Bartaman Patrika
চারুপমা
 

ঘরোয়া উপায়ে উজ্জ্বল ত্বক

বেশ কিছুদিন ধরে বাজার মাতাচ্ছে কে বিউটি অর্থাৎ কোরিয়ান বিউটি স্টাইল। সেই পদ্ধতিতে রূপচর্চায় আদৌ কি ফল মেলে? রইল বিশেষজ্ঞের পরামর্শ। 

কেবিউটি— কোরিয়ান বিউটি। যে রূপরুটিন মেনে চললে নাকি পাওয়া যায় কোরিয়ান গ্লাস স্কিন। কাচের মতো ঝকঝকে ত্বক। কোরিয়ার নারীদের মতো উজ্জ্বল ত্বক ও সৌন্দর্য পেতে হুড়োহুড়ি পড়ে গিয়েছে ভারতীয় বাজারে। আলিয়া ভাট থেকে শুরু করে বলিউডের অনেক তাবড় সেলিব্রিটি কোরিয়ান বিউটি প্রোডাক্ট নিয়ে কথা বলেছেন সামাজিক মাধ্যমে। তাঁদের দেখে আরও বেশি করে আগ্রহী হয়েছে সাধারণ মেয়েরা। কিন্তু যতটা হইহই করে কোরিয়ান বিউটি-র যাত্রা শুরু হয়েছিল, যাত্রাপথে এগতে গিয়ে দেখা যাচ্ছে এদেশের জন্য কোরিয়ান গ্লাস স্কিন অনেকটাই মিথ! 
এ ব্যাপারে কথা হচ্ছিল কসমেটোলজিস্ট রেশমা বানুর সঙ্গে। তিনি বললেন, ‘এখন ক্রমশ প্রমাণিত হচ্ছে যে কোরিয়ান গ্লাস স্কিন এখানে মিথ। এটা নিয়ে প্রচুর প্রচার হয়েছিল। কিন্তু কোরিয়ার বিউটি প্রোডাক্ট ভারতীয় বা বিশেষ করে বাঙালিদের ত্বকে কেন উপযোগী নয়, সেটা একটু খুঁটিয়ে জানলেই বিষয়টা স্পষ্ট হবে।’ রেশমার কথায়, ‘প্রথমত আমাদের ত্বকের ধরনটাই কোরিয়ানদের মতো নয়। আর আমাদের এখানে আবহাওয়া ও পরিবেশ অনেকটাই আলাদা। যা ত্বকের উপর অনেকাংশে প্রভাব ফেলে। এমনিতে ভারতীদের স্কিন টাইপ অনেক বেশি ঘন বা থিক। মেলানিন কনটেন্ট আমাদের বেশি থাকে। আমাদের ত্বক অনেক বেশি ট্যানপ্রবণ হয়। কিন্তু ট্যান বেশি হলেও স্কিন বার্ন আমাদের তুলনায় কম হয়। পিগমেন্টেশন হওয়ার সম্ভাবনাও আমাদের অনেক বেশি। কোরিয়ানদের সঙ্গে আমাদের বড়সড় ফারাক এই জায়গাটায়। কোরিয়ানদের মধ্যে পিগমেন্টেশন বলতে গেলে পাওয়াই যায় না। আর আমাদের এখানে এটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা।’ কোরিয়ান মহিলারা ত্বকচর্চায় যেদিকে সবচেয়ে বেশি জোর দেন, সেটা হল হাইড্রেশন। ভারতীয় মহিলারা ত্বকচর্চায় শুধু হাইড্রেশনে মন দিলেও গ্লাস স্কিন পাবেন না। ওই দেশের পণ্য এদেশে এখন অনেকেই ব্যবহার করছেন। তাতেও  কোরিয়ান মহিলাদের মতো ত্বক পাওয়া যাবে না।’
আমাদের মূল সমস্যা পিগমেন্টেশন। তারপর দেখতে হবে হাইড্রেশন। রেশমা বললেন, কোরিয়ান মহিলারা ত্বকের যত্নের জন্য যে রূপরুটিন ফলো করেন, তার অনেকগুলো ধাপ রয়েছে। যেমন প্রথমে তাঁরা ব্যবহার করেন অয়েল বেসড ক্লেনজার। তারপর ফোম বা জেল বেসড ক্লেনজার, অর্থাৎ প্রথমেই ডাবল ক্লেনজিং। 
তারপর ওঁরা ব্যবহার করেন এক্সফোলিয়েটর। যার মধ্যে থাকে এএইচএ এবং বিএইচএ। এরপর আসে হাইড্রেশন টোনার। এরপর ওঁরা ব্যবহার করেন হাইড্রেটিং এসেন্স যার মধ্যে থাকে হায়ালুরনিক অ্যাসিড। এরপর আসে সেরাম। শেষে শিট মাস্ক। এই দু’টি উপকরণ দিয়েই মূলত হাইড্রেশন অর্থাৎ ত্বকের আর্দ্রতা রক্ষা এবং পুনরুজ্জীবন ঘটানো হয়। এই বিউটি থেরাপি অনুসরণ করার পরে ওখানে মহিলারা ব্যবহার করেন আন্ডার আই ক্রিম। তারপর ময়েশ্চারাইজার, সান স্ক্রিন এবং অর্গ্যানিক অয়েল। এতেই আসে ঝকঝকে এফেক্ট। পোরস সব বন্ধ হয়ে যায়। 
বিশেষজ্ঞের দাবি, এই হায়ালুরনিক অ্যাসিড নিয়ে এত বেশি এখন মাতামাতি করা হচ্ছে, তার মধ্যেও একটা গোলমাল আছে। কারণ এটিও সবার ত্বকের জন্য উপযোগী নয়। মূলত কম্বিনেশন স্কিনে এটা ভালো কাজ করে। অয়েলি স্কিনে এই অ্যাসিড একেবারেই চলবে না। শুষ্ক ত্বকেও সেভাবে কাজ দেয় না।   
রেশমা জানালেন, আমাদের ত্বক কোরিয়ানদের তুলনায় অনেক বেশি তৈলাক্ত। কারণ এখানে দূষণ এবং ভ্যাপসা আবহাওয়ায় ঘাম বেশি হয়। এবার কোরিয়ান মহিলাদের মতো এতগুলো পর্যায়ে ত্বকচর্চা শুরু করলে আমাদের ত্বক অনেক বেশি জ্বালা করতে পারে। পোরস বন্ধ হয়ে গেলে আমাদের সমস্যা। অ্যাকনে হওয়ার ধাত আছে যাদের, তাদের জন্যও এটা খুবই ক্ষতিকর।  
তাহলে উজ্জ্বল স্বাস্থ্যকর ত্বকের জন্য কী দরকার? রেশমা বলেন, ‘একটা মসৃণ স্কিন টোন রাখতে হবে। তাতে কোনওরকম ব্লেমিশ থাকবে না। পিগমেন্টেশন কমাতে হবে। আগে ভাবা হতো মুখে কোনও দাগ নেই মানেই ভালো স্কিন। কিন্তু এই ধারণা পাল্টাচ্ছে। অ্যাকনে, রিঙ্কল এসব দূরে রাখা, ফেসিয়াল হেয়ার থাকবে না, কোনও দাগ বা ক্ষতচিহ্ন থাকবে না এগুলোও বলা হচ্ছে। এবার এর সঙ্গে সামাজিক মাধ্যম বা বিজ্ঞাপন এসব থেকে অনেকের মনে জুড়ে গিয়েছে কে বিউটি ফলো করার ইচ্ছে। সেটা ঠিক নয়।’
আমাদের প্রত্যেকের ত্বকের ধরন আলাদা। ভারত বৈচিত্র্যময় দেশ। এখানে তাই অঞ্চলভেদে ত্বকচর্চার রুটিন বদলে যায়। প্রত্যেকের ডায়েটও আলাদা হয়। সঙ্গে লাইফস্টাইল আছে। হরমোন আর জিনগত বিষয় তো আছেই। তাই আমাদের এখানে আমাদের নিজেদের মতো করেই সবাই সুন্দর হতে পারেন, জানালেন রেশমা। নিয়মিত ত্বকের যত্ন নেওয়া, ত্বকের পুষ্টির দিকে খেয়াল রাখা জরুরি। দু’সপ্তাহ খুব ভালো করে যত্ন করলাম, তারপর ফলপ্রদ হচ্ছে না ভেবে ছেড়ে দিলাম। এটা করলে চলবে না, বলছেন তিনি। ধারাবাহিকভাবে ত্বক পরিচর্যা করলে ফল অবশ্যই পাবেন। ত্বকের ধরন অনুযায়ী আর্দ্রতা রক্ষা করবেন ময়েশ্চারাইজার দিয়ে। সঙ্গে হাইড্রা ফেসিয়ালও মাসে একটা করে করতে পারেন। এতে ত্বকে দূষণের প্রভাব অনেকটা কমানো যায়। 
 কোরিয়ায় মহিলারা ত্বকের যত্ন করেন একেবারে ভিতর থেকে। ওঁরা সেভাবে মেকআপ বেশি করেন না। কিন্তু ভারতীয়দের মধ্যে উৎসবে মেকআপ করার একটা আগ্রহ থাকে। অনেকে পেশার তাগিদেও নিয়মিত মেকআপ করে থাকেন। সেক্ষেত্রে ত্বকের ক্ষতি কীভাবে কমানো যায়? বিশেষজ্ঞ বলেন, ‘স্কিন কেয়ার রুটিন নিয়মিত অনুসরণ করলে অনেক বেশি ভালো থাকবে ত্বক। অর্থাৎ মেকআপ ঠিকভাবে পরিষ্কার করে ত্বকের হাইড্রেশন করা। এছাড়া স্কিন ক্লিনিকে এসে কখনও কেমিক্যাল পিলিং অথবা জেন্টল এক্সফোলিয়েশন করে নিতে পারেন। এতে ত্বকের উজ্জ্বলতাও আসবে এবং কোলাজেন তৈরি হবে। কেউ ট্যান রিমুভ করাতে পারেন। এরপর রোজকার যেটুকু রুটিন, অর্থাৎ ক্লেনজিং ময়েশ্চারাইজার সানস্ক্রিন চালিয়ে যেতে পারলে আর কিছু লাগে না।’ 
তাঁর মতে,‘অনেক স্যালঁয় ত্বকে দ্রুত উজ্জ্বলতা আনতে স্টেরয়েড দেওয়া ক্রিম ব্যবহার করা হয়। তাতে সঙ্গে সঙ্গে একটা উজ্জ্বলতা হয়তো আসে, ক্রেতা খুশিও হন। এতে আখেরে ত্বকের ক্ষতিই হয়। এগুলো করবেন না। সাইড এফেক্ট থাকবেই। পিগমেন্টেশন পরে বেড়ে যাবে। কোনও ভালো স্কিন ক্লিনিক কিন্তু কোরিয়ান গ্লাস বিউটি ফলো করার কথা বলবে না। বেঙ্গল বিউটিই সেরা। নিজের স্কিন টোন মেনে নিয়ে সেটার যত্ন করুন।’
অন্বেষা দত্ত
09th  November, 2024
গুণে ঠাসা কমলালেবুর খোসা

শীত পড়লেই ব্যাগে থাকে একটা করে কমলালেবু। অফিসে বা বাড়িতে লাঞ্চের পরে টপাটপ মুখে চলে যায় লেবুর কোয়া। আর খোসাটা? ছাড়িয়ে ফেলে দিলেন নাকি! না না এই ভুল করবেন না। কমলালেবুর খোসা কেউ হেলায় ফেলে দিয়ে নষ্ট করছে দেখলে পরিচিত এক বন্ধু আঁতকে উঠত। বিশদ

30th  November, 2024
সুগন্ধি ব্যবহারের ভুল

‘মন্ত্রী বলে, এসেন্স দিছি— গন্ধ তো নয় মন্দ!’ সুকুমার রায়ের ‘গন্ধ বিচার’-এর গন্ধ মিশে থাকে বাঙালির স্মৃতির রন্ধ্রে রন্ধ্রে। রসিকজন সেই ‘এসেন্স’-এর খোঁজ করেন বইয়ের পাতা থেকে দৈনন্দিনের চেনা মাটিতেও। সুগন্ধ প্রিয় সকলেই। কিন্তু সুগন্ধি ব্যবহারের নিয়ম না জানলে সেই প্রিয় জিনিসটি মুহূর্তেই অপ্রিয় হয়ে যেতে পারে। বিশদ

30th  November, 2024
শীতে ত্বকের বন্ধু গ্লিসারিন

ত্বক ও চুলের যত্নে গ্লিসারিনের জুড়ি মেলা ভার। ব্যবহারের বিভিন্ন উপায় ও উপকার সম্পর্কে বিস্তারিত জানালেন রূপবিশেষজ্ঞ কেয়া শেঠ। বিশদ

23rd  November, 2024
ভিতর থেকে  নিজেকে সুন্দর রাখুন

কয়েক মাস হল সাংসদ হিসেবে দায়িত্ব পেয়েছেন। কেমন লাগছে?
প্রচণ্ড পরিশ্রমের কাজ। কিন্তু নতুন ধরনের কাজ। আমি এনজয় করছি। প্রত্যেকটা কাজই নতুন অভিজ্ঞতার জন্ম দেয়। একেবারে যে কাজ জানতাম না, সেটাই এখন করছি, শিখছি। নতুন ধরনের মানুষ। নতুন জায়গা। আমি বলব, ‘লার্নিং এক্সপিরিয়েন্স’।
বিশদ

16th  November, 2024
খেজুর দিয়ে রূপচর্চা

ত্বকের চিকিৎসার মতো ত্বকচর্চাতেও এসেছে অভিনবত্ব। যে খাবার শুধুই খেতে ভালো বা খেতে উপকারী বলে আমরা জানতাম, ইদানীং সেগুলো দিয়েও ত্বকচর্চার নানা দিগন্ত খুলে দিচ্ছেন বিশ্বের তাবড় রূপবিশেষজ্ঞরা। সম্প্রতি যেমন আমাদের দেশেও বেশ জনপ্রিয় হয়েছে ‘ডেট প্যাক’।
বিশদ

16th  November, 2024
সোনার গয়নার যত্ন

পছন্দের সোনার দরকার একটু যত্ন। কোন উপায়ে স্বর্ণালঙ্কার রাখলে দিনের পর দিন তা উজ্জ্বল ও ঝলমলে থাকবে? বিশদ

09th  November, 2024
ভাইয়ের কপালে...

ভ্রাতৃদ্বিতীয়ার সাজে চতুষ্পর্ণীর জন্য সেজে উঠলেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। কথায় কথায় ভাগ করে নিলেন ভাইফোঁটার স্মৃতি। বিশদ

02nd  November, 2024
চোখের নীচে ডার্ক সার্কল থাকলে কীভাবে দূর করবেন?
 

পুজোপার্বণে বা অন্য উৎসবে মেতে উঠতে বাঙালির জুড়ি মেলা ভার। কিন্তু আনন্দের পর ত্বকের সঠিক যত্ন না নিলে তা নষ্ট হয়ে যাবে। অনেকেই পুজোয় প্রচণ্ড রাত জেগেছেন। ঠাকুর দেখা, খাওয়াদাওয়া, আড্ডা বাদ যায়নি কিছুই। তার ফলে চোখের নীচে জমিয়ে কালিও পড়েছে। পার্বণী আনন্দে ভুলে এত দিন হয়তো সেদিকে বিশেষ খেয়াল করেননি। কিন্তু এবার যখন কাজে ফিরতে চাইছেন, তখনই চোখের নীচের কালি বিষাদের কালো হয়ে জমছে মনে। অতএব অবিলম্বে কালি মুছে ফেলা চাই। ঘরোয়া পদ্ধতি জানালেন রূপ বিশেষজ্ঞ দিব্যা সিং।
বিশদ

02nd  November, 2024
রূপচর্চায় তেল

ত্বকের যত্নে কোন ধরনের তেল ব্যবহার করবেন? জানালেন বিশিষ্ট রূপবিশেষজ্ঞ কেয়া শেঠ। 
  বিশদ

02nd  November, 2024
আলোর উৎসবে সাজ

আর মাত্র ক’দিন পরেই দীপাবলি। বর্তমান চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে আলোর উৎসবের মানানসই সাজে সেজে উঠলেন অভিনেত্রী সোহিনী সরকার। দীপাবলির সকালের জন্য তিনি বেছে নিয়েছিলেন তুঁতেরঙা ইক্কত সিল্ক, যার বর্ডারে সিঁদুরে লালের ছোঁয়া। বিশদ

26th  October, 2024
দীপাবলির সাত-সতেরো

দীপ জ্বেলে ‘শ্রী’-কে বরণ করে নেওয়ার এক অনন্ত দিন দীপাবলি। শ্রী অর্থে সুন্দর, শুভ। জীবনে যা কিছু আলো সবই ধারণ করার কথা বলে এই রোশনাইয়ের উৎসব। কালীপুজোর বাজি পোড়ানো যেমন আকর্ষণের জায়গা, তেমন দীপাবলির ফ্যাশন কোশেন্ট নিয়েও প্ল্যান সেরে ফেলতে হবে বইকি!  বিশদ

26th  October, 2024
ক্লান্তিহীন ত্বকের খোঁজ

পুজোয় অনেক অনিয়ম হয়েছে। এখন ত্বক ও চুলের যত্নে কী করবেন? বিশদ

19th  October, 2024
বিয়ের পর প্রথম পুজো

চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে সন্দীপ্তা সেন। পুজোয় সাজগোজ থেকে ঘোরাঘুরি, কথা বললেন সব কিছু নিয়ে।  বিশদ

05th  October, 2024
অন্যরকম সাজতে ভালোবাসি

পুজোর আগে চতুষ্পর্ণীর জন্য ফ্যাশন শ্যুট করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। জানালেন তাঁর মনের কথাও।
  বিশদ

28th  September, 2024
একনজরে
ভারতীয় দলে তারকার ছড়াছড়ি। আর সেই কারণেই বিশেষ কোনও একজনকে নিয়ে ভাবছে না অস্ট্রেলিয়া। বরং দুর্দান্ত প্রতিভাবান একটা দলকে হারানোর জন্যই রণকৌশল তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন অজি অফ স্পিনার নাথান লিয়ঁ। গোলাপি বলের টেস্ট শুরুর আগে তিনি বলেছেন, ‘ওদের ...

শীতেও মুর্শিদাবাদ জেলায় ডেঙ্গুর চোখরাঙানি অব্যাহত। রাজ্যের মধ্যে আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে এই জেলা। এখনও দৈনিক কুড়িজনের বেশি ডেঙ্গু আক্রান্তের হদিশ মিলছে। গত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ জেলায় নতুন করে ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ...

এক সপ্তাহ ধরে মিলছে না জলাতঙ্কের প্রতিষেধক (অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন)। সরকারি হাসপাতাল ও পুরসভার ক্লিনিকে গিয়ে ফিরে আসতে বাধ্য হচ্ছেন অনেকে। তাঁরা বাধ্য হচ্ছেন বাজার ...

মাসকয়েক আগেই ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের (এনআইআরএফ) তালিকায় দেশের প্রথম ২০টি মেডিক্যাল কলেজের মধ্যে বাংলার কোনও মডার্ন মেডিসিনের মেডিক্যাল কলেজের নাম ছিল না। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস
বিশ্ব মাটি দিবস
১৩৬০: ফ্রান্সের মুদ্রা ফ্রাঁ চালু হয়
১৭৬৬: লন্ডনে প্রথম নিলাম ডাক শুরু হয়
১৮৫৪: রিভলবিং থিয়েটার চেয়ারের পেটেন্ট করেন অ্যারোন অ্যালেন
১৮৭৯: স্বয়ংক্রিয় টেলিফোন সুইচিং সিস্টেম প্রথম পেটেন্ট হয়
১৯০১: মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক ও কাহিনীকার ওয়াল্ট ডিজনির জন্ম
১৯১১: প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায়ের জন্ম
১৯১৩: বাঙালি চিত্রশিল্পী গোপাল ঘোষের জন্ম
১৯২৪: গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার জন্ম
১৯৩২: অভিনেত্রী নাদিরার জন্ম
১৯৩৫: কলকাতায় মেট্রো সিনেমা হল প্রতিষ্ঠা হয়
১৯৩৯: অভিনেত্রী বাসবী নন্দীর জন্ম
১৯৪০: সঙ্গীত শিল্পী গুলাম আলির জন্ম
১৯৪৩: জাপানী বোমারু বিমান কলকাতায় বোমা বর্ষণ করে
১৯৫০: বিপ্লবী, দার্শনিক ও আধ্যাত্মসাধক ঋষি অরবিন্দের প্রয়াণ
১৯৫১: শিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু
১৯৬৯: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব-পাকিস্তানের নামকরণ করেন ‘‘বাংলাদেশ ”
১৯৮৫: ক্রিকেটার শিখর ধাওয়ানের জন্ম
১৯৮৬:  ভারতের ভৌত রসায়ন বিজ্ঞানের পথিকৃৎ ড. নীলরতন ধরের মৃত্যু
১৯৯৩: বিশিষ্ট বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার  সত্য চৌধুরীর মৃত্যু
১৯৯৯: যানজট এড়াতে ব্যাংককে আকাশ ট্রেন সার্ভিস চালু
১৯৯৯: মিস ওয়ার্ল্ড হলেন যুক্তামুখী
২০১৩: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৮৮ টাকা ৮৫.৬২ টাকা
পাউন্ড ১০৫.৩৯ টাকা ১০৯.১২ টাকা
ইউরো ৮৭.২৫ টাকা ৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,৪০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৮০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৩,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৩৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,৪৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৯ অগ্রহায়ণ, ১৪৩১, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪। চতুর্থী ১৭/৪৮ দিবা ১২/৫০। উত্তরাষাঢ়া নক্ষত্র ২৮/২০ সন্ধ্যা ৫/২৭। সূর্যোদয় ৬/৬/৪৩, সূর্যাস্ত ৪/৪৭/৪৯। অমৃতযোগ দিবা ৭/৩২ মধ্যে পুনঃ ১/১৪ গতে ২/৩৯ মধ্যে। রাত্রি ৫/৪১ গতে ৯/১৪ মধ্যে পুনঃ ১১/৫৪ গতে ৩/২৭ মধ্যে পুনঃ ৪/২০ গতে উদয়াবধি। বারবেলা ২/৮ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২৭ গতে ১/৭ মধ্যে। 
১৯ অগ্রহায়ণ, ১৪৩১, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪। চতুর্থী দিবা ১১/৫১। উত্তরাষাঢ়া নক্ষত্র সন্ধ্যা ৫/১৩। সূর্যোদয় ৬/৮, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৭/৪৭ মধ্যে ও ১/২৩ গতে ২/৪৮ মধ্যে এবং রাত্রি ৫/৪৮ গতে ৯/২৩ মধ্যে ও ১২/৪ গতে ৩/৩৯ মধ্যে ও ৪/৩৩ গতে ৬/৯ মধ্যে। কালবেলা ২/৮ গতে ৪/৪৮ মধ্যে। কালরাত্রি ১১/২৮ গতে ১/৮ মধ্যে। 
২ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
থানের আনন্দ দিঘে মঠ দর্শন করলেন মহারাষ্ট্রের নতুন উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে

10:34:00 PM

শান্তিপুরে ফেরিঘাটে দুর্ঘটনা: ডুবুরি নামিয়ে তল্লাশির সময় নৃসিংহপুর ঘাটের পাশে ডুবন্ত লরির নীচ থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ

10:19:00 PM

ভুবনেশ্বরে জুডিশিয়াল কোর্ট কমপ্লেক্সের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

10:10:00 PM

হায়দরাবাদে আটক হওয়া বিআরএস নেতা হরিশ রাওকে মুক্তি দিল গাচিবোলি থানার পুলিস

10:04:00 PM

আটক বিধায়ক কৌশিক রেড্ডি, তেলেঙ্গানার বাঞ্জারা হিলস পুলিস স্টেশনে গেলেন বিআরএস নেত্রী কে কবিতা

09:53:00 PM

আইএসএল: ম্যাচ ড্র, ৯০ মিনিট শেষে ওড়িশা ০-মুম্বই সিটি ০

09:36:00 PM