বিদ্যায় অস্থির মানসিকতা থাকবে। কর্মপ্রার্থীদের কোনও শুভ যোগাযোগ হতে পারে। রাগ বা জেদের বশে কারও ... বিশদ
নিয়মিত শরীরচর্চা এখন আমাদের দৈনন্দিন লাইফ স্টাইলের অঙ্গ। বাড়িতে হোক বা জিমে, যোগ-ব্যায়াম ট্রেনিং সেন্টারে হোক বা পার্কের সবুজ ঘাসে— শরীর নিয়ে কসরত করতেই হবে সুস্থ থাকার জন্যে। বয়েস, স্বাস্থ্য ও শরীরের ফিটনেস দেখে জিম বা যোগ-ব্যায়ামের ইন্সট্রাক্টর ঠিক করে দেন প্রত্যেকের শরীরচর্চার রুটিন। সঙ্গে অবশ্যই থাকে ডায়েটের বিধান। আর কী চাই বলুন তো? শরীরচর্চার জন্য নির্দিষ্ট পোশাক, জুতো এবং অ্যাকসেসরিজ। আজ আমাদের দুই মডেল সোহিনী ও রণজয় পরেছেন স্টাইলিশ জিমওয়্যার। শুধু জিমওয়্যার বললে সবটা বলা হয় না। বলা যায় অ্যাথেলিজার ওয়্যার। নামটি দিয়েছেন রেডি টু ওয়্যারের নামী ব্র্যান্ড ভ্যান হিউসেন। ফর্মাল সেমি-ফর্মাল ও ক্যাজুয়াল পোশাকের পাশাপাশি পুরুষ ও মহিলাদের জন্য অ্যাথেলিজার ওয়্যার নিয়ে এসেছে ভ্যান হিউসেন।
কী এই অ্যাথেলিজার ওয়্যার? ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি। শুধু জিম, যোগ-ব্যায়াম বা শরীরচর্চার জন্যই নয়, এই কালেকশনকে মালটিপারপাস কালেকশনও বলা যায়। ধরুন ট্র্যাক প্যান্ট আর স্লিভলেস টি-শার্ট পরে জিমে কসরত করছিলেন। জিম থেকে যাবেন প্রিয় বন্ধুর সঙ্গে ব্রাঞ্চে। হালকা সোয়েড জ্যাকেটটা চাপিয়ে নিন। পাড়ার মোড়ে আড্ডা দিতে বা টুক করে শপিং মলে গিয়ে দরকারি গ্রসারি কিনে আনতে এমন পোশাকে হাত বাড়াতে পারেন। খুব নরম, মোলায়েম, আরামদায়ক নিউ এজ ফ্যাব্রিকে প্রতিটি পোশাক তৈরি। এই কালেকশনের ‘স্মার্ট টেক’ ফিচারগুলো এ প্রজন্মের মানুষজনের পছন্দ হবেই। সহজে ভাঁজ পড়ে না, দাগ ছোপ ধরে না, ঘাম শুষে নেয় এবং কাচলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আয়রন না করলেও চলে।
ভ্যান হিউসেন অ্যাথেলিজার ওয়্যারের পাশাপাশি ইনারওয়্যারও এনেছে বাজারে। দুয়ে মিলে দিনের শুরু থেকে শেষ হতে পারে কেতাদুরস্ত এবং আরামে ভরপুর।