Bartaman Patrika
আমরা মেয়েরা
 

আপসহীন শর্বরী 

বেশ কয়েক বছর আগের ঘটনা, কলকাতা হাইকোর্টে তখনকার প্রধান বিচারপতি জে.এন. প্যাটেল স্বয়ং কথা বলতে চাইলেন সি.আই.ডি-র ইনস্পেক্টর শর্বরী ভট্টাচার্যের সঙ্গে। প্রধান বিচারপতির ডাক পেয়ে শশব্যস্ত হয়ে ছুটলেন শর্বরী। আর্দালি প্রথমে তাঁকে চেম্বারে ঢুকতে দিতে চাননি কিন্তু হাইকোর্টেরই এক আইনজীবীর নজরে পড়ে যান তিনি। শেষে তিনিই উদ্যোগী হয়ে শর্বরী ভট্টাচার্যকে নিয়ে যান জে এন প্যাটেলের সামনে। ‘ইনক্যামেরা’ সেই সাক্ষাৎপর্বে প্রধান বিচারপতি তাঁর মুগ্ধতা গোপন রাখেননি। শর্বরীর কর্মদক্ষতার উচ্ছ্বসিত প্রশংসা করে সেদিন তিনি বলেছিলেন, রাজ্য পুলিসের এমন ইনস্পেক্টরের জন্য গর্বিত হওয়া উচিত।
কিন্তু কেন এত খুশি ছিলেন বিচারপতি? কী এমন প্রশংসনীয় কাজ করেছিলেন শর্বরীদেবী?
দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তিনি এই রাজ্য থেকে পাচার হয়ে যাওয়া আমিনা খাতুন (নাম পরিবর্তিত)-কে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। ধরে ফেলেছিলেন মাফিয়াচক্রের পান্ডাকে। শুধু ওই ঘটনাটিই নয়, শর্বরীর সাফল্যের ঝুড়িতে আছে আরও অনেক দুঃসাহসিক অভিযান। যার মধ্যে উল্লেখযোগ্য হিঙ্গলগঞ্জের মেয়ে রানি (নাম পরিবর্তিত)-র মৃত্যুর কিনারা করা। উত্তরপ্রদেশের বুন্দেল শহরের যোগরাজ সিং পাচার হয়ে আসা ওই মেয়েটিকে বিয়ে করে নিয়ে যান নিজের গ্রামে। কিছুদিন পর থেকেই নিখোঁজ হয়ে যায় মেয়েটি। বহু তল্লাশি করেও তাঁর হদিশ পায়নি পুলিস। এ রাজ্যের পুলিস তাঁকে মৃত ধরে নিয়েই চার্জশিট দিয়ে দেয়। গুটিয়ে ফেলে যাবতীয় তদন্ত। তার বছর তিনেক বাদে যে কোনও ভাবেই হোক মৃত ওই তরুণীর হতভাগ্য বাবা কোর্ট চত্বরে প্রধান বিচারপতিকে নাগালে পেয়ে তাঁর পা জড়িয়ে ধরেন। আবেদন করেন কন্যাকে খুঁজে বার করার জন্য নতুন করে নির্দেশ দেওয়ার।
এই আবেদনে সাড়া দিয়েছিল প্রধান বিচারপতির কোর্ট। নির্দেশ দেওয়া হয় পুনরায় কেসটির তদন্ত শুরু করার। দায়িত্ব পান শর্বরী ভট্টাচার্য। ঘটনার তদন্তকারী পুলিস অফিসার সেদিন শর্বরীকে বলেছিলেন, এই কেসটিতে নতুন করে প্রাণসঞ্চার করা কঠিন। কেসের মেরিট খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু হতোদ্যম হননি শর্বরী। তিনি সিআইডি’র টিম নিয়ে সোজা হানা দেন যুবরাজের তল্লাটে। স্থানীয় পুলিস প্রথমদিকে প্রয়োজনীয় সহযোগিতা করেনি। মেয়েটির নিখোঁজ হওয়ার কথা স্বীকার করলেও, ঘটনার সুলুক সন্ধান দিতে প্রয়োজন অনুযায়ী মুখ খোলেননি প্রতিবেশীরা। যোগরাজ সিংকে ধরতে না পারলেও তুলে নিয়ে এসেছিলেন তাঁর দুই আত্মীয় উত্তম সিং ও মহারাজ সিংকে। যাঁরা দু’জন মূল অভিযুক্ত না হলেও ছিলেন, ওই অভিযুক্তের শাগরেদ।
ঘটনার অনুপুঙ্খ বিবরণসহ যাবতীয় কেস হিস্ট্রি শর্বরী ও তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রধান বিচারপতির কাছে দাখিল করলে, তিনি বুঝে যান শর্বরী নিরুপায়, তাঁকে আরও বেশি প্রশাসনিক সহায়তা না দিলে এই কেসের মূল অপরাধীকে অন্য রাজ্য থেকে ধরে আনা অসম্ভব। তাই বিচারপতি এই রাজ্যের পুলিসের তখনকার ডিজি-র মাধ্যমে উত্তরপ্রদেশের ডিজি’র কাছে নির্দেশ পাঠান কলকাতা হাইকোর্টে উত্তরপ্রদেশের পুলিসের প্রতিনিধিকে হাজির হয়ে কারণ দর্শাতে হবে, কেন পশ্চিমবঙ্গের সিআইডি অফিসারদের সঙ্গে যোগরাজকে গ্রেপ্তার করার বিষয়ে অসহযোগিতা করল, তাঁর রাজ্যের পুলিস। নির্দেশ পেয়ে কলকাতায় এসে কোর্টের কাছে সেদিন যোগরাজ সিংকে ধরার জন্য পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছিল উত্তরপ্রদেশ পুলিস।
এরপর শর্বরী এবং তাঁর দলবল দ্বিতীয়বার ম্যাসিভ রেড করল যোগরাজের ডেরায়। ধরা পড়ল মূল অভিযুক্ত। তাঁকে নিয়ে আসা হল কলকাতায়। চলল ম্যারাথন জেরা। স্বীকারোক্তি মিলল। কিন্তু অপরাধ প্রমাণে তা যথেষ্ট ছিল না। তল্লাশি চালিয়ে শর্বরী যোগরাজের বাড়ির কাছের পুকুরে পেয়েছিলেন দু’টুকরো হাড়। যে হাড়কে অনেকে প্রথমে পশুর হাড় বলে চিহ্নিত করেছিলেন। এগিয়ে এলেন পিজি হাসপাতালের ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার কোহালি। বৈজ্ঞানিক পরীক্ষায় তিনি প্রমাণ করলেন হাড়টি মানব শরীরের। হাড়টির বয়স নির্ধারণ, হাড়টি যে ফিমেল বোন অর্থাৎ মহিলা শরীরের তার বিজ্ঞানভিত্তিক প্রমাণও জোগাড় করে দিলেন ওই বিশেষজ্ঞ, সিআইডি’র তৎকালীন এই ইনস্পেক্টরকে। বিচারে দোষী সাব্যস্ত হন যোগরাজ। যাবজ্জীবন হয় তাঁর। এই পুরো প্রক্রিয়ায় শর্বরীর ভূমিকাতে সেদিন খুশি হয়েছিলেন প্রধান বিচারপতি।
আর শর্বরীর প্রতিক্রিয়া দু’রকমের। তিনি বলেন, শুধু পুলিস একা কোনও কেসের ফয়সালা করতে পারে না, তার জন্য চাই বিচারবিভাগ, ফরেনসিক বিশেষজ্ঞ সহ প্রশাসনিক পরিকাঠামোর সকলের সহযোগিতা। অন্যদিকে, যোগরাজকে জেরা করতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার সামনাসামনি হয়েছিলেন এই ইনস্পেক্টর। অপরাধ নিয়ে অভিযুক্তের কোনও হেলদোল ছিল না। বরং সেই বিষয়ে নির্বিকার ওই অপরাধী অনেক বেশি বিচলিত ছিলেন একজন মহিলা অফিসারের হাতে ধরা পড়ায়। রানি ছিল তার কাছে একজন ‘খরিদি হুয়ি চিজ’। টাকা দিয়ে কিনে আনা একটি বস্তু। আর জেরা করছেন যিনি সেই শর্বরী একজন ‘আউরত’। মহিলাদের সম্পর্কে এমন ধারণা খুবই নাড়া দিয়েছিল শর্বরীকে।
পরিবারের কেউ কোনওদিন পুলিসে চাকরি করেননি। বেহালা সরশুনা গার্লস হাইস্কুল এবং স্কটিশ চার্চ কলেজের প্রাক্তনী সেই মেয়েটিই পড়াশোনা শেষ করে সরকারি চাকরির পরীক্ষা দিয়ে যোগ দিলেন পুলিসে।
প্রথমে ১৯৮৯ সালে ব্যারাকপুরে ট্রেনিং। সেই সময় ঘোড়ায় চড়া, বাইক চালানো, রাইফেল-পিস্তল চালনা, ড্রাইভিং, সুইমিং সবকিছুই শিখতে হয়েছিল। প্রথম পোস্টিং ১৯৯০ সালে মালদা জেলা পুলিসে। তারপর ইংলিশ বাজার থানা। মালদা জেলা তার আগে ‘মহিলা পুলিস’ দেখেনি। অনেক প্রতিকূলতা এসেছে। সিআইডি-তে আসেন ২০০৯ সালে। মাঝে কিছুদিন চন্দননগরের এসিপি পদের দায়িত্ব সামলে বর্তমানে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের জয়েন্ট অ্যাসিসটেন্ট ডিরেক্টর পদে কর্মরত শর্বরী ভট্টাচার্য।
তবে শর্বরীর সর্বাধিক সাফল্য সিআইডি-র অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইনস্পেক্টর হিসাবে। পাচার কাণ্ডের বহু মাফিয়াকে তিনি পাকড়াও করে পাঠিয়েছেন গরাদের ভিতরে। কর্মকৃতিত্বের জন্য জুটেছে পুরস্কারও। বর্তমান সরকার তাঁকে দিয়েছে ‘বেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার’-এর পুরস্কার। মুখোমুখি হয়ে জানতে চেয়েছিলাম একজন গোয়েন্দা হিসাবে নিজের নিরাপত্তা নিয়ে তিনি ভাবিত কি না। উত্তরে সেদিন নিজের দপ্তরে বসে ফুৎকারে উড়িয়ে দিলেন যাবতীয় ভয়ডরকে। বললেন, আমার কাজকে কনফিডেনশিয়াল বা গোপনীয়তার আড়ালে ঢেকে রাখতে আমি চাই না। বরং পাচারকাণ্ডে সূত্র, সম্ভাবনা ও ভয়াবহতা এবং তার বিরুদ্ধে আমাদের যাবতীয় প্রতিরোধ সম্বন্ধে মিডিয়া মারফত মানুষের সচেতনতা যত বাড়বে ততই কমবে এই সমস্যা।
উড়ান সিরিয়ালের আইপিএস অফিসারের চরিত্র তাঁকে উদ্বুদ্ধ করেছিল। পরে হিন্দি ছবি লজ্জা ভাবিয়েছিল সমাজে মেয়েদের অবস্থান সম্পর্কে। তাছাড়াও বিপদে মানুষকে সাহায্যের মানসিকতা তাঁকে টেনে এনেছিল পুলিসের চাকরিতে।
দুই সন্তানের জননী শর্বরী ভট্টাচার্য নিজের উজ্জ্বল কেরিয়ারে সাহস আর জেদকে সঙ্গী করে আক্ষরিক অর্থেই রাজ্য পুলিসের একজন শক্তিরূপিণী বিজয়িনী।
কৌশিক বসু
04th  January, 2020
স্ত্রীর উন্নতিতে অবসাদগ্রস্ত হয়ে পড়েন স্বামী 

স্ত্রীর আয় বেশি বলে স্বামীকে হীনম্মন্যতা ও নিরাপত্তার অভাবে ভুগতে দেখার দৃশ্য বলিউডের অনেক ছবিতেই রয়েছে। ‘অভিমান’ থেকে শুরু করে ‘ম্যায়, মেরি পত্নী ওউর ওহ’র মতো ছবিতে এমন ঘটনা দেখা যায়। যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণাতেও এ তথ্য উঠে এসেছে। গবেষণায় ছয় হাজার দম্পতির তথ্য বিশ্লেষণ করা হয়।  
বিশদ

11th  January, 2020
গ্র্যামির মনোনয়নে নারীরাই জয়ী 

কিছুদিন আগে অবধিও সঙ্গীত বিশ্বে ছিল পুরুষের জয়-জয়কার। দু’বছর আগে তাই গ্র্যামির মঞ্চে বলা হয়েছিল, ‘নারীরা জেগে ওঠো, চিৎকার করে অস্তিত্বের জানান দাও।’ ২০২০ সালের গ্র্যামি মনোনয়নে দেখা গেল, নারীরা জেগে উঠেছে, চিৎকার করেছে। সেই চিৎকারে বর্ণময় হয়ে উঠেছে চারপাশ। 
বিশদ

11th  January, 2020
আশালতা চতুষ্পাঠীতে মেয়েরা সংস্কৃত পড়ছেন 

উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ রেল স্টেশনের পাশে অধ্যক্ষ অনিলকুমার দাশের ‘আশালতা চতুষ্পাঠী’তে মুসলিম, আদিবাসী, হিন্দু, তফসিলি ও খ্রিস্টান মহিলারা খুব আগ্রহ সহকারে সংস্কৃত ভাষা শিক্ষা করছেন। 
বিশদ

11th  January, 2020
শেষ পৌষের বাউলমেলায় 

মাধবের মন্দিরে একসময় আশালতা দাসী, কর্তাল ঠুকে গাইতেন, ‘ওপারে বন্ধু আমার/এপারেতে স্বজন/ মনের ভিতর তুই আমার অতি আপনজন’! সেই ইতিহাসের অজয় নদ! তার তীরে বীরভূমের ইলামবাজারের অদূরে, প্রাচীন কেন্দুলী গ্রাম। এ অঞ্চলের অন্ত‌্যজ শ্রেণীর মেয়েরাও গাইত মাটির গান। 
বিশদ

11th  January, 2020
নবনীতার আলো 

নবনীতা দেবসেনের গল্প, ভ্রমণ বা কবিতায় মন ডুবিয়ে বাস্তবের থেকে বহু বহু দূরে পাড়ি জমান পাঠকরা। তাঁর জন্মদিনের প্রাক্কালে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য
বিশদ

11th  January, 2020
নারী পাইলটকে স্বাগত জানাল ভারতীয় নৌবাহিনী 

প্রথমবারের মতো কোনও নারী পাইলটকে স্বাগত জানাল আমাদের দেশের নৌবাহিনী। সাব-লেফটেন্যান্ট শিবাঙ্গী নামের ওই নারী যখন একটি বিমানের নিয়ন্ত্রণ হাতে নেন, তখন তা আমাদের দেশের সশস্ত্র বাহিনীর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই ধরে নেওয়া হয়েছে। 
বিশদ

04th  January, 2020
নিউমোনিয়ায় আক্রান্ত মেয়েরা অবহেলার শিকার

নিউমোনিয়ায় আক্রান্ত ছেলে ও মেয়ের চিকিৎসায় হাসপাতালে কোনও পার্থক্য হয় না। তবু তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত মেয়ের মৃত্যু বেশি হয়। অন্যদিকে ছেলেশিশু ভর্তি হয় বেশি। গবেষকরা বলছেন, হাসপাতালে ভর্তি করাতে পরিবার ছেলেদের অগ্রাধিকার দিয়ে থাকতে পারে।  
বিশদ

04th  January, 2020
সর্বকালের সেরা আফ্রিকান কৃষ্ণাঙ্গ কোটিপতি নারী 

যুক্তরাষ্ট্রের টেলিভিশন জগতের খুব পরিচিত মুখ ওপরাহ্‌ উইনফ্রে। মিসিসিপির নিভৃত পল্লিতে ১৯৫৪ সালের ২৯ জানুয়ারি অবিবাহিত এক মায়ের ঘরে জন্ম তাঁর। কেরিয়ারের শুরুতে টেলিভিশন উপস্থাপিকা হিসেবে আগমন তাঁর। আর তাতেই বাজিমাত করেন। ১৯৮০-র দশকের মাঝামাঝি সময় থেকে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।  
বিশদ

04th  January, 2020
নারী মনের নানা দিক 

নারী মনের ওপর বয়সের প্রভাব পড়ে বিভিন্ন সময়। একদম অল্প বয়সে যখন সে বালিকা তখন তার মন থাকে চঞ্চল, উচ্ছল। এরপর কৈশোর আসে। মেয়েদের শরীরে তখন বদল ঘটে। হরমোনের প্রভাব পড়ে শরীর ও মনে। এরপর যৌবন। তখন মনের আবেগ ও শরীরের তেজ সবচেয়ে বেশি থাকে। তারপর ক্রমশ বার্ধক্য গ্রাস করে নারী মনকে।  
বিশদ

04th  January, 2020
লিঙ্গবৈষম্য ও সংস্কার 

ঘটনা এক: সান্ধ্যকালীন এক অনুষ্ঠান বাড়িতে উপস্থিত হয়েছে লোপা। মাঝ বয়েস ছুঁই ছুঁই লোপা এক কন্যাসন্তানের জননী। হাসি, মজা, কথাবার্তায় মহিলা মহলে উপস্থিত বেশ কয়েকজন নীল ষষ্ঠীর ব্রত উপবাসের কথা বলছিলেন। পুত্রসন্তানের জননী বলে কোথাও যেন কৌলীণ্য বেশি তাদের। 
বিশদ

28th  December, 2019
নিজের জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে দিতে চান সুপর্ণা 

চীনে এবার মিসেস ইউনিভার্স ২০১৯ অনুষ্ঠিত হবে। গ্র্যান্ড ফাইনাল হবে ৩০ ডিসেম্বর। তার আগেই কলকাতার থেকে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছেন সুপর্ণা মুখোপাধ্যায়। তিনি এই বিষয়ে বর্তমান পত্রিকাকে নানা কথা জানালেন। 
বিশদ

28th  December, 2019
নারীর সম্মান রক্ষায় কল্পতরু শ্রীরামকৃষ্ণ 

আজকের দিনে নবজাগরণের অন্যতম অঙ্গ হল নারীর ন্যায্য অধিকার সচেতনতার আন্দোলন। সমাজের সকল স্তরে নারীর অবমাননা আজকের দিনে এমন এক চরম অবস্থায় পৌঁছেছে যে তার আমূল সংস্কার একান্তভাবে প্রয়োজন। আমাদের আর্য সভ্যতার উষালগ্নে বৈদিক যুগ ছিল নারীর স্বর্ণযুগ, সেই যুগে নারী ছিল উজ্জ্বল জ্যোতিষ্ক। 
বিশদ

28th  December, 2019
 কলকাতার বড়দিন ও শতাব্দীপ্রাচীন গির্জা

 কলকাতার বড়দিনে যে সব শতাব্দীপ্রাচীন চার্চ গির্জায় মানুষের ঢল নামে সেই সম্পর্কে পাঠকের দৃষ্টি আকর্ষণ করছি। দক্ষিণ কলকাতার খিদিরপুরে যে সব শতাব্দীপ্রাচীন চার্চ গির্জা যুগ যুগ ধরে হিন্দু মুসলমানের মসজিদের পাশাপাশি অবস্থান করে সম্প্রীতির সাক্ষ্য বহন করে চলেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল সেন্ট স্টিফেন্স চার্চ।
বিশদ

21st  December, 2019
 মানসিক রোগীদের সাহায্যার্থে নিজের পোশাক বেচছেন দীপিকা

  রেড কার্পেটে কখনও দীপিকা পাড়ুকোন সবুজ গাউনে ঝড় তুলেছেন, আবার কখনও বেগুনি রঙা গাউনে। রেড কার্পেটে তিনি যখনই এসেছেন, মুগ্ধ করেছেন তাঁর হাজার হাজার অনুরাগীকে। হামেশাই দীপিকার পোশাক সামাজিক যোগাযোগ-মাধ্যমে আলোচনায় উঠে এসেছে।
বিশদ

21st  December, 2019
একনজরে
দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি, ১৬ জানুয়ারি: শুধুমাত্র নামের আদ্যক্ষর ব্যবহার করে টিকিট বুকিং করা যাবে না। দিতে হবে পুরো নাম এবং পদবি। দালালরাজ আটকাতে এবার টিকিট ...

ইসলামাবাদ, ১৬ জানুয়ারি (পিটিআই): নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, মোশারফের হয়ে ৯০ পাতার পিটিশন দাখিল করেছেন তাঁর আইনজীবী। ...

জীবানন্দ বসু, কলকাতা: গত কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের সঙ্গে অহি-নকুল সম্পর্ক তৈরি হয়েছে রাজ্যপালের। সম্প্রতি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে দেখা করায় সমঝোতার আবহ তৈরি হলেও পরবর্তীকালে নানা ইস্যুতে ফের সংঘাতের বাতাবরণ ফিরে এসেছে।  ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যপালের দায়িত্ব নিয়ে এই প্রথম নির্বিঘ্নে কোনও সমাবর্তনে হাজির হলেন জগদীপ ধনকার। আর সেই অনুষ্ঠানে গিয়েও সরকারের উদ্দেশ্যে খোঁচা দিতে ছাড়লেন না ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

গুরুজনের চিকিৎসায় বহু ব্যয়। ক্রোধ দমন করা উচিত। নানাভাবে অর্থ আগমনের সুযোগ। সহকর্মীদের সঙ্গে ঝগড়ায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৪১: মহান বিপ্লবী সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণ
১৯৪২: মার্কিন মুষ্টিযোদ্ধা মহম্মদ আলির জন্ম
১৯৪৫: গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের জন্ম
২০১০: কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯. ২০ টাকা ৭২.৩৪ টাকা
পাউন্ড ৯০.১৯ টাকা ৯৪.৫৮ টাকা
ইউরো ৭৭.১০ টাকা ৮০.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪০, ৩৯৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮, ৩২৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৮, ৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬, ৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬, ৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২ মাঘ ১৪২৬, ১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, সপ্তমী ২/৪০ দিবা ৭/২৮। চিত্রা ৪৭/৪ রাত্রি ১/১৩। সূ উ ৬/২৩/৭, অ ৫/৯/৫১, অমৃতযোগ দিবা ৭/৪৯ মধ্যে পুনঃ ৮/৩২ গতে ১০/৪১ মধ্যে পুনঃ ১২/৫০ গতে ২/১৭ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে অস্তাবধি। বারবেলা ৯/৪ গতে ১১/৪৫ মধ্যে। কালরাত্রি ৮/২৮ গতে ১০/৭ মধ্যে। 
২ মাঘ ১৪২৬, ১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, সপ্তমী ১২/৪/১৯ দিবা ১১/১৫/২৬। হস্তা ০/৩/৫ প্রাতঃ ৬/২৬/৫৬ পরে চিত্রা নক্ষত্র দং ৫৬/৯/৪১ শেষরাত্রি ৪/৫৩/৩৪। সূ উ ৬/২৫/৪২, অ ৫/৮/৫৬, অমৃতযোগ দিবা ৭/৪৮ মধ্যে ও ৮/৩২ গতে ১০/৪৩ মধ্যে ও ১২/৫৫ গতে ২/২৩ মধ্যে ও ৩/৫১ গতে ৫/৯ মধ্যে এবং রাত্রি ৭/৩ গতে ৮/৪৭ মধ্যে ও ৩/৪৪ গতে ৪/৩৬ মধ্যে। কালবেলা ১০/২৬/৫৫ গতে ১১/৪৭/১৯ মধ্যে, কালরাত্রি ৮/২৮/৮ গতে ১০/৭/৪৩ মধ্যে । 
মোসলেম: ২১ জমাদিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: নানাভাবে অর্থ আগমনের সুযোগ। বৃষ: নতুন কাজের সুযোগ। মিথুন: বিদেশ ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯৪১: মহান বিপ্লবী সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণ১৯৪২: মার্কিন মুষ্টিযোদ্ধা মহম্মদ আলির ...বিশদ

07:03:20 PM

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ৩৬ রানে জিতল 

09:55:34 PM

অস্ট্রেলিয়া ২৩৫/৫ (৪০ ওভার), টার্গেট ৩৪১ 

08:50:02 PM

অস্ট্রেলিয়া ১৫১/২ (২৬ ওভার), টার্গেট ৩৪১

07:46:57 PM

অস্ট্রেলিয়াকে ৩৪১ রানের টার্গেট দিল ভারত 

05:12:00 PM