পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের ... বিশদ
গঙ্গা পাড়ে ধস নামায় বাম আমলেই পলতা জল প্রকল্প লাগোয়া গঙ্গাপাড় বাঁধানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আসল কাজ শুরু হয় ২০১৮ সালে। বরাদ্দ করা হয় ১২৫ কোটি টাকা। ‘শিট পাইলিং’ পদ্ধতিতে তৈরি দেওয়ালের গড় উচ্চতা ৩০ ফুট হবে। কিন্তু, প্রায় ২ কিমির মধ্যে
মাত্র ৬০০ মিটার গঙ্গাপাড় বাঁধানো গিয়েছে। এই ক্ষেত্রে সিমেন্টের ব্যবহার করা হচ্ছে না। সবটাই লোহার বিম আর পাতের কাজ। কমবেশি ৬০০০ মেট্রিক টন
লোহার পাত দরকার। ফেলা হচ্ছে বোল্ডারও। ২০২১ সালের মধ্যে ওই কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা, লকডাউনের জন্য কাজ পিছিয়ে যায়।
এক আধিকারিকের কথায়, এই কাজ করা গেলে আগামী ৫০ বছর জলপ্রকল্প সংলগ্ন গঙ্গাপাড়ে ভাঙন হবে না। কিন্তু, করোনা পরবর্তী সময়ে চীন থেকে ইস্পাতের পাত আমদানিতে সমস্যা দেখা দিয়েছে। তাই বাকি কাজ করতেও সমস্যা হচ্ছে। পুরসভা সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের অধিগৃহীত একটি সংস্থা এই পাড় বাঁধাইয়ের কাজ করছে। কিন্তু, চীনের ওই ইস্পাত ছাড়া এই কাজ সম্ভব নয়। তাই, কাজ যেন তাড়াতাড়ি শুরু করা হয়, তার জন্য বার বার ওই সংস্থাকে পুরসভা চিঠি দিচ্ছে। কিন্তু, এখনও কোনও আশার আলো দেখা যায়নি। এদিকে, জলপ্রকল্প লাগোয়া গঙ্গার ভাঙন যে গতিতে হচ্ছে, তাতে দ্রুত কাজ শেষ না করলে বিপদের আশঙ্কা রয়েছে, জানাচ্ছেন পুরকর্তারা। নিজস্ব চিত্র