Bartaman Patrika
সম্পাদকীয়
 

পাকাবাড়ির কাঁচা প্রকল্প

পৃথিবীর মধ্যে সর্বাধিক জনসংখ্যার দেশই শুধু নয়, সবচেয়ে বেশি গৃহহীন মানুষও এই ভারতে বাস করে। কী গ্রীষ্ম, কী বর্ষা বা শীত তাদের মাথা গোঁজার ঠাঁই জোটে না। স্বাধীনতালাভের মাহাত্ম্য কি এটাই? তাও সাতাত্তর বছর আগে! স্বাধীনতার শতবর্ষ উদযাপনের তোড়জোড় নিশ্চয় শুরু হয়ে গিয়েছে। ভারত তার আগেই ‘উন্নত বিশ্ব’-এর পংক্তিতে গিয়ে বসারও খোয়াব দেখে। কিন্তু এই যাদের হাঁড়ির হাল, তাদের স্বপ্ন সাকার হবে কী করে? তাই নরেন্দ্র মোদি পুরনো প্রকল্পের নাম বদলে চালু করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। পিএমএওয়াই গ্রামীণের সূচনা হয় ২০১৬ সালের ২০ নভেম্বর। সমাজের সবচেয়ে গরিব মানুষগুলির জন্য পাকাবাড়ির ব্যবস্থা করাই এই প্রকল্পের লক্ষ্য। প্রকল্পটি গ্রহণের ভিত্তি ছিল একটি আর্থ-সামাজিক সমীক্ষা। ২০২৩-২৪ সালের ভিতরে ২ কোটি ৯৫ লক্ষ পরিবারকে পাকাবাড়ি তৈরি করে দেওয়ার লক্ষ্য ঘোষিত হয়। পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ২০২৯ সালের মার্চের মধ্যে দেওয়া হবে আরও ২ কোটি গৃহ।
আর এখানেই প্রশ্ন, সরকারের ঘোষণার বাস্তবায়ন সম্ভব কতটা? কেননা নির্মাণ খরচ হু হু করে বাড়ছে। কিন্তু সরকার যে গৃহ প্রতি আর্থিক বরাদ্দের অঙ্ক বাড়াচ্ছে না। আবাস যোজনায় কেন্দ্রীয় বরাদ্দের পরিমাণ সমতলের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা এবং উত্তর-পূর্ব ভারত ও পার্বত্য এলাকার জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা। অথচ গত একবছরে ভারতে নির্মাণ খরচ গড়ে ১১ শতাংশ পর্যন্ত বেড়েছে। এই বৃদ্ধি ঘটেছে মূলত গৃহনির্মাণ ক্ষেত্রে। এই শিল্প বিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গত ১২ মাসে গৃহনির্মাণ সামগ্রীর দাম নাগালের মধ্যে থাকলেও শ্রমিকের মজুরি বৃদ্ধির ধাক্কা পৌঁছেছে ২৫ শতাংশে। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের অক্টোবরের মধ্যে গৃহনির্মাণের প্রধান জিনিসগুলির দাম বেড়েছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতোই: ইস্পাত ৫৭ শতাংশ, সিমেন্ট ৩০ শতাংশ, তামা ৯১ শতাংশ এবং শ্রমিকের মজুরি ১৫০ শতাংশ। এই সম্পর্কে ইংরেজি দৈনিক ‘দি ইকনমিক টাইমস’-এর একটি প্রতিবেদনে একটি বেসরকারি (ন্যাশনাল লেভেল মনিটরিং বা এনএলএম) সমীক্ষার তথ্যাদি তুলে ধরা হয়েছে। তাতে দাবি করা হয়েছে যে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ৮০ শতাংশের বেশি বেনিফিসিয়ারি সরকারি বরাদ্দ টাকায় বাড়ি তৈরি করতে পারছেন না। বাস্তবে তাঁদের খরচ পড়ে যাচ্ছে দেড় লক্ষাধিক টাকা। ২০২২ সালের জানুয়ারি-সেপ্টেম্বরের মধ্যে মোট তিনি দফায় এই সমীক্ষা সম্পন্ন হয়। প্রথম সমীক্ষা হয় দশটি রাজ্যের ৮৫টি জেলায়। দ্বিতীয় সমীক্ষার নমুনা নেওয়া হয় ২৫টি রাজ্যের ১১১টি জেলা থেকে। তৃতীয় ও শেষ সমীক্ষা চলে ২৪টি রাজ্যের ১১০টি জেলায়। অর্থাৎ সারা দেশের ৩০৬টি জেলার কয়েক হাজার বেনিফিসিয়ারির সঙ্গে কথা বলেছেন এনএলএম ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির সমীক্ষকরা। সমীক্ষা শেষে তাঁদের দাবি, বহু এলাকার পরিবার নিজেদের একটি করে পাকাবাড়ি পেতে আড়াই লক্ষ টাকা পর্যন্ত খরচ করেছে! অর্থাৎ সরকারের দেওয়া টাকার প্রায় দ্বিগুণ পর্যন্ত খরচ করতে হয়েছে বহু গরিব মানুষকে।
তাঁরা এই খরচ এমনি এমনি করেননি, অগ্নিমূল্যের বাজারে তাছাড়া যে ঘর তৈরিই অসম্ভব। লক্ষ করার বিষয় হল, সমীক্ষার সঙ্গে যুক্ত বেনিফিসিয়ারিরা এই সমস্যার মোকাবিলা করেছেন দুই থেকে আড়াই বছর আগে। জিনিসের দাম তারপর আরও অনেকখানিই চড়েছে। অতএব, এখন যেমন তেমন একটি ছোট্ট বাড়ি তিন লাখেও সম্পূর্ণ হওয়া মুশকিল। তাই প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রীয় সহায়তার পরিমাণ বাড়িয়ে দেড় লক্ষ টাকা করার জন্য প্রস্তাব দিয়েছিল গ্রামোন্নয়ন মন্ত্রক। কিন্তু নির্মলা সীতারামনের অর্থমন্ত্রক তাতে সাড়া দেয়নি। তীব্র অর্থসঙ্কটের দোহাই পেড়েই পিছিয়ে গিয়েছে। মন্ত্রিসভার গত আগস্টের বৈঠকেই আগামী পাঁচবছরে আরও দু’কোটি আবাস নির্মাণের সিদ্ধান্ত অনুমোদিত হয়। খরচের বাস্তবকে সামনে রেখে, তখনই এই প্রকল্পে বাড়ি পিছু আর্থিক বরাদ্দ বৃদ্ধির জোরদার দাবি জানানো হয়। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি, আশঙ্কা মতোই। এর ফল ভালো হওয়ার নয়। কারণ পর্যাপ্ত টাকা ছাড়া বাড়ি তৈরি হবে না, বহু বাড়ির কাজ থমকে যেতে পারে মাঝপথেই। টাকাগুলি অন্যভাবে নষ্ট হওয়ার আশঙ্কাও থাকছে পদে পদে। নিজের বাড়ির স্বপ্ন পূরণ করার জন্য কিছু পরিবার মহাজনি ঋণের ফাঁদেও পড়ে যেতে পারে। মোদি সরকারের অপারগতা গরিব মানুষকে পরিষ্কার দুটি চরম বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে: স্বপ্ন দেখিয়েও পাকাবাড়ি না-দেওয়া অথবা ফেলে দেওয়া ঋণের ফাঁদে!
22nd  November, 2024
হায় বিচারব্যবস্থা!

চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেয়নি বাংলাদেশের আদালত। গত ২৫ নভেম্বর সে-দেশের পুলিস তাঁকে গ্রেপ্তার করে। তার আগেও তাঁর জামিনের আর্জি নাকচ হয়েছে। ফের শুনানি ছিল মঙ্গলবার। তাই চট্টগ্রাম আদালতের দিকে নজর ছিল সারা পৃথিবীর হিন্দুসহ সমস্ত ধরনের গণতন্ত্র প্রিয় মানুষের। বিশদ

ফের খেলা বেকারদের নিয়ে

ক্ষমতার কারবারিদের সবচেয়ে প্রিয় খেলার নাম রাজনীতি। আর ভারতীয় রাজনীতির খেলায় সবচেয়ে প্রিয় ইভেন্ট হল চাকরি। তাই রাজনীতি ও ক্ষমতার কারবারিদের মজার খেলায় সহজ বোড়ে হয়ে উঠেছে বেকার, বরং বলা ভালো বেকার বাহিনী, সাধারণভাবে তারা দুর্বল অসহায়।
বিশদ

04th  December, 2024
সংখ্যালঘু নির্যাতন বন্ধ হোক

টোকিও থেকে লস অ্যাঞ্জেলেস, রাশিয়া থেকে নিউজিল্যান্ড— ইসকনের কোটি কোটি ভক্ত বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য প্রার্থনা শুরু করেছেন। তাঁদের আশা, প্রার্থনার মধ্যে দিয়ে বাংলাদেশে শান্তি ফিরবে। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ শুরু করেছেন সংখ্যালঘুরা।
বিশদ

03rd  December, 2024
বঞ্চনার অহিংস প্রতিবাদ

পশ্চিমবঙ্গে মনরেগার (১০০ দিনের কাজের প্রকল্প) টাকা আসছে না  তিনবছর যাবৎ। মোদি সরকার নানা অজুহাতে আটকে রেখেছে গরিব মানুষের জন্য পাকাবাড়ি তৈরির প্রকল্পের (আবাস) অর্থ বরাদ্দও। একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে বাংলার সঙ্গে আর্থিক বঞ্চনা চরম আকার ধারণ করেছে মোদি-যুগে।
বিশদ

02nd  December, 2024
দৈন্যদশা

আর শাক দিয়ে মাছ ঢাকা গেল না। একদিকে জিনিসপত্রের চড়া দাম, যার জেরে মূল্যবৃদ্ধি মাথাচাড়া দিয়েছে, কমেছে কলকারখানার উৎপাদন। অন্যদিকে, বেকারত্বের গ্রাফ ঊর্ধ্বমুখী, তলানিতে ঠেকেছে টাকার দাম। বিশদ

01st  December, 2024
‘রাজার’ তন্ত্র!

দু’বছর আগে ভারতের স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণীয় করে রাখতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের ডাক দিয়েছিল মোদি সরকার। এবার সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর উপলক্ষে বছর ব্যাপী উদযাপনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নিঃসন্দেহে যে কোনও ভারতবাসীর কাছে স্মরণীয় এই দুটি দিনই। বিশদ

30th  November, 2024
করের টাকায় কর্পোরেট সেবা

গত জুলাই মাসের শেষার্ধে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ রিপোর্ট পেশ করেন। তাতে কনজিউমার ফুড প্রাইস ইনডেক্স (সিএফপিআইI) ভিত্তিক খাদ্য মূল্যস্ফীতির তথ্য ছিল। দেখা যাচ্ছে ২০২১-২২ অর্থবর্ষে তা ছিল ৩.৮ শতাংশ। বিশদ

29th  November, 2024
আন্তর্জাতিক চাপ জরুরি

সোমবার হঠাৎই গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। তাঁর জামিন পর্যন্ত মঞ্জুর করেনি চট্টগ্রাম আদালত। সন্ন্যাসীর মুক্তির দাবিতে ওইদিন রণক্ষেত্র হয়ে ওঠে আদালত চত্বর। বিশদ

28th  November, 2024
মোদির নয়া গ্যারান্টি

পিএফের আওতাভুক্ত কয়েক লক্ষ প্রবীণ অবসরপ্রাপ্ত কর্মী বর্ধিত হারে পেনশন গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন। এজন্য ইপিএফও’র দাবিমতো মোটা অঙ্কের টাকাও যথাস্থানে জমা করেছেন তাঁরা। অথচ ঘোষিত পেনশন প্রদানের প্রক্রিয়া বন্ধ হয়েছে কোনোরকম ঘোষণা ছাড়াই। বিশদ

27th  November, 2024
সময়ের দাবি

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর তাদের সম্পর্কে বোধহয় আসল কথাটা বলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাহুল গান্ধীর দলকে ‘পরজীবী’ আখ্যা দিয়ে তাঁর টিপ্পনি, কংগ্রেস নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আঞ্চলিক দলগুলিকে ব্যবহার করছে। বিশদ

26th  November, 2024
নির্ণায়ক যখন নারী

নরেন্দ্র মোদি, অমিত শাহদের পার্টি শুধু ভাঙেনি, মচকেছেও। অন্যভাবে বলতে গেলে, ঘোমটা শুধু সরায়নি, নেচেছেও এবং জনসমক্ষে। তাদের নীতি বদলের শুরু মধ্যপ্রদেশ থেকে। সদ্যসমাপ্ত মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে দেখা গেল, তারা বদলে ফেলা নীতি আঁকড়ে ধরেছে আরও মরিয়া হয়ে।
বিশদ

25th  November, 2024
লাল ‘দাগ’

যা  ভাবা গিয়েছিল, তাই হয়েছে। ছ’য়ে ছক্কা। বাংলায় ঝড়ের রং ফের ‘সবুজ’। লোকসভা ভোটের পর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের মতো এবারেও নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখল তৃণমূল এবং তা অনেকটা ভোট বাড়িয়ে। বিশদ

24th  November, 2024
অন্ধ হলে কি...

‘জাস্টিস ফর ইন্ডিজেনাশ পিপ্‌ল।’ দেড় বছর ধরে হিংসাদীর্ণ মণিপুরে এবার ন্যায়বিচারের দাবি উঠল। চলতি মাসেই অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুর, আইটিএলএফ-সহ কুকি-জো জনজাতিদের কয়েকটি সংগঠনের হাজার হাজার মানুষ কালো পোশাক ও কালো কাপড়ের মাস্কে মুখ ঢেকে এই ছোট্ট পাহাড়ি রাজ্যে ‘জাস্টিসের’ দাবিতে পথে নেমেছিলেন। বিশদ

23rd  November, 2024
ভূরি ভূরি ভুয়ো

জনসেবা মাল্টিস্পেশালিটি হসপিটাল। ধুমধামসহকারে রবিবার উদ্বোধন হয়েছিল এমনই গালভরা নামের একটি বেসরকারি সংস্থার। স্পেশালই বটে, তাও আবার মাল্টি! কিন্তু এত গুণপনা কীসে কীসে? আপাতত যা খবর, হাসপাতাল নামে ‘আবির্ভূত’ প্রতিষ্ঠানটির যাবতীয় স্পেশালিটি স্বীকৃত স্বাস্থ্য পরিষেবা বাদেই। বিশদ

21st  November, 2024
উপেক্ষা অথবা গলাবাজি

বেঁচে থাকার জন্য প্রথম দরকার খাদ্য। বিপুল জনসংখ্যা সত্ত্বেও, সুজলা সুফলা কৃষিপ্রধান ভারতবর্ষে খাদ্যের অভাব হওয়ার কথা নয়। কিন্তু এই সমাজ ক্রমবর্ধমান বৈষম্যে দীর্ণ। তাই হাড়ভাঙা খাটুনির পরও দুর্বল মানুষগুলির ঘরে খিদের অন্ন সবসময় বাড়ন্ত। একটি কল্যাণকামী রাষ্ট্রের প্রধান কর্তব্য হল নাগরিকের ক্ষুধার নিবৃত্তি। বিশদ

20th  November, 2024
ডিজিটালের ফাঁদ!

‘ডিজিটাল অ্যারেস্ট’। সাইবার প্রতারণার এক নতুন অস্ত্র। সাম্প্রতিক সময়ে গোটা দেশজুড়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে পুলিস ও তদন্তকারী আধিকারিকদের কপালে। বিশদ

19th  November, 2024
একনজরে
শীতেও মুর্শিদাবাদ জেলায় ডেঙ্গুর চোখরাঙানি অব্যাহত। রাজ্যের মধ্যে আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে এই জেলা। এখনও দৈনিক কুড়িজনের বেশি ডেঙ্গু আক্রান্তের হদিশ মিলছে। গত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ জেলায় নতুন করে ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ...

অশান্তি কমার নাম নেই। যদিও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বারবার দাবি করছে যে, দেশে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদেই রয়েছে। তবে তাতে চিঁড়ে ভিজছে না। এবার পদ্মপারে বসবাসকারী ব্রিটেনের নাগরিক ও পর্যটকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল সেদেশের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। ...

‘ব্রেইন রট’। এই শব্দ বন্ধনীই জিতে নিল অক্সফোর্ডের ‘ওয়ার্ড অব দ্য ইয়ার ২০২৪’-এর শিরোপা। কিন্তু, কী এর অর্থ? কেনই বা এই শিরোপা পেল ১৮৫৪ সালে প্রথম রেকর্ড করা এই শব্দ? ...

বিদেশে মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছে সাইবার প্রতারণা। কম্পিউটার হ্যাক করে বদলে দেওয়া হচ্ছে ই-প্রেসক্রিপশনের ওষুধ। এর জেরে রোগীর মৃত্যু পর্যন্ত হয়েছে। সুতরাং হাসপাতালের নিরাপত্তা নিয়ে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস
বিশ্ব মাটি দিবস
১৩৬০: ফ্রান্সের মুদ্রা ফ্রাঁ চালু হয়
১৭৬৬: লন্ডনে প্রথম নিলাম ডাক শুরু হয়
১৮৫৪: রিভলবিং থিয়েটার চেয়ারের পেটেন্ট করেন অ্যারোন অ্যালেন
১৮৭৯: স্বয়ংক্রিয় টেলিফোন সুইচিং সিস্টেম প্রথম পেটেন্ট হয়
১৯০১: মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক ও কাহিনীকার ওয়াল্ট ডিজনির জন্ম
১৯১১: প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায়ের জন্ম
১৯১৩: বাঙালি চিত্রশিল্পী গোপাল ঘোষের জন্ম
১৯২৪: গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার জন্ম
১৯৩২: অভিনেত্রী নাদিরার জন্ম
১৯৩৫: কলকাতায় মেট্রো সিনেমা হল প্রতিষ্ঠা হয়
১৯৩৯: অভিনেত্রী বাসবী নন্দীর জন্ম
১৯৪০: সঙ্গীত শিল্পী গুলাম আলির জন্ম
১৯৪৩: জাপানী বোমারু বিমান কলকাতায় বোমা বর্ষণ করে
১৯৫০: বিপ্লবী, দার্শনিক ও আধ্যাত্মসাধক ঋষি অরবিন্দের প্রয়াণ
১৯৫১: শিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু
১৯৬৯: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব-পাকিস্তানের নামকরণ করেন ‘‘বাংলাদেশ ”
১৯৮৫: ক্রিকেটার শিখর ধাওয়ানের জন্ম
১৯৮৬:  ভারতের ভৌত রসায়ন বিজ্ঞানের পথিকৃৎ ড. নীলরতন ধরের মৃত্যু
১৯৯৩: বিশিষ্ট বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার  সত্য চৌধুরীর মৃত্যু
১৯৯৯: যানজট এড়াতে ব্যাংককে আকাশ ট্রেন সার্ভিস চালু
১৯৯৯: মিস ওয়ার্ল্ড হলেন যুক্তামুখী
২০১৩: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৮৮ টাকা ৮৫.৬২ টাকা
পাউন্ড ১০৫.৩৯ টাকা ১০৯.১২ টাকা
ইউরো ৮৭.২৫ টাকা ৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,৪০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৮০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৩,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৩৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,৪৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৯ অগ্রহায়ণ, ১৪৩১, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪। চতুর্থী ১৭/৪৮ দিবা ১২/৫০। উত্তরাষাঢ়া নক্ষত্র ২৮/২০ সন্ধ্যা ৫/২৭। সূর্যোদয় ৬/৬/৪৩, সূর্যাস্ত ৪/৪৭/৪৯। অমৃতযোগ দিবা ৭/৩২ মধ্যে পুনঃ ১/১৪ গতে ২/৩৯ মধ্যে। রাত্রি ৫/৪১ গতে ৯/১৪ মধ্যে পুনঃ ১১/৫৪ গতে ৩/২৭ মধ্যে পুনঃ ৪/২০ গতে উদয়াবধি। বারবেলা ২/৮ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২৭ গতে ১/৭ মধ্যে। 
১৯ অগ্রহায়ণ, ১৪৩১, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪। চতুর্থী দিবা ১১/৫১। উত্তরাষাঢ়া নক্ষত্র সন্ধ্যা ৫/১৩। সূর্যোদয় ৬/৮, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৭/৪৭ মধ্যে ও ১/২৩ গতে ২/৪৮ মধ্যে এবং রাত্রি ৫/৪৮ গতে ৯/২৩ মধ্যে ও ১২/৪ গতে ৩/৩৯ মধ্যে ও ৪/৩৩ গতে ৬/৯ মধ্যে। কালবেলা ২/৮ গতে ৪/৪৮ মধ্যে। কালরাত্রি ১১/২৮ গতে ১/৮ মধ্যে। 
২ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
থানের আনন্দ দিঘে মঠ দর্শন করলেন মহারাষ্ট্রের নতুন উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে

10:34:00 PM

শান্তিপুরে ফেরিঘাটে দুর্ঘটনা: ডুবুরি নামিয়ে তল্লাশির সময় নৃসিংহপুর ঘাটের পাশে ডুবন্ত লরির নীচ থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ

10:19:00 PM

ভুবনেশ্বরে জুডিশিয়াল কোর্ট কমপ্লেক্সের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

10:10:00 PM

হায়দরাবাদে আটক হওয়া বিআরএস নেতা হরিশ রাওকে মুক্তি দিল গাচিবোলি থানার পুলিস

10:04:00 PM

আটক বিধায়ক কৌশিক রেড্ডি, তেলেঙ্গানার বাঞ্জারা হিলস পুলিস স্টেশনে গেলেন বিআরএস নেত্রী কে কবিতা

09:53:00 PM

আইএসএল: ম্যাচ ড্র, ৯০ মিনিট শেষে ওড়িশা ০-মুম্বই সিটি ০

09:36:00 PM