘বাংলার রঙে আপনিও রঙিন’। প্রাচীন বাংলার লুপ্তপ্রায় নানাবিধ বুননশৈলীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই বিশেষ বিভাগের প্রবর্তন, যা আপনারা পেয়ে যাবেন সাহা টেক্সটাইল বারাসতের দ্বিতীয় তলে। আর এখানে থাকছে দেশ, রবি, অরণ্য, অজানা বাংলা, নোয়াখালি জামদানির মতো সাহা টেক্সটাইলের নিজস্ব ঘরানায় তৈরি বিভিন্ন শাড়ি সম্ভার যা বাংলার পরম্পরা, ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী বহন করে। কেনাকাটা কখনও প্রাথমিক শর্ত নয়, আপনারা এখানে চলে আসতে পারেন শুধুমাত্র অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। আর এই মহৎ কর্মোদ্যোগের শুভ সূচনা হয়ে গেল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে। এছাড়াও ছিলেন, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, সমাজসেবী অশনি মুখোপাধ্যায় এবং বারাসাত পুরসভার ভাইস চেয়ারম্যান সমীর তালুকদারের মতো বিশিষ্টজন। এই উদ্যোগের মূল উদ্যোক্তা কান্তি সাহার কথায়, বর্তমান সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং নতুন প্রজন্মকে বাংলার হারিয়ে যাওয়া বুনন পরম্পরা সম্পর্কে অবগত করাই হবে  ‘কালার্স অব বেঙ্গল’-এর মূল উদ্দেশ্য। এর সাফল্য সুনিশ্চিত হবে সব মানুষের সহযোগিতায়। 

শ্যাম সুন্দরের স্বর্ণ সম্ভার ২০২১ 
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ১ অক্টোবর থেকে ১১ অক্টোবর ২০২১ আয়োজন করছে ১৯তম শারদীয়া ‘স্বর্ণ সম্ভার ২০২১’। গয়নার এই প্রদর্শনীতে এ বছরের  চমক ১৫ শতকের ‘চক্রকমা’ দেবী দুর্গার ট্রাইবাল প্রতিমূর্তি, যা ত্রিপুরার দেবতামুরায় পাহাড়ের খাড়া পাথরের উপর খোদাই করা আছে। বিগত যুগের অসাধারণ এই ২০ ফুটের ভাস্কর্যই ‘শক্তিরূপিণী কালেকশন’-এর মূল আধার। হাতে তৈরি এই গয়নার কালেকশনের মূল ভাবনায় আছে মা দুর্গার শক্তি। রয়েছে হাতে তৈরি অন্যান্য ডিজাইনের সোনা, হীরের গয়না ও ট্রেন্ডি ব্রাইডাল জুয়েলারিও। রয়েছে পকেটসাশ্রয়ী হীরের গয়না, রত্ন ও মূল্যবান পাথরের সংগ্রহ। গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, ড্র থাকছে। প্রতি ১৫ গ্রাম ওজনের উপরে সোনার গয়নার কেনাকাটায় নিশ্চিত সোনার মুদ্রা। ১৫ গ্রামের নীচেও সোনার গয়নার কেনাকাটায় আছে নিশ্চিত উপহার। সোনার গয়নায় মেকিং চার্জে ডিসকাউন্ট ২০% ও হীরের গয়নায় ৫০%। আছে রত্নের এমআরপির উপর ১০% ছাড়। দৈনিক লাকি ড্রয়ে থাকছে রোজ ৩টি সোনার মুদ্রা জেতার সুযোগ। মেগা ড্রয়ে পাঁচটি স্কুটি জেতার সুযোগ। কোভিড প্রোটোকল মেনে গ্রাহকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ত্রিপুরার (আগরতলা, খোয়াই, ধর্মনগর ও উদয়পুর) এবং কলকাতার (গড়িয়াহাট, বেহালা ও বারাসাত) শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সব শো-রুমে চলবে এই প্রদর্শনী।

বাংলার ঢাকিদের বিশেষ সম্মান
দুর্গাপুজো মানেই যেমন কুমোরটুলির ব্যস্ততা, তেমনই শহরে ঢাকিদের আসার সময়। কলকাতায় আসার আগেই বিশেষ সম্মান জানানো হল ঢাকিদের। অজয় নদীর পাড়ে কাশবনে ঢাকা চড়ে বসেছিল ঢাকের আসর। নানা বোলে ভেসে উঠল নদীর চড়। এই অভিনব উদ্যোগ খুকুমণির। সংস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে গ্রাম বাংলার ঢাকিদের নিয়ে হয়ে গেল মন ভরানো আসর। পালক লাগানো ঢাকের সঙ্গে ছিল বাংলার ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি। সব মিলিয়ে অজয় পাড়ে পুজোর আমেজ জমজমাট। ঢাকির দলে ছিলেন পরেশ দাস, অনিল দাস, মনোজিৎ দাস, সুনীল দাস, শ্যামল দাস। তাছাড়া জ্যোৎস্না থানদার (শঙ্খ)। সঙ্গে বীরভূমের ছিনাথ বহুরূপী সংস্থার শিল্পীরা, সুবল দাস বৈরাগ্য (শিব), ধনেশ্বর দাস বৈরাগ্য (দুর্গা)। ঢাকের তালে বহুরূপী শিল্পীদের নৃত্য গ্রাম বাংলার ঐতিহ্যকে মনে করায়। সব শেষে সংস্থার পক্ষে ঢাকিদের এবং সব শিল্পীকে সম্মান জানান অরিত্র রায় চৌধুরী। ঢাকিদের নিয়ে এক মিউজিক ভিডিও তৈরি করা হয় জিমা পুরস্কৃত পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায়। করোনাকালে কাজ কম, অবস্থা খুবই খারাপ। তাই সংস্থার পক্ষে  শিল্পীদের পাশে এসে দাঁড়ানোর এই উদ্যোগ।

এক ক্লিকে পুজো প্যান্ডেলে
দুর্গাপুজোর চার দিন অনাবিল আনন্দে ভাসে শহর।  শুধু শহর নয়, শহরতলি জেলা সর্বত্র তখন হইহই কাণ্ড। কিন্তু ক্রমশ কলকাতার বাঙালি তার ডালপালা ছড়িয়েছে দেশে দেশান্তরে। অনেকেই পুজোয় কলকাতা আসার সময় সুযোগ পান না। তাঁদের জন্যই এসেছে একটি পেজ। সেই লিঙ্কে ক্লিক করলেই শহরের নামকরা ঠাকুর দেখতে পাবেন। পেজ তৈরির ভাবনা শুরু ২০১১-১২ সাল নাগাদ। বাঙালি নস্টালজিয়া তো বটেই, সঙ্গে জড়িয়েছিল বাংলার ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়ার প্রয়াস। রিও ডি জেনেইরোর কার্নিভাল বা স্পেনের টোম্যাটিনা উৎসব যদি বিশ্বে পরিচিত হতে পারে, তাহলে দুর্গাপুজোই বা নয় কেন? ২০১২ সালে এটি তৈরি করেন অর্পণ চট্টোপাধ্যায়। ঠাকুর গড়া থেকে প্যান্ডেল তৈরির কাজ, সবই দেখানো হয় এখানে। অর্পণের পড়াশোনা বিদেশে। পুজোর টানে তিনি ও তাঁর বন্ধুরা এই উদ্যোগ শুরু করেন। ২০-২৫টি সেরা পুজো দেখানো হয় এখানে। গত বছরের হিসেব অনুযায়ী সারা পৃথিবী থেকে কমবেশি ৫০ লক্ষের কাছাকাছি মানুষ কলকাতার পুজো দেখার সুযোগ পেয়েছেন। কোভিডে অনেকেই বাড়ি থেকে বেরতে পারছেন না। তাই ভার্চুয়াল ট্যুরে ভরপুর আনন্দ। দেরি করবেন না, লগ ইন করুন www.thepuja.app পেজ-এ।

পুজোয় নতুন কালেকশন স্টাইল বাজারে
বর্তমান পরিস্থিতি ও সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে সব বয়সের কালেকশন-এর নতুন স্টক এখন পাওয়া যাচ্ছে স্টাইল বাজারে। কিডস্‌ ওয়্যারে রয়েছে ট্রেন্ডি ফ্রক, ফ্যান্সি ফ্রক, প্যান্ট, টি-শার্ট, জামাইকা বারমুডার ব্র্যান্ডেড ও লেটেস্ট কালেকশন। লেডিস ওয়্যারে রয়েছে নতুন রেঞ্জের এবং লেটেস্ট ক্রপ টপ, ফিউশন টপ, ফ্যান্সি মিডি শর্ট ড্রেসেস, হট প্যান্ট, পালাজো, ডেনিম শার্ট, কুর্তি, চুড়িদার, ওয়াইল্ড পালাজো, লেহেঙ্গা ও ক্রপ টপ সেট, সারারা সেট। সঙ্গে পাবেন বাংলার তাঁত, জামদানি-ঢাকাই শাড়ি সিল্কের নতুন কালেকশন এবং গরদের শাড়ি যা আপনাকে আকৃষ্ট করবেই। পুরুষদের জন্য নতুন কালেকশনের গ্রাফিক টি-শার্ট, পোলো টি-শার্ট, জহরকোট এবং পাঞ্জাবি, শেরওয়ানি এবং ব্র্যান্ডেড শার্ট, টি-শার্ট, জিনস ও ট্রাউজার্স পাবেন এমন সব কিছুই। কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। উপহার হিসেবে পাবেন ডাফেল ব্যাগ, ক্যাসারোল সেট, ফোর হুইলার হার্ড ট্রলি। এছাড়াও বাম্পার উপহার হিসেবে কেনাকাটায় জিততে পারেন সোনার কয়েন অথবা গাড়ি।

আইপিএল মরশুমে হোমটাউন সম্ভার
খেলা দেখার সময় আরাম ও মনোযোগের ঘাটতি হলে চলে না। একটানা খেলা দেখতে দেখতে ঘাড়-মাথা ব্যথা হলে বা হাঁটু টনটন করে উঠলে কিন্তু খেলা দেখার মনমেজাজ বিগড়ে যেতে বাধ্য। তাই আইপিএল চলাকালীন আপনার বসার আরামকে আর একটু বাড়িয়ে তোলার কথা ভেবেছে হোমটাউন। আসবাবপ্রস্তুতকারী এই সংস্থা বাজারজাত করেছে কিছু উন্নতমানের রিক্লাইনার। নিজের উচ্চতা ও ওজন অনুয়ায়ী এই রিক্লাইনার বাছতে পারেন। শরীরের ক্ষতি না করে আরাম পৌঁছে দিতে এই নতুন রিক্লাইনারগুলি যথেষ্ট দড়। নিজের বাড়ির দেওয়াল, পর্দার রং, সিলিংয়ের প্যাটার্ন ও রঙের উপর নির্ভর করে রিক্লাইনার পছন্দ করতে পারেন আপনি। হোমটাউনের এই রিক্লাইনারগুলো কোমরের লাম্বার অংশে আরাম ও সাপোর্ট পৌঁছে দেবে। এর অ্যাডজাস্টেবল হেড রেস্ট খেয়াল রাখবে ঘাড় ও মাথার আরামের দিকে। ওয়ান সিটার, টু সিটার হিসেবে বা এল শেপের গোটা সেটটাই কিনতে পারেন। রেঞ্জ শুরু ১৯,৯৯৯ থেকে ১,৫০০০০ টাকা পর্যন্ত। হোমটাউনের সব শোরুম ও এদের অনলাইন সাইট থেকে কেনাকাটা করতে পারবেন।

নিলনস-এর নয়া জিপ্রোডাক্ট
দেশের অন্যতম খাদ্যপ্রক্রিয়াকরণ সংস্থা নিলনস তাদের চাইনিজ রেঞ্জে বেশ কয়েকটি নতুন প্রোডাক্ট সংযোজন করেছে। যেমন— চাটনি, মশলা, লাল ও সবুজ চিলি স্যস, সয়া স্যস, সেচুয়ান চাটনি, ভিনিগার, মাঞ্চুরিয়ান মশলা, চিকেন ৬৫ মশলা, চাউমিন মশলা প্রভৃতি। নতুন এই সেচুয়ান চাটনির দাম শুরু ১০ টাকা থেকে। সয়া স্যস, রেড ও গ্রিন চিলি স্যস মিলবে ২০ টাকার প্যাকেট থেকে। ৬ গ্রাম ওজনের চাউমিন মশলা, সেচুয়ান ফ্রায়েড রাইস মশলা, পনির চিলি মশলা, মাঞ্চুরিয়ান মশলার দাম পড়বে ৫ টাকা করে। চিকেন মশলা পেয়ে যাবেন ১০ টাকায়। ভিনিগার পাবেন ৪৫ টাকা থেকে। সংস্থার মতে, প্রতিটি আইটেম সেরা উপাদান দিয়ে বিশেষভাবে প্রস্তুত করা হয়। সেইসঙ্গে দীর্ঘ সময় ধরে যাতে এর গুণমান বজায় থাকে সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাদে গন্ধে ভরপুর এই প্রোডাক্টগুলি প্রায় সর্বত্র পাওয়া যাচ্ছে।

শ্রেয়াস ফ্যাশনের পুজো কালেকশন
সামনেই বাঙালির  সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। তাই এক্সক্লুসিভ পুজো স্পেশাল পোশাকের কালেকশন নিয়ে এসেছে শ্রেয়াস ফ্যাশন। গত ১৮ সেপ্টেম্বর কালেকশনটির উদ্বোধন করেন বিউটি এক্সপার্ট নিকোলা গোমস। পুজো স্পেশাল কালেকশনে পাওয়া যাচ্ছে কুর্তি, সালোয়ার, পালাজো, টপ, গাউন, স্কার্ট প্রভৃতি। পোশাকগুলির নকশা করেছেন ডিজাইনার তথা শ্রেয়াস ফ্যাশনের কর্ণধার অদিতি ভট্টাচার্য। মূলত হ্যান্ডলুম কটন, লিনেন, জয়পুরি মলমল মেটিরিয়াল দিয়েই পোশাকগুলি তৈরি করেছেন তিনি। দাম শুরু ৮৫০ টাকা থেকে। ঠিকানা: ৪৫এ, বুড়ো শিবতলা রোড, কলকাতা-৩৮, যোগাযোগ: ৯৮৭৫৪৭১৯৫৮ 
02nd  October, 2021
সেলেবদের দীপাবলি

সারাবছর লাইট, ক্যামেরা, অ্যাকশনের জীবন কাটালেও কিছু কিছু দিন এঁরা মিশে যান আমজনতার মধ্যে। তেমনই একটা দিন কালীপুজো। কেমন কাটে? জানালেন তিন সেলেব্রিটি। শুনলেন মনীষা মুখোপাধ্যায়।
বিশদ

23rd  October, 2021
টুকরো খবর

অঞ্জলি জুয়েলার্স-এর ধনতেরস: অঞ্জলি জুয়েলার্সে ধনত্রয়োদশী উৎসব শুরু হবে ২৭ অক্টোবর। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। সেই উপলক্ষে এখানে সোনার গয়নার মজুরিতে থাকছে ২৫ শতাংশ ছাড়। হীরের গয়নার মজুরিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পুরনো গয়নায় রয়েছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার। বিশদ

23rd  October, 2021
আড্ডা আর  খাওয়াদাওয়াই পুজোর মজা
সন্দীপ্তা সেন

 

বছরের প্রথমেই যখন ক্যালেন্ডার পাই, সবার আগে যেটা দেখি, সেটা হচ্ছে দুর্গাপুজো কবে পড়েছে। তাই দুর্গাপুজো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সব বাঙালির কাছেই তাই।
বিশদ

09th  October, 2021
 
পুজোয় আনন্দ করব কিন্তু ভিড় এড়িয়ে 
মিমি দত্ত
 

দুর্গা পুজোর উন্মাদনা ছোটবেলা থেকেই অনুভব করেছি। পড়াশোনার পাশাপাশি অভিনয়েও অনেক ছোট থেকেই আমার হাতেখড়ি হয়ে গিয়েছিল। তাই পড়াশোনা, অভিনয় ইত্যাদি নিয়ে সারা বছর ব্যস্ত থাকতাম।
বিশদ

09th  October, 2021
ব্যাগের বাহার

কেনাকাটা শেষ। কোন দিন কেমন সাজ ঠিক হয়ে গিয়েছে সেটাও। তাহলে পুজোর জন্য পুরো তৈরি! এই রে! ব্যাগ নিয়ে ভাবেনননি এখনও? চিন্তা কী? ‘চতুষ্পর্ণী’ আছে তো! এবার পুজোয় ব্যাগ কেনার খুঁটিনাটি জানাচ্ছেন মনীষা মুখোপাধ্যায়।
বিশদ

09th  October, 2021
পুস্তক সমাচার  

মহামারীতে বিধ্বস্ত পৃথিবী। চার দিকে হাহাকার, বাঁচার ব্যাকুল আর্তি। এই মুহূর্তে মঙ্গলদায়িনীর মা দুর্গার কৃপা দৃষ্টি বর্ষণের সত্যিই বড় প্রয়োজন। তাঁর আশীর্বাদের জন্য কাঙাল মর্ত্যলোক।
বিশদ

09th  October, 2021
 টুকরো  খবর

পুজোর কাউন্টডাউন প্রায় শেষের মুখে।  কোন দিন কোন পোশাকে সাজাবেন নিজেকে ও প্রিয়জনকে, তার হিসেবনিকেশও সারা। তবু কেনাকাটা কি শেষ হয়?
বিশদ

09th  October, 2021
পুজোয় এবার 
জুতোর বাহার

কথায় বলে, নতুন জামা-জুতো। অর্থাৎ একটাকে বাদ দিয়ে আর একটা নয়। নতুন পোশাক কিনলেই শুধু হবে না, সঙ্গে থাকতে হবে নতুন জুতোকেও। তবেই সাজ হবে সম্পূর্ণ। কোন ব্র্যান্ড কেমন জুতো বাজারজাত করল, সেসবের খোঁজ দিলেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

02nd  October, 2021
পরনে পাঞ্জাবি

পুজোর সাজে ছেলেরাও পিছিয়ে নেই। শাড়ির সঙ্গে পাল্লা দিতে পাঞ্জাবির বাজারও প্রস্তুত। এবছর পুজোর আসরে নজর কাড়তে কেমন পাঞ্জাবি পরবেন? কোথায় মিলবে, দামই বা কেমন? জানালেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

25th  September, 2021
 টুকরো খবর​​​​

টিউটোপিয়া-র রিলে রেস: সম্প্রতি একটি অভিনব রিলে রেসের আয়োজন করেছিল শিক্ষা সংক্রান্ত অ্যাপ টিউটোপিয়া। গত ১৬ সেপ্টেম্বর ২১ পল্লি, বালিগঞ্জ ফাঁড়ি থেকে ভোর সাড়ে ৫টায় শুরু হয় এই রেস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সোহিনী সরকার, অনিন্দ্য চট্টোপাধ্যায়, গায়িকা অঙ্কিতা চক্রবর্তী প্রমুখ। বিশদ

25th  September, 2021
প্রদর্শনী সংবাদ

ইমামি আর্ট-এ অভিনব চিত্রপ্রদর্শনী: ইমামি আর্টে অভিনব চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীটির নাম: ‘ইক্সও-স্টেনসিয়াল -এআই মিউজিংস অন দ্য পোস্টহিউম্যান’। এটি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স শিল্পী হর্ষিত আগরওয়ালের একক প্রদর্শনী। বিশদ

25th  September, 2021
ফ্যাশনে কুর্তি

শাড়ি না হয় অষ্টমীর অঞ্জলি ও দশমীতে মাকে বরণের জন্য তোলা রইল। কখনও বা নবমীর রাতেও। বাকি দিনগুলো? সাজে বৈচিত্র্য আনতে কিন্তু মন দিতে হবে কুর্তি বা লেহেঙ্গার দিকেও। শহর ও শহরতলির কোন কোন দোকানে কেমন পোশাক মিলবে? খোঁজ দিলেন মনীষা মুখোপাধ্যায়।
বিশদ

18th  September, 2021
 টুকরো  খবর

কলকাতায় সৌন্দর্য প্রতিযোগিতা: লকডাউনে গৃহবন্দি অবস্থায় একঘেয়ে দিন কাটাতে কাটাতে  অনেকেই ক্লান্ত।  এই নিস্তরঙ্গ জীবনে খানিক অন্য ছন্দ আনতে সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হল এক অভিনব প্রতিযোগিতা। নাম: মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া ২০২১। নিউটাউনে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন একাধিক রাজ্য থেকে আসা প্রতিযোগীরা। বিশদ

18th  September, 2021
পুস্তক  
সমাচার  

২০০৯ সালে লোকসভা নির্বাচনে মোটা খরচ হয়েছিল ১৪৮৩ কোটি টাকা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে খরচটা বেড়ে দাঁডায় ৩৪২৬ কোটি টাকায়। ‘দ্য হিন্দু’ এই মর্মে একটি খবর প্রকাশ করেছিল ২০১৪ সালে। এটা ছিল নির্বাচন করতে গিয়ে সরকার যা খরচ করেছে তার হিসেব। বিশদ

18th  September, 2021
একনজরে
‘আমার পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু কোনও ধারণাই ছিল না কী ঘটে গিয়েছে। চারদিক ধোঁয়ায় ঢেকে ছিল। মনে হচ্ছিল যেন জীবন্ত নরকে ঢুকে পড়েছি।’ এক সাক্ষাৎকারে হিরোশিমার পরমাণু বোমা হামলার সেই বিভীষিকাময় দিনের অভিজ্ঞতার কথা বলেছিলেন সুনাও সুবোই। ...

নদীয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ফের সর্বভারতীয় ক্ষেত্রে দ্বিতীয় পুরস্কার ব্লু-রিবন পেল। রাজ্যে প্রথম এই পুরস্কার এল। কোভিড পরিস্থিতিতে ২০২০সালে নদীয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের টাকা জনকল্যাণে সঠিকভাবে ব্যবহার করতে পারায় এই পুরস্কার এসেছে বলে জানা গিয়েছে। ...

বুধবার দুপুরে কল্যাণী থানার গয়েশপুরের গোকুলপুরে মূক ও বধির নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম কৃষ্ণ দাস। পুলিস সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা বছর দশের ওই নাবালিকা গোকুলপুর এলাকায় ঠাকুমার বাড়িতে বেড়াতে ...

কুলটি থানার দিশেরগড়ের পর হীরাপুর, আসানসোল শিল্পাঞ্চলে একের পর এক অবৈধ অস্ত্র কারখানার কারিগর হিসেবে উঠে আসছে মুঙ্গেরের কারবারিদের নাম। ইতিমধ্যেই পুলিসের জালে ধরা পড়েছে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে ও ব্যবসায়ে উল্লেখযোগ্য সাফল্য। কৃষিপন্ন বিক্রেতা ও ডাক্তারদের অর্থকড়ি প্রাপ্তি হবে সর্বাধিক। বন্ধুকে টাকা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 
১৪২০: মিং সাম্রাজ্যে বেজিং প্রথম রাজধানী হিসেবে সরকারী স্বীকৃতি পেল
১৪৯২: ইতালিয়ান নাবিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন
১৮৬৬: বিশিষ্ট শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের জন্ম
১৮৬৭: অ্যাংলো-আইরিশ বংশোদভূত সমাজকর্মী, লেখিকা,শিক্ষিকা তথা স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতার জন্ম
১৮৮৬:  আজকের দিনে ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসাবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে
১৯২২: বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইতালির ফ্যাসিস্ত সরকার রোম দখল করে
১৯৫৫: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের জন্ম
২০০২: বিশিষ্ট কবি ও অবিস্মরণীয় ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের  মৃত্যু
২০০৬: ঢাকায় বাংলাদেশের আওয়ামী লিগের একদল কর্মী বিরোধী দলের এক সভায় হামলা চালায় খুন করে বিরোধী দলের ১৪ কর্মীকে
২০০৯: পেশোয়ারে বোমা বিস্ফোরণে ১১৭ জনের মৃত্যু হয়। জখম হয় ২১৩ জন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৯ টাকা ৭৫.৯১ টাকা
পাউন্ড ১০১.৬০ টাকা ১০৫.১০ টাকা
ইউরো ৮৫.৫০ টাকা ৮৮.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী ১৭/৪৭ দিবা ১২/৫০। পুনর্বসু নক্ষত্র  ৯/৫৬ দিবা ৯/৪১। সূর্যোদয় ৫/৪২/৩৮, সূর্যাস্ত ৪/৫৮/২৪। অমৃতযোগ দিবা ৭/১২ মধ্যে পুনঃ ১/১৪ গতে ২/৪৪ মধ্যে। রাত্রি ৫/৫১ গতে ৯/১৪ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ২/১০ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৬ মধ্যে। 
১০ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী দিবা ৮/১২। পুনর্বসু নক্ষত্র দিবা ৬/৩২। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৯।  অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৪৪ মধ্যে। কালবেলা ২/১০ গতে ৪/৫৯ মধ্যে। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৭ মধ্যে। 
২১ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে হারিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

10:46:11 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ১৩০/৩ (১৫ ওভার)

10:34:42 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৯৫/২ (১০ ওভার)

10:12:05 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৬৩/০ (৬ ওভার)

09:55:02 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা 

09:13:57 PM

টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কা ১১১/৫ (১৬ ওভার) 

08:57:05 PM