Bartaman Patrika
সম্পাদকীয়
 

আসল ইস্যু বেকারি, মূল্যবৃদ্ধি

সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম ১০০ টাকা এবং জ্বালানি তেলের দাম লিটারে মাত্র দু’টাকা কমেছে। লোকসভা নির্বাচনের মুখেই তা ঘোষণা করেছিল মোদি সরকার। নিন্দুকেরা এও বলতে পারেন, মূল্যবৃদ্ধি নিয়ে আম জনতার ক্ষোভ প্রশমিত করতেই ভোটের আগে দামে সামান্য ছাড় ঘোষণা হয়েছে। এটা শাসক দলের রাজনৈতিক চাল। ভোট মিটলেই হয়তো আবার দাম বেড়ে যাবে। মোদি সরকার কী ভেবে দাম কমিয়েছে, ভোট মিটলে কী হবে—তা নিয়ে বিতর্ক চলতে পারে। কিন্তু এই দুর্মূল্যের বাজারে সামান্য দাম কমলেও যে গরিব-নিম্নবিত্ত-মধ্যবিত্তের পাথরচাপা বুকটা একটু হালকা হয় তাতে কোনও সন্দেহ নেই। এবং এও মনে হতে পারে, কোষাগারের অনেক ক্ষতি জেনেও স্রেফ মানুষের ‘কল্যাণের’ কথা ভেবে খোদ ‘রামের’ অবতার হিসেবে ধরাধামে অবতীর্ণ হয়ে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু এমন মনে হলে সেটা যে ভুল, তা জানান দিচ্ছে সরকারি পরিসংখ্যানই। তাতে দেখা যাচ্ছে, সামান্য খয়রাতির আড়ালে নিজেদের মুনাফার ভাণ্ডারকে শিখরে নিয়ে গিয়েছে মোদি সরকার। সামান্য দাম কমানোর নামে আসলে জনগণকে ‘ধাপ্পা’ দেওয়া হয়েছে। বিষয়টা খোলসা করা যাক। ২০১৪ সালে নরেন্দ্র মোদির কুর্সি দখলের বছরে এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪১৪ টাকা। দশ বছর পর এখন দাম হয়েছে ৮০০ টাকার বেশি। কিছুদিন আগে যা এক হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। একইভাবে ’১৪ সালে পেট্রল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে লিটার প্রতি ৭১.৪১ টাকা এবং ৫৬.৭১ টাকা। এখন জ্বালানি তেলের দাম একশো টাকার আশপাশে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে মোদি সরকার বছরের পর বছর এই দামে গ্যাস-তেল বিক্রি করার পর এখন ভোটের মুখে জনগণের ‘বন্ধু’ সাজার চেষ্টা করছে! এ যেন অনেকটা জনগণের থেকে আদায় করা টাকায় আম জনতাকেই ‘ভিক্ষা’ দেওয়ার নামান্তর। কিন্তু এতে কি চিঁড়ে ভিজবে?
ভোটের মুখে তেল-গ্যাসের সামান্য দাম কমিয়ে হাততালি কুড়োনোর চেষ্টা করছে মোদি সরকার। কিন্তু ঘটনা হল, তেল-গ্যাসের দাম বাবদ মানুষের থেকে আদায় করা টাকায় রাষ্ট্রায়ত্ত তিন তেল সংস্থা পাহাড়প্রমাণ মুনাফা করেছে। শুধু ২০২৩-২৪ অর্থবর্ষেই ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম ও হিন্দুস্তান পেট্রলিয়ামের মিলিত মুনাফার পরিমাণ ৮২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে অর্ধেক মুনাফা করেছে একা ইন্ডিয়ান অয়েল। এই তিন সংস্থা আগে কখনও এত লাভ করেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, লাভের অঙ্ক বেশি হওয়ায় ছাড়ের অঙ্ক বেশি হল না কেন? কেউ কেউ বলছেন, সেই পথে হাঁটাই যেত। কিন্তু লোকদেখানো ছাড় দিয়ে বিরোধীদের মুখ বন্ধের চেষ্টা করেছে সরকার। সাধারণ নিয়মে আন্তর্জাতিক বাজারে পেট্রপণ্যের দাম ওঠানামার ভিত্তিতে তেল-গ্যাসের দাম নির্ধারিত হয়। দেখা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম অনেকটা নীচে নেমেছিল। আবার ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া থেকে অনেক কম দামে অপরিশোধিত তেল কিনেছে ভারত। তাই ভারতীয় তেল কোম্পানিগুলি মুনাফার পাহাড়ে বসেছে। কিন্তু মোদি তার সুফল পেতে দিলেন না আম আদমিকে। বরং বলা ভালো, যেহেতু তিন তেল সংস্থার মালিকানার সিংহভাগ কেন্দ্রেরই হাতে তাই ওই মুনাফার ভাগে আসলে কেন্দ্রেরই রাজকোষ ভরছে। সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার ভাবনাই নেই মোদি সরকারের। মুখেই কেবল ‘আচ্ছে দিনের’ স্বপ্ন ফেরি!
সন্দেহাতীতভাবে এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু মূল্যবৃদ্ধি ও বেকারি। বেকারি অতীতের সব রেকর্ড ভেঙেছে। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির অন্যতম কারণ যে জ্বালানি তেল ও গ্যাসের চড়া দাম—ভুক্তভোগী সকলেই জানেন। তাই পাইকারি ও খুচরো দুই বাজারেই পণ্যের দাম কমার কোনও লক্ষণ নেই। মুখে না বললেও জনদরদি সেজে মূল্যবৃদ্ধির আঁচ ঠেকাতে আগামী পাঁচ বছর দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছেন মোদি। মানুষকে অবাক করে তাঁর দাবি, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এসেছে এবং এই কৃতিত্ব রিজার্ভ ব্যাঙ্কের। যদিও প্রধানমন্ত্রীকে ‘ভুল’ প্রমাণ করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ হয়নি। তা রিজার্ভ ব্যাঙ্কের ঘোষিত লক্ষ্যমাত্রা ৪ শতাংশের উপরেই রয়েছে। চলতি অর্থবর্ষে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির গড় হার ৪.৫ শতাংশ থাকার সম্ভাবনা। তীব্র দাবদাহের কারণে জিনিসপত্রের দাম আরও বেড়ে যেতে পারে। সব মিলিয়ে তাই এখনই কোনও আশার সম্ভাবনা দেখছে না রিজার্ভ ব্যাঙ্ক। এই অশনি সঙ্কেতের মধ্যেই আম জনতার আশঙ্কা হল, ভোট মিটলেই তেল-গ্যাসের দাম আবার বাড়বে।  এবং তা আগের চেয়ে বেশি হবে। কারণ মোদি জমানায় একাধিকবার ঘটা তাদের অতীত অভিজ্ঞতা সে কথাই বলছে। আশঙ্কা সত্যি হলে গরিব-মধ্যবিত্তের বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়াবে। তাই এই ভোট বাজারে প্রশ্ন উঠেছে, মন্দির তো হল, কিন্তু এতে তো পেটের জ্বালা মিটবে না!
12th  May, 2024
খোলসের আড়ালে

তাঁর ভোলবদল ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিয়েছে। ‘গো অ্যাজ ইউ লাইক’। বাংলা করলে দাঁড়ায়, ‘যেমন খুশি তেমন সাজো’। ছোটবেলায় স্কুল অথবা পাড়ার যে কোনও ক্রীড়া প্রতিযোগিতায় একেবারে শেষের আইটেম থাকত, যেমন খুশি তেমন সাজার খেলাটি।
বিশদ

দুর্বল রণনীতি

বিজেপি এবং এনডিএ’র ইতিহাসে সোনালি বছর গিয়েছে ২০১৯। সেবারের লোকসভা নির্বাচনেই বিজেপি (৩০৩ আসন) এবং তাদের জোট এনডিএ (৩৫৩ আসন) পেয়েছিল সর্বোচ্চ ‘সাফল্য’। বিশদ

31st  May, 2024
এবার অন্তত থামুন মোদি

বাড়িয়ে চড়িয়ে বলা কিছু মানুষের স্বভাব, সেটা ক্রমে মুদ্রাদোষেই পরিণত হয় কারও কারও ক্ষেত্রে। মূলত দুটি প্রয়োজনে ‘তিলকে তাল’ করতে হয় কাউকে কাউকে। একবার করতে হয় অপছন্দের ব্যক্তি বা প্রতিপক্ষকে নিকৃষ্ট প্রমাণ করতে—তার তিলপ্রমাণ দোষটাকে তাল করে দেখানোর দরকার পড়ে। বিশদ

30th  May, 2024
বিজেপির নার্সিসিজম

গুরুত্বহীন হয়ে এসেছে নীতিশিক্ষার পাঠ। শিশুরাও বুঝে গিয়েছে ক্রমে। কারণ বড়দের নকলনবিশিই তাদের সেরা ক্রীড়া। শিশুরা এমন খেলাচ্ছলে জেনে গিয়েছে—নীতিশিক্ষা পুস্তক ছাপাবার জন্যই কেবল, বড়জোর পরীক্ষা পাশের উপকরণ, মেনে চলার জন্য কোনোমতেই নয়। বিশদ

29th  May, 2024
গুছিয়ে নেওয়ার কিস্‌সা

‘নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি’, জনপ্রিয় একটি বাংলা গানের এই লাইনটি দিয়ে অনায়াসে বিজ্ঞাপন করতে পারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। সাত দফা লোকসভা ভোটের আর এক দফা বাকি। মোট ৫৪৩টি আসনের মধ্যে বেশিরভাগ আসনে ভোট হয়ে গিয়েছে। বিশদ

28th  May, 2024
ক্ষমা চেয়ে নিন মোদি

মানুষের ভাবনার বাহন হল ভাষা। ভাষা সচল থাকে কিছু বাক্যের ব্যবহারে। বাক্য গড়ে ওঠে কিছু শব্দের সমন্বয়ে। এখানে ‘সমন্বয়’ শব্দটি লক্ষণীয়। সমন্বয় কথার অর্থ অবিরোধ বা মিলন। অর্থাৎ বাক্যের গঠনে শব্দ নির্বাচন ও চয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিশদ

27th  May, 2024
লজ্জায় মুখ ঢাকুন

১৮তম লোকসভা ভোটে তাঁর বিদায় ঘণ্টা বাজবে কি না তা জানার জন্য দেশবাসীকে ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু দশ বছর শাসন ক্ষমতায় থেকে তিনি যে দেশের উচ্চশিক্ষিত থেকে শ্রমিকের কাজের সুযোগ সঙ্কুচিত করেছেন, তা এখনই বলে দেওয়া যায়। বিশদ

26th  May, 2024
বুজরুকি বাবা!

তাঁর কথা শুনে প্রথমে ধারণা হয়েছিল, তিনি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ততদিনের জন্যই ঈশ্বর তাঁকে পাঠিয়েছেন। ঈশ্বরের ‘দূত’ তিনি। এবার নিজেই সেই ধারণা শুধরে দিয়ে নরেন্দ্র মোদি জানালেন, ২০৪৭-এ ‘বিকশিত ভারতে’র লক্ষ্যপূরণের জন্য ঈশ্বর তাঁকে পাঠিয়েছেন। বিশদ

25th  May, 2024
ফুটপাতে বসবাসের গ্যারান্টি

সবচেয়ে বেশি গৃহহীন এবং বস্তিবাসী মানুষ ভারতে বসবাস করে। কিন্তু সেই সংখ্যাটি বাস্তবে কত, তা জানার উপায় নেই। কারণ গত তেরো বছরে দেশে সার্বিক জনগণনা হয়নি। তবু ক্ষমতাসীন হওয়ার পরপরই ‘সবার জন্য গৃহ প্রকল্প’ বা ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ গ্রহণ করে মোদি সরকার। বিশদ

24th  May, 2024
দেশনেতা না দালাল?

বেশিরভাগ মানুষের আয় রোজগার সবসময় সমান থাকে না। এরপর থাকে বাড়ি, গাড়ি, গয়না প্রভৃতি ক্রয় এবং সন্তানের উচ্চশিক্ষা, ভ্রমণ প্রভৃতির মতো কিছু বড় বাজেটের খরচাপাতি। সর্বোপরি অবসর জীবনে নিয়মিত আয় শূন্য হলেও খরচের প্রয়োজন ও অভ্যাস বহাল থাকে, বরং চিকিৎসার খরচ বেড়ে যায়। বিশদ

23rd  May, 2024
প্রশ্নের মুখে নিরপেক্ষতা

‘আপনার ব্যবহারই আপনার পরিচয়’—এমন আপ্তবাক্য লেখা থাকে গ্রাম মফস্সলের দোকানপাটে, বাসের পিছনে এবং আরও নানা জায়গায়। অর্থাৎ বংশ কৌলীন্য, প্রাতিষ্ঠানিক শিক্ষাদীক্ষা কিংবা পদমর্যাদারও উপরে স্থান দেওয়া হয়েছে একজন ব্যক্তিমানুষের ব্যবহারকে। বিশদ

22nd  May, 2024
কেমন আছে ‘মোদি পরিবার’?

‘হাম দো, হামারা দো’ (আমরা দু’জন, আমাদের দু’জন)। কয়েক দশক আগে পরিবার পরিকল্পনায় এই বিজ্ঞাপনী স্লোগান গোটা দেশে খুবই জনপ্রিয় হয়েছিল। আসলে ‘ছোট পরিবার, সুখী পরিবার’ তৈরির ভাবনা থেকেই এই স্লোগানের জন্ম। বিশদ

21st  May, 2024
কমিশনের সাহসী পদক্ষেপ

আজ, সোমবার সাধারণ নির্বাচনের পঞ্চম দফা। আট রাজ্যের মোট ৪৯টি আসনে ভোট নেওয়া হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গে আসন সংখ্যা ৭। বিশদ

20th  May, 2024
জোড়া ধাক্কা

ভোট যত এগচ্ছে ততই চিন্তা বাড়ছে পদ্ম শিবিরের। এরই মধ্যে গোদের ওপর বিষফোড়ার মতো সুপ্রিম কোর্টের জোড়া ধাক্কা বেআব্রু করে দিয়েছে নরেন্দ্র মোদিকে। দশ বছর আগে দিল্লির মসনদে বসার পর থেকে কখনও প্রতিবাদী স্বরকে ‘শিক্ষা’ দিতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইউএপিএ আইনে নির্বিচার গ্রেপ্তার চালিয়েছে মোদি সরকার। বিশদ

19th  May, 2024
কীসের পূর্বাভাস?

১৮তম লোকসভা নির্বাচনের প্রথম চার দফায় ৩৭৯টি আসনে ভোট হয়ে গিয়েছে। এই ভোট যতটা উদ্বেগে রেখেছে শাসক বিজেপিকে, ততটাই চাপে পড়েছে নির্বাচন কমিশন। কারণ, ভোটদানের হার। বিস্তর টালবাহানার পর কমিশনের দেওয়া তথ্যে জানা যাচ্ছে, চার দফা মিলিয়ে মোট ভোট পড়েছে প্রায় ৬৭ শতাংশ। বিশদ

18th  May, 2024
মুম্বই কাণ্ডে সচেতন বাংলা

নির্মীয়মাণ বহুতল ভবন ও ব্রিজ এবং পুরনো বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার সাক্ষী বহু শহর। তাতে হতাহতও হন বহু মানুষ। মুম্বই দেখিয়ে দিল আপাত নিরীহ বিলবোর্ড বা হোর্ডিং যে বিপদ ডেকে আনতে পারে তার চেহারা সেসবের চেয়ে কোনও অংশে ছোট নয়! বিশদ

17th  May, 2024
একনজরে
লোকসভা নির্বাচনের ফলাফল শুধুমাত্র ঘোষণার অপেক্ষা। তারপরেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের ডাক পড়তে চলেছে দিল্লিতে। দলের শীর্ষ সূত্রের খবর, ৪ জুনের অব্যবহিত পরেই বাংলার বিজেপি ...

বৃহস্পতিবার রাতে হাওড়ার দাশনগরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এক যুবক গুরুতর জখম হয়েছেন। দাশনগর থানার সামনেই ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দলের অন্দরে ...

বিশ্বের এক নম্বর দাবাড়ুকে তাঁর দেশেই হারিয়ে শিরোনামে প্রজ্ঞানন্দ। শুক্রবার নরওয়ে চেস টুর্নামেন্টে ক্ল্যাসিক্যাল গেমে প্রথমবার ম্যাগনাস কার্লসেনকে বশ মানিয়েছেন ভারতীয় তরুণ। ম্যাচের পর তিনি ...

বর্ধমান শহরের খালাসিপাড়ায় পথ দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে। মৃতের নাম রণজয় ঘোষ(৩৩)। বর্ধমান থানার নাড়ি এলাকায় তাঁর বাড়ি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

গৃহে বা বাইরে পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গ হতে পারে। কাজকর্মে মনোযোগের অভাব। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব দুগ্ধ দিবস
১৮৭৪ - ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয়
১৮৪২ - বাঙালি লেখক, সংগীতস্রষ্টা সত্যেন্দ্রনাথ ঠাকুরের জন্ম
১৯২৬- আমেরিকার মডেল, অভিনেত্রী ও গায়িকা মেরিলিন মনরোর জন্ম
১৯২৯- অভিনেত্রী নার্গিসের জন্ম
১৯৩৪ - কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার মোহিত চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৩৭ -  মার্কিন অভিনেতা মরগান ফ্রিম্যানের জন্ম
১৯৬৪- সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের জন্ম
১৯৬৮- মার্কিন লেখিকা ও সমাজকর্মী হেলেন কেলারের মৃত্যু
১৯৭০- অভিনেতা আর মাধবনের জন্ম
১৯৮৫ - ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিকের জন্ম
১৯৯৬-ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির মৃত্যু
২০০১- নেপাল রাজপরিবারে হত্যাকাণ্ড, যুবরাজ দীপেন্দ্র গুলি করে হত্যা করে বাবা, মা, নেপালের রাজা বীরেন্দ্র এবং রানি ঐশ্বর্যসহ পরিবারের একাধিক সদস্যকে
২০০২ - দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হানসি ক্রোনিয়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৪৩ টাকা ৮৪.১৭ টাকা
পাউন্ড ১০৪.২৩ টাকা ১০৭.৭০ টাকা
ইউরো ৮৮.৫৫ টাকা ৯১.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,২০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৬০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯২,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯২,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৮ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, শনিবার, ১ জুন, ২০২৪। নবমী ৬/১৩ দিবা ৭/২৫। উত্তর ভাদ্রপদ নক্ষত্র ৫৫/৫০ রাত্রি ৩/১৬। সূর্যোদয় ৪/৫৫/৩৬, সূর্যাস্ত ৬/১২/৫৫। অমৃতযোগ দিবা ৩/৩৩ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫৬ গতে ৭/৩৯ মধ্যে পুনঃ ১১/১৩ গতে ১/২১ মধ্যে পুনঃ ২/৪৭ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ  প্রাতঃ ৫/৪৮ মধ্যে পুনঃ ৯/২১ গতে ১২/০ মধ্যে। বারবেলা ৬/৩৫ মধ্যে পুনঃ ১/১৪ গতে ২/৫৪ মধ্যে পুনঃ ৪/৩৪ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৩৪ মধ্যে পুনঃ ৩/৩৭ গতে উদয়াবধি। 
১৮ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, শনিবার, ১ জুন, ২০২৪। নবমী দিবা ৬/৯ পরে দশমী রাত্রি ৩/৪১। উত্তরভাদ্রপদ নক্ষত্র রাত্রি ২/২০। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৫। অমৃতযোগ দিবা ৩/৩৮ গতে ৬/১৫ মধ্যে এবং রাত্রি ৭/২ গতে ৭/৪৪ মধ্যে ও ১১/১৬ গতে ১/২৩ মধ্যে ও ২/৪৭ গতে ৪/৫৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৫/৪৮ মধ্যে ও ৯/২৩ গতে ১২/৪ মধ্যে। কালবেলা ৬/৩৬ মধ্যে ও ১/১৫ গতে ২/৫৫ মধ্যে ও ৪/৩৫ গতে ৬/১৫ মধ্যে। কালরাত্রি ৭/৩৫ মধ্যে ও ৩/৩৬ গতে ৪/৫৬ মধ্যে। 
২৩ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
লোকসভা নির্বাচন (৭ম দফা): দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের কোথায় কত ভোট পড়ল
লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণপর্ব চলছে। গোটা দেশের ...বিশদ

03:57:22 PM

আগরহাটি সংলগ্ন বাসন্তী হাইওয়েতে ইট বৃষ্টি, পাল্টা কাঁদানে গ্যাস ছুড়ল পুলিস

03:54:59 PM

বাসন্তীতে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়ায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ। ...বিশদ

03:50:37 PM

লোকসভা নির্বাচন ২০২৪: ভোট দিলেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

03:44:49 PM

ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে পৌঁছলেন আরজেডি নেতা তেজস্বী যাদব

03:37:00 PM

ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে পৌঁছলেন সপা প্রধান অখিলেশ যাদব

03:35:00 PM