Bartaman Patrika
আমরা মেয়েরা
 

সাইক্লিং ও পাহাড়ের নেশায় মশগুল তারকেশ্বরের মেয়ে সবিতা 

মেয়েরা আজ কোনও অংশে পিছিয়ে নেই। আজ তারা সব ক্ষেত্রেই পুরুষদের সঙ্গে পাঞ্জা লড়ে তাদের দাবি ছিনিয়ে নিতে তৎপর। বিগতকালের ভ্রান্ত ধারণাকে পিছনে ফেলে মেয়েরা দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে অভীষ্ট লক্ষ্যে। যা থেকে তারা পেতে পারে অপরিমেয় তৃপ্তি ও আত্মবিশ্বাস। রাজনীতি থেকে শুরু করে অভিনয় বা খেলায় মেয়েরা এখন সর্বত্র দশভুজার ভূমিকায় অবতীর্ণ। অদেখা জগতের হাতছানিতে তারা খুঁজে নিতে চায় জীবনের লক্ষ্যকে। এমনই এক মেয়ের কথা আজ এই আলোচনায় উঠে এসেছে। যে সময়ে মেয়েরা বিয়ের পিঁড়িতে ওঠে সে সময়ে এই মেয়ে জীবনের চরম ঝুঁকি নিয়ে সাইক্লিং ও অ্যাডভেঞ্চারের নেশায় মশগুল।
হুগলি জেলার তারকেশ্বর ব্লকের অধীন ভঞ্জিপুর গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সবিতা মাহাতো আজ খেলাধূলার অঙ্গনে বহুচর্চিত নাম। অ্যাডভেঞ্চার তাঁর মনে নেশা ধরিয়েছে। আবার সাইকেলে চড়ে দূর দূরান্তরে বিদেশ বিভূঁইয়ে চলে যাওয়াও তাঁর পক্ষে অসম্ভব নয়। তাই তো সাইকেলে চড়ে বিশ্বভ্রমণে বেড়িয়ে পড়তে প্রস্তুত সবিতা। সেই সঙ্গে আগামী বছর এভারেস্ট অভিযানের প্রস্তুতি নিতে এখন থেকেই তিনি উঠে পড়ে লেগেছেন।
কথা হচ্ছিল সবিতা মাহাতোর সঙ্গে। কথাবার্তায় তিনি খুবই তুখোড়। হরিপালের পানিশেওলা ইন্দিরা স্মৃতি বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রিষড়া বিধানচন্দ্র কলেজ থেকে ভূগোলে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তারকেশ্বর বটতলা ভলিবল ক্লাবের কর্মকর্তা প্রবীর কোঙার জানিয়েছেন যে, অষ্টম শ্রেণীতে পড়াকালীন সবিতা কোচ সুরেশ মণ্ডলের প্রশিক্ষণে ভলিবলে নিজের মনোনিবেশ করেছিলেন। পরে তিনি ভলিবল থেকে সরে আসে। তারপর ২০১৪ সালে পর্বত অভিযান তাঁকে পেয়ে বসে। সাক্ষাৎকারে সবিতা জানালেন, ‘ছন্দাদি (গায়েন) কাঞ্চনজঙ্ঘা যাওয়ার আগে আমার সঙ্গে কথা হয়েছিল। তিনিই পর্বতারোহণে উৎসাহ দিয়ে গিয়েছিলেন। তাঁর আদর্শে আমি অনুপ্রাণিত। তাঁর টিপস নিয়ে আমার পর্বতারোহণ শুরু।’ সে কারণে মনে অসম্ভব ধরনের জেদ চেপে গিয়েছিল সবিতার। ছন্দা গায়েনের আদর্শে অনুপ্রাণিত সবিতা বিগত কয়েক বছর ধরে ছোট বড় বিভিন্ন শৃঙ্গে অভিযান করেছেন। তাতে সাফল্যও এসেছে। ১৫টি শৃঙ্গের মধ্যে কামেট, ত্রিশূল প্রভৃতি ১০টিতে সফলতা লাভ করেছেন। সাহসই তাঁর মনোবল বাড়িয়ে দেয়। সাফল্য মানুষকে আরও বেশি সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। সে কারণেই সবিতা আগামী বছর এভারেস্ট অভিযানে পাড়ি জমাতে উন্মুখ। তবে সবিতা মনে করেন যে, এভারেস্টের চেয়েও আরও কঠিন শৃঙ্গ রয়েছে যা জয় করে অধিক তৃপ্তি পাওয়া যাবে। তাঁর কথায়, পাহাড়ে গেলেই প্রত্যেকটি মুহূর্তই তাঁর কাছে স্মরণীয় হয়ে ওঠে। তিনি আরও জানিয়েছেন, আমার সাফল্যের মূলে প্রধান প্রেরণাদাতা অবশ্যই আমার বাবা-মা। তাঁদের অনুপ্রেরণা না পেলে এত দূর এগনো আমার পক্ষে সম্ভব ছিল না।
বাবা চৌহান মাহাতো ও মা কান্তি মাহাতো সদা সর্বদা মেয়েকে উৎসাহ দিতে কসুর করছেন না। মেয়ের অভাবনীয় সাফল্যে তাঁরা গর্বিত ও উচ্ছ্বসিত।
আবার সাইকেলে দেশ-বিদেশ ভ্রমণ সবিতার আর একটি নেশা। ২০১৭ সাল থেকে তাঁর সাইক্লিং যাত্রা শুরু। ইতিমধ্যে তিনি ১৭৩ দিন ধরে দেশের ২১টি রাজ্য ঘুরে ফেলেছেন। পাটনা, লখনউ থেকে শুরু করে উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, গোয়া, গুজরাট, মুম্বই, কর্ণাটক, ছত্রিশগড়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, অসম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, সিকিম প্রভৃতি রাজ্য তাঁর ইতিমধ্যেই ঘোরা শেষ। কথা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘মহিলা সুরক্ষা’ প্রতিষ্ঠিত করতেই তাঁর সাইকেল ভ্রমণ। সাইক্লিং করতে গিয়ে তাঁর প্রচুর তিক্ত অভিজ্ঞতা হয়েছে। এমনকী ইভটিজিং থেকে শুরু করে অশ্লীল গালাগালি ও সাইকেল ধরে টানাটানি করতেও দ্বিধা বোধ করেনি মানুষ। তবুও এইসব গায়ে না মেখে, ভয় না পেয়ে এগিয়ে গিয়েছেন সবিতা। তিনি বলেন, ‘৫০ জন খারাপ হলেও ৫০০ জন আমাকে যাত্রাপথে সম্মান জানিয়েছে। এমনকী আমায় নিরাপত্তা দিতে পুলিস আমার পিছনে সহযাত্রী হয়ে আমাকে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।’ একই পথে নিরাপত্তা ও সাফল্য পাওয়া তাঁর লক্ষ্য। এভাবেই তিনি সাইকেলে ওয়ার্ল্ড ট্যুরে যাওয়া মনস্থির করেন। সাইকেল চড়ে ১ লক্ষ কিলোমিটার অতিক্রম করা তাঁর স্বপ্ন। তাছাড়া দূষণের বিরুদ্ধে অভিযানেও সবিতা সক্রিয়। ‘বেটি পড়াও বেটি বাঁচাও’ স্লোগানকে তুলে ধরতে প্রচারাভিযানও চালিয়ে যাচ্ছেন তিনি।
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রশাসনের পক্ষ থেকে সবিতাকে সম্মানিত ও পুরস্কৃত করা হয়েছে। এই ধরনের পুরস্কারই তাঁর আগামী দিনের চলার পথে পাথেয়। ২০১৭ সালে তারকেশ্বর পুরসভা, পঞ্চায়েত সমিতি ও ব্লক উন্নয়ন দপ্তরের উদ্যোগে তাঁকে আর্থিক সাহায্য দিয়ে সম্মান জ্ঞাপন করা হয়। ১৩ ডিসেম্বর মৌলালি যুব কেন্দ্রে রাজ্য ক্রীড়া দপ্তরের সুচারু ব্যবস্থাপনায় ছন্দা গায়েন সাহসিকতা পুরস্কারের সঙ্গে ৭৫ হাজার টাকার আর্থিক পুরস্কার সবিতার হাতে তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। এটা সবিতার কাছে এক স্মরণীয় সম্পদ।
আমজনতার ধারণা, আগামীদিনে সাইক্লিং ও পর্বতারোহণে সবিতার আরও প্রশংসিত হবে এবং ক্রমশ এই দুই ক্ষেত্রে শীর্ষস্থানে এগিয়ে যাবে। তবে এতকিছু সাফল্য ও প্রশংসা পাওয়ার পরও তাঁর আক্ষেপ, স্থানীয় ভঞ্জিপুর গ্রাম পঞ্চায়েত তাঁর সাফল্যের প্রতি বিন্দুমাত্র ওয়াকিবহাল নয়। তবুও তিনি অঙ্গীকারবদ্ধ দেশের সম্মান বজায় রাখতে তাঁর চেষ্টার কোনও ত্রুটি থাকবে না। উপরন্তু ক্রীড়াজগতে তিনি তাঁর পারফরম্যান্সকে ক্রমাগত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করার লক্ষ্যে দস্তুরমতো বীরবিক্রমে এগিয়ে যেতে চান। সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন সবিতা।
বিদ্যুৎ ভৌমিক 
22nd  February, 2020
মেয়েরা সেনার উল্লেখযোগ্য অঙ্গ: তাপসী পান্নু 

অভিনেত্রী তাপসী পান্নু ট্যুইট করে বলেছেন, অনেকদিন তো হল। এবার চিন্তাধারায় বদল আনার সময় এসেছে। মহিলারা যে ভারতীয় সেনাবাহিনীর এক উল্লেখযোগ্য অঙ্গ তা বহুবার বিভিন্ন কাজে প্রমাণিত হয়েছে।  
বিশদ

22nd  February, 2020
মহিলাদের স্বপ্নের উড়ানে নতুন ডানা যুক্ত হল: প্রিয়াঙ্কা গান্ধী 

প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ভারতীয় সেনায় মহিলাদের স্থায়ী কমিশন দেওয়ার পক্ষে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে তিনি খুশি। দেশের সব মহিলার উদ্দেশে তিনি শুভেচ্ছাবার্তা পাঠিয়ে বলেছেন মেয়েদের স্বপ্নের উড়ানে নতুন ডানা যুক্ত হল। 
বিশদ

22nd  February, 2020
মেয়েদের এই জয় এক অসম্ভব খুশির খবর: বৃন্দা কারাত  

মাননীয় সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ জানিয়েছেন রাজনীতিক বৃন্দা কারাত। তিনি বলেছেন, বহুদিনের লড়াইয়ে অবসান ঘটল। তাও আবার জয়ের মাধ্যমে। এটা যে অসম্ভব খুশির খবর তা তো বলাই বাহুল্য। বৃন্দা আরও বলেছেন মহিলাদের পক্ষে এই রায় আসলে নাগরিকত্বেরই জয়।   বিশদ

22nd  February, 2020
চল্লিশ বছর ধরে ফাঁসির মঞ্চে আসামিদের পৌঁছে দেন জেরার্ড 

১৯৮১ সালে সিঙ্গাপুরে সবচেয়ে নৃশংস এক হত্যাকাণ্ডের মামলায় টান মুই চু’র নামে এক নারীর ফাঁসির আদেশ দেন আদালত। একই মামলায় টান সহ তার স্বামী এড্রিয়ান লিম এবং স্বামীর বান্ধবী হো কাহ্‌ হংকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। দুটি শিশুর নৃশংস হত্যার অভিযোগে তাঁদের ফাঁসির আদেশ হয়। 
বিশদ

22nd  February, 2020
কালো শাড়িতে প্রতিবাদ ভারতীয় নারীদের 

ধর্মীয় অন্ধ অনুশাসন এবং পুরুষশাসিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কালো রঙের শাড়ির মাধ্যমে প্রতিবাদ করছেন ভারতীয় এক শাড়ি ডিজাইনার। এর মাধ্যমে এদেশের নারীদের জীবনে ‘অদৃশ্য বাধা’ ও ধর্মীয় কুসংস্কারের বিষয়টি ফুটিয়ে তুলেছেন তিনি।  বিশদ

22nd  February, 2020
মহিলাদের মাথায় জয়ের মুকুট 

ভারতীয় সেনায় স্থায়ী কমিশন পেল মেয়েরা। মাননীয় সুপ্রিম কোর্ট মহিলাদের পক্ষে এই রায় দেওয়ার পর সমাজ তথা সেনাবাহিনীর বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া। প্রতিবেদনে কমলিনী চক্রবর্তী। 
বিশদ

22nd  February, 2020
আমি জীবন সংগ্রামী: স্নেহা দাস

কামিনী আর জ্যোৎস্নার মধ্যে বড়ই বিরোধ। কামিনী জ্যোৎস্নাকে সহ্য করতে পারে না। কিন্তু জ্যোৎস্নার জীবনে বারবার খারাপ সময় এলেও শেষপর্যন্ত সে কামিনীকে হারিয়ে দেয়। এরপর কামিনী ছলে বলে কৌশলে সেই রাজ্যের রাজার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেয়। এবং চক্রান্ত করে সবাইকে মেরে ফেলে আর জ্যোৎস্নাকে বন্দি করে কারাগারে। 
বিশদ

15th  February, 2020
মাইনের টাকায় শহর পরিষ্কার করেন তেজস্বী 

ভারতের অন্ধ্রপ্রদেশের তরুণী ইঞ্জিনিয়ার তেজস্বী পোডাপতি তাঁর বেতনের ৭০ শতাংশ ব্যয় করেন দু’টি শহর পরিচ্ছন্ন রাখার কাজে। শহর দু’টিকে পোস্টার মুক্ত করারও চেষ্টা চালাচ্ছেন তিনি। আর এ কাজ করতে গিয়ে পরিবার থেকে শুরু করে সমাজের নানা স্তর থেকে এসেছে হরেক বাধা। তবুও নিজের বিশ্বাস আর কাজে অটল থেকেছেন তিনি। 
বিশদ

15th  February, 2020
মুসলিম বিয়ের আইনবিধি ও স্ত্রী-আচার

ইসলামে শাস্ত্রানুসারে বিয়েতে তেমন কোনও আইনবিধির উল্লেখ নেই। প্রত্যেক বিয়ের যে খোৎবা বা নিকাহ পড়ানো হয় সেটাও ফরজ বা অবশ্য কর্তব্য নয়। এই নিয়ম সুন্নত অর্থাৎ মহানবী (সঃ) করেছিলেন এবং মুসলিমরা তা অনুসরণ করে। এই বিয়েতে প্রায় আইনের মতোই নির্দিষ্ট কিছু বিধিবিধান অবশ্য আছে।  
বিশদ

15th  February, 2020
বিশ্বচ্যাম্পিয়ন কোনেরু 

এই সময় বিশ্বচ্যাম্পিয়ন হওয়া তাঁর পক্ষে বাড়তি কৃতিত্বের। সেরা হওয়ার পরও বলেছেন, এটা তাঁর কাছে অপ্রত্যাশিত ফল। কারণ মা হওয়ার জন্য ২০১৬ থেকে ২০১৮- এই দুই বছর দাবার জগৎ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। ফেরার পর, এক বছরের মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে সবাইকে চমকে দিলেন।  
বিশদ

08th  February, 2020
জানা অজানায় ভ্যালেন্টাইন’স ডে 

সামনেই ভ্যালেন্টাইন’স ডে। দিনটিকে উল্লেখযোগ্য করে তুলতে অনেকেই নিজের মনের মানুষটির জন্য বিশেষ আয়োজনে ব্যস্ত হয়ে উঠবেন। কার্ড, চকোলেট আর লাল টুকটুকে হৃদয়ের ছোঁয়ায় ভরে উঠবে দোকানপাট।  
বিশদ

08th  February, 2020
বিপন্ন নারী ও শিশু 

সমাজ চলছে দ্রুত গতিতে, সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে তার সংকট। তাই আজ নতুন করে ভাবতে হচ্ছে শিশু আর বিপন্ন নারীদের কীভাবে নিরাপত্তা দেওয়া যায়। সর্বপ্রথম পদক্ষেপ হল চিহ্নিতকরণ ও ক্ষমতায়ন। স্বেচ্ছাসেবী সংস্থা, নাগরিক সমিতি, পৌরসংস্থা, স্থানীয় বিধায়ক প্রমুখের থেকে তথ্য সংগ্রহ করে চিহ্নিতকরণের কাজটি করতে হবে।  
বিশদ

08th  February, 2020
বিশ্বজুড়ে নারীরা ক্ষমতায় থাকলে পৃথিবীটা আরও রঙিন হতো 

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘বিশ্বের সবগুলি দেশে যদি পুরুষের পরিবর্তে নারীরা ক্ষমতায় থাকতেন, তাহলে সমগ্র পৃথিবীর মানুষের জীবনমান আরও অনেক বেশি উন্নত হতো।’ সিঙ্গাপুরে ওবামা ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে সম্প্রতি এসব কথা বলেছেন ওবামা। ক্ষমতায় থাকাকালে এ বিষয়ে অনেক ভেবেছেন ওবামা। 
বিশদ

01st  February, 2020
ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখাচ্ছেন ঊষাদেবী 

ভারতে মেয়েদের একটা স্কুলে আত্মরক্ষা বিষয়ক কর্মশালা পরিচালনা করার সময় নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির অভিজ্ঞতা শোনাচ্ছিলেন ঊষা বিশ্বকর্মা। ঊষাদেবীর বয়স যখন সবে ১৮ বছর তখন তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়।  
বিশদ

01st  February, 2020
একনজরে
নয়াদিল্লি ও গোয়া, ২৩ ফেব্রুয়ারি: ফের দুর্ঘটনায় পড়ল মিগ যুদ্ধবিমান। গোয়ায় রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার একটি মিগ-২৯ কে বিমান। তবে দুর্ঘটনাগ্রস্ত বিমানের চালক নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ...

সংবাদদাতা, ঘাটাল: দাসপুর থানার ভগবতীপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবককে খুন করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় বর(২৫)।   ...

সংবাদদাতা, নকশালবাড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগ থেকে শীঘ্রই হলুদ জ্বরের টিকা দেওয়া হবে। একদিকে পর্যাপ্ত কর্মী না থাকা অন্যদিকে পাবলিক হেল্থ নার্সরা সময় মতো টিকাকরণ কেন্দ্রে আসেন না বলে অভিযোগ রয়েছে।  ...

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (পিটিআই): আন্তর্জাতিক বাজারে দাম পড়ার জেরে ভারতে প্রাকৃতিক গ্যাসের দাম কমতে পারে ২৫ শতাংশ। একাধিক সূত্র মারফৎ এ খবর জানা গিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে প্রায় আড়াই ডলার কমতে পারে গ্যাসের দাম। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায় বাড়তি বিনিয়োগ প্রত্যাশিত সাফল্য নাও দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি। শ্বাসকষ্ট ও বক্ষপীড়ায় শারীরিক ক্লেশ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৪৮ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্মদিন
১৯৫২ - ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েক দিন পরেই এটি পুলিস ধ্বংস করে দেয়।
১৯৫৫ – অ্যাপল সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জন্ম
১৯৫৯ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির জন্মদিন
১৯৬৩ চিত্র পরিচালক সঞ্জয় লীলা বনসালির জন্মদিন
১৯৭২ অভিনেত্রী পূজা ভাটের জন্মদিন
১৯৮২ - আর্জেন্টাইন ফুটবলার ইমানুয়েল ভিলার জন্ম
১৯৮৩ দাবারু সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জন্মদিন
১৯৯৩ - ইংরেজ ফুটবলার ববি মুরের মৃত্যু
১৯৯৮ অভিনেত্রী ললিতা পাওয়ারের মৃত্যুদিন
২০১১ কমিক্স বইয়ের জনক অনন্ত পাইয়ের মৃত্যুদিন
২০১৮-দুবাইয়ের হোটেলে মৃত্যু অভিনেত্রী শ্রীদেবীর



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৯৪ টাকা ৭২.৬৫ টাকা
পাউন্ড ৯০.৯৮ টাকা ৯৪.৩০ টাকা
ইউরো ৭৬.০৫ টাকা ৭৯.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
21st  February, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪৩,১৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪০,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪১,৫৬০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৮,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৮,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
23rd  February, 2020

দিন পঞ্জিকা

১১ ফাল্গুন ১৪২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, (ফাল্গুন শুক্লপক্ষ) প্রতিপদ ৪২/৫২ রাত্রি ১১/১৫। শতভিষা ২৫/৩৫ অপঃ ৪/২১। সূ উ ৬/৬/৩৯, অ ৫/৩৩/৩৫, অমৃতযোগ দিবা ৭/৩৮ মধ্যে পুনঃ১০/৪২ গতে ১২/৫৮ মধ্যে। রাত্রি ৬/২৩ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ১১/২৫ গতে ২/৪৬ মধ্যে। বারবেলা ৭/৩২ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ২/৪২ গতে ৪/৭ মধ্যে। কালরাত্রি ১০/১৫ গতে ১১/৫০ মধ্যে। 
১১ ফাল্গুন ১৪২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, প্রতিপদ ৩৯/১১/১ রাত্রি ৯/৫০/৮। শতভিষা ২৩/১০/৫০ দিবা ৩/২৬/৪। সূ উ ৬/৯/৪৪, অ ৫/৩২/৩২। অমৃতযোগ দিবা ৭/২৬ মধ্যে ও ১০/৩৫ গতে ১২/৫৬ মধ্যে এবং রাত্রি ৬/২৮ গতে ৮/৫৫ মধ্যে ও ১১/২১ গতে ২/৩৬ মধ্যে। কালবেলা ৭/৩৫/৫ গতে ৯/০/২৬ মধ্যে। কালরাত্রি ১০/১৬/২৯ গতে ১১/৫১/৮ মধ্যে। 
 ২৯ জমাদিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মক্ষেত্রে পদোন্নতি। বৃষ: বাড়তি বিনিয়োগ না করাই ভালো। মিথুন: কর্মসূত্রে দূরযাত্রার সুযোগ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯৪৮ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্মদিন১৯৫২ - ভাষা আন্দোলনের স্মরণে ...বিশদ

07:03:20 PM

তাজমহলে পৌঁছলেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প 

05:10:56 PM

সিএএ নিয়ে বিক্ষোভের জেরে রণক্ষেত্র দিল্লির জাফরাবাদ, গোলাগুলিতে নিহত এক পুলিস কর্মী 

04:43:21 PM

আগ্রার বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 

04:29:00 PM

আমেদাবাদ থেকে আগ্রার উদ্দেশে রওনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

03:32:00 PM