বিদ্যায় অস্থির মানসিকতা থাকবে। কর্মপ্রার্থীদের কোনও শুভ যোগাযোগ হতে পারে। রাগ বা জেদের বশে কারও ... বিশদ
প্রথম ছবিতে সৌরসেনী পরেছেন রয়্যাল ব্লু-কটনের স্লিভলেস লং ড্রেস। কনট্রাস্ট ম্যাচিংয়ে ইক্কতের একটি শর্ট জ্যাকেট চাপিয়ে নিয়েছেন ড্রেসের ওপরে। স্মার্ট লুক এই জ্যাকেট ড্রেসটি ‘সুপ্রিয়া’জ বুটিক থেকে নেওয়া। সুপ্রিয়া জানালেন, শুধু গুজরাতি প্রিন্টই নয়, ডাব্বু প্রিন্ট, কলমকারি প্রিন্ট, ইক্কত ফ্যাব্রিকে এই জ্যাকেট ডেস তৈরি হয়েছে। এখন স্টোরে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।
দ্বিতীয় ছবিতে সৌরসেনীর পরনে টম্যাটো রেড লং ড্রেস। ড্রেসটির স্লিম কাট, বোট নেক, ফ্লাপি স্লিভস এবং বোতামের স্মার্ট ব্যবহার টিনটুইনদের আকৃষ্ট করবে। এটি ‘রেণি’ থেকে নেওয়া। রেণি-র ইন্দো ওয়েস্টার্ন কালেকশন বেশ অন্যরকমের।
তৃতীয় ছবিতে বিদিতা পরেছেন এক্কেবারে ক্যাজুয়াল ফ্রক স্টাইলের নি লেংথ ড্রেস। ব্ল্যাক কটন প্রিন্টেড ড্রেসটির মধ্যে একটা আলাদা ইউনিকনেস আছে। এটি ‘পরিধান’ থেকে নেওয়া।