কর্মপ্রার্থীদের কর্মলাভ কিছু বিলম্ব হবে। প্রেম-ভালোবাসায় সাফল্য লাভ ঘটবে। বিবাহযোগ আছে। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে ... বিশদ
সপ্তমীতে স্টাইলিশ ওয়েস্টার্ন
সপ্তমী মানেই পুজো প্যান্ডেলে টইটই ঘোরা ওইদিনের সাজ হবে ওয়েস্টার্ন ক্যাজুয়াল। এবছর টিনএজার মেয়েদের ফ্যাশনে লেসের ড্রেস খুব ইন। আর ছেলেদের ফ্যাশনে চাইনিজ কলার দেওয়া প্রিন্টেড শার্ট হিট করেছে। তার সঙ্গে কম্বিনেশন করে রঙিন বা সাদা কটন প্যান্ট পরছে তারা। জিনসের বিভিন্ন ওয়াশ এবছর পুজো ফ্যাশনে ইন। স্টোন ওয়াশ বা অ্যাসিড ওয়াশে জিনসের লুক একেবারেই অন্য রকম হয়ে যায়। এছাড়াও আছে জগার্স, কেমো প্লেরিন্ট কটন ট্রাউজার ইত্যাদি। লেসের ফ্রকগুলো একরঙা। গাঢ় থেকে হালকা সব রকম রঙই পাবেন। মেয়েদের পুজোর সাজে এথনিক ফিউশনও খুব চলছে। তাতে গোল্ড প্রিন্টেড স্কার্টে ওয়েস্টার্ন কাট পাবেন। আর তার সঙ্গে ম্যাচিং বা কনট্রাস্ট টপ পাবেন স্লিভলেস বা শর্ট স্লিভসের ওপর চুমকি বা জরি বসানো। লেহেঙ্গা স্টাইল স্কার্টও টিনএজ ফ্যাশন মাতিয়ে তুলেছে। প্রতি বছরের মতোই এবছরও পাবেন টিনএজ ইন্ডিগো ড্রেস।
অষ্টমীর অঞ্জলিতে সাবেক সাজের ক্রেজ
অষ্টমী মানেই পুজোর সাজের জমকালো দিন। সকাল থেকেই অঞ্জলির সাজে লাগে সাবেক ছোঁয়া। ছেলেদের জন্য রয়েছে সুতির রঙিন পাঞ্জাবির ওপর নকশা করা অ্যাপ্লিক। সঙ্গে ধুতি। তা হতেই পারে রঙিন অথবা সাদা। পাঞ্জাবি রঙিন হলে কনট্রাস্ট সাদা ধুতিতেই সাজতে পছন্দ করছে টিনএজাররা। আর পাজামা-কুর্তা সেটও অষ্টমীর প্যান্ডেল মাতিয়ে তুলবে। কুর্তা-পাজামার সেটে অবশ্য গাঢ় রঙেরই কদর বেশি। অরেঞ্জ, ব্লু, ফিরোজা, মেরুন ইত্যাদি নানা রঙের চাহিদা। মেয়েদের জন্য ওই একদিন শাড়ি মাস্ট। গাঢ় লাল সিল্ক শাড়িতে ব্লক প্রিন্ট বা এমব্রয়ডারির নকশা থাকতেই পারে। কুঁচি আর আচলে একটু জমকালো কনট্রাস্ট রঙের ব্যবহার নজর কাড়া। সাবেক সাজে বাঙালিয়ানার ছোঁয়া আনতে একটু এথনিক গয়নাও পরতে পছন্দ করছে টিনটুইনের দল। সিলভার বা অক্সিডাইজড গয়নার কদর বেশি। একটু বোল্ড ডিজাইনের গয়নাই টিনএজার কন্যেদের মনে ধরছে।
নবমীতে ক্যাজুয়াল
নবমী মানেই পুজো শেষ। তাই এইদিন সকালটাই মন খারাপ করা। তবু সাজের বহর চাই ষোলোআনা। শেষ মুহূর্তের প্যান্ডেল হপিংটা সেরে নিতে হবে তো। নবমীর সাজে একটু ক্যাজুয়াল ওয়েস্টার্ন টাচ রাখতে ভালোবাসে টিনটুইনরা। ছেলেদের পরনে ওঠে টি-শার্ট। এবছর পুজোয় টি-শার্টের স্লিভসে রিব ডিজাইন এসেছে। এক্ষেত্রে হাতাটা শর্ট হবে। হাতার সঙ্গে গায়ের রঙে কনট্রাস্ট বেশি চোখে পড়ল। মেয়েরা বেছে নেয় শার্ট ড্রেস বা ওয়েস্টার্ন স্কার্ট সেট। শার্ট ড্রেসে চেকস তো পাবেনই তাছাড়াও পাবেন সলিড কালারস। শার্ট ড্রেসগুলোর ঝুল হাঁটুর আগেই শেষ। কোমরে বেল্ট পাবেন। ফুল স্লিভস এই ড্রেসে একটা অন্যরকম লুক রয়েছে। এককাটের ড্রেসের সঙ্গে পেনসিল হিল জুতোই মানানসই।