Bartaman Patrika
সম্পাদকীয়
 

টিকাকরণ নিশ্চিতও করতে হবে

অবশেষে সম্মতি দিলেন নরেন্দ্র মোদি। সিলমোহর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনায়। মেনে নিলেন বাংলার মুখ্যমন্ত্রীর দাবির বাস্তবতা। দেরিতে যদিও এবং এখনও আংশিক। করোনা ভ্যাকসিনের দরজা সকলের জন্য খুলে দিল তাঁর সরকার। ১ মে থেকে টিকা পাওয়ার অধিকারী হলেন ১৮ বছরের ঊর্ধ্বের সমস্ত নাগরিক। দেশের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলিকে বিপুল পরিমাণ ভ্যাকসিন উৎপাদনের বরাত দেওয়া হয়েছে। বিদেশি ভ্যাকসিন আমদানি করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভ্যাকসিন সংগ্রহ, সরবরাহ এবং বিক্রয় প্রক্রিয়াতেও আমূল পরিবর্তন আনা হয়েছে। করোনার দাপট বাগে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন যাবৎ সরব। দেশের অর্থনীতিকে বাঁচাতে, দেশবাসীর দুর্দশা কমাতে নির্বিচারে লকডাউনে আপত্তি জানিয়েছিলেন তিনি করোনার প্রথম দফার ঢেউয়ের সময়। স্বাস্থ্যবিধি মেনে চলার এবং দ্রুত ভ্যাকসিনেশনের উপর জোর দিয়েছিলেন তিনি। এজন্য আন্তর্জাতিক ক্ষেত্রে মান্য বিশেষজ্ঞদের কমিটি গড়ে প্রয়োজনীয় পরামর্শও নিয়েছিলেন তিনি সবার আগে, কেন্দ্রীয় সরকারেরও আগে। লকডাউনের কারণে বিধ্বস্ত অর্থনীতি, বিশেষ করে গরিব ও মধ্যবিত্ত শ্রেণির আর্থিক সঙ্কটের কথা বিবেচনায় রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত ছিল, রাজ্যের সকলকে তাঁর সরকার বিনামূল্যে ভালো টিকা দেবে। তাঁর দাবি ছিল, কেন্দ্র এই নীতি সারা দেশের জন্যও গ্রহণ করুক। 
কিন্তু প্রধানমন্ত্রী যথারীতি সে-পথে হাঁটেননি। এমএসএমই-সহ প্রয়োজনীয় সমস্ত ক্ষেত্রে ফিসকাল স্টিমুলাস এবং গরিব মানুষের হাতে নগদের জোগান বৃদ্ধির পরামর্শ যেমন মানেনি, সেই ট্র্যাডিশন অনুসারে সরকার খারিজ করে দিয়েছিল সকলকে বিনামূল্যে টিকা দেওয়ার দাবি। চলতি বছরের জন্য বাজেট ঘোষণায় ভ্যাকসিনের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা সত্ত্বেও মোদি সরকার এই ন্যায্য দাবিটি অগ্রাহ্য করেছে। কেন্দ্রের এই অমানবিক মুখ দেখার পর কথা বাড়াননি মমতা। তিনি বলেছিলেন, রাজ্যগুলিকে তার প্রয়োজনমতো ভ্যাকসিনে কেনার অনুমতি ও স্বাধীনতা দেওয়া হোক। ১ মার্চ থেকে শুরু হয় ষাটোর্ধ্ব নাগরিকদের জন্য টিকাকরণ। তার পরের ধাপে চালু হয় ৪৫ বছরের ঊর্ধ্বে যেসব নাগরিকের কিছু জটিল অসুখ রয়েছে (কোমরবিড) তাঁদের টিকাকরণ। ভ্যাকসিন প্রদানে অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছিল ২৭ কোটি নাগরিককে। জুলাইয়ের ভিতরে সরকার ২৫ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করে। ধাপে ধাপে টিকাকরণ শুরু হলেও কোনও ক্ষেত্রেই সরকার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। এমনকী ভ্যাকসিনের সঙ্কটে কয়েকটি রাজ্যে টিকাকরণ বেশ বিলম্বিত হয়ে যায়। এনিয়ে আশঙ্কার মেঘ ঘনিয়ে আসে এবং দেশজুড়ে সমালোচনার বন্যা বইতে থাকে। বিশেষ করে দ্বিতীয় দফার সংক্রমণ লাগামছাড়া হতেই দেশজুড়ে ত্রাহি মধুসূদন রব উঠে গিয়েছে। 
প্রথম দফার করোনায় ক্ষয়ক্ষতির নিরিখে ভারতের স্থান ছিল তৃতীয়—মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের নীচে। সেকেন্ড ওয়েভে ভারতে দৈনিক সংক্রমণের হার এখন পৌনে তিন লক্ষ এবং মৃত্যু ২ হাজারের পথে! দ্বিতীয় দফায় ক্ষয়ক্ষতির নিরিখে ভারতের স্থান এক নম্বরে! এই পরিস্থিতির জন্য ভোটের অকারণ লম্বা নির্ঘণ্ট এবং কুম্ভমেলা আয়োজনের ত্রুটিকে অনেকাংশে দায়ী করা যায়। আর দায়ী করতে হয়, যথেষ্ট সময় পেয়েও সকলের টিকাকরণের ব্যর্থতাকে। এর দায় কেন্দ্রীয় শাসক দল বিজেপি এবং কেন্দ্রীয় সরকার কোনওভাবেই অস্বীকার করতে পারে না। যখন গোটা দেশ ঘুরে দাঁড়াতে মরিয়া, আইএমএফ-সহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলি ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে বিশেষ আশা প্রকাশ করছে, তখন এই ব্যর্থতার চিত্র ভারতবাসীকে নতুনভাবে ভারাক্রান্ত করে তুলেছে। এখন একটাই রাস্তা খোলা—সবার দ্রুত টিকাকরণ। উৎপাদকরা ৫০ শতাংশ ভ্যাকসিন কেন্দ্রকে দেবে। বাকি ৫০ শতাংশ রাজ্যগুলিকে এবং খোলা বাজারে তারা বেচতে পারবে। কেন্দ্র অবশেষে এমনই বন্দোবস্ত করেছে। এটা মন্দের ভালো। কিন্তু সমস্যা হল, মোদি সরকার ভালো ভালো অনেক কিছুই বলে থাকে। কথা রাখে না। নানা ক্ষেত্রে কথা না-রাখার ব্যাপারে তারা ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছে। ভয়টা সেখানেই। ভ্যাকসিনের জোগান দ্রুত বাড়াতে হবে। প্রয়োজনে আরও বেশি সংখ্যক দেশীয় সংস্থাকে করোনা ভ্যাকসিন প্রস্তুত এবং বিক্রির করার অনুমতি দিতে হবে। মোদ্দা কথা, নির্ধারিত সময়ের মধ্যে সকলের টিকাকরণ নিশ্চিত করতেই হবে। ভারত একটি যোগ্য দেশ। সরকার এটা অবশ্যই পারবে। তার জন্য দরকার একটাই জিনিস—নিন্দনীয় ট্র্যাডিশন ভেঙে বেরিয়ে আসতে রাজি থাকতে হবে মোদিবাবুকে।   
21st  April, 2021
এবার অগ্রাধিকার

তেত্রিশ দিন। আট দফা। সব মিলিয়ে এক নজিরবিহীন অলস ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয় ২৯ এপ্রিল। তার পর প্রতীক্ষা গিয়েছে আরও দু’দিনের। অবশেষে এল সেই বহু কাঙ্ক্ষিত ২ মে। রবিবার শেষ হল ভোটগণনা। জলের মতোই পরিষ্কার হয়ে গিয়েছে কাদের দখলে যাচ্ছে নবান্ন। বিশদ

কাউন্টডাউন শুরু

ভোটগ্রহণ শেষ। অঙ্ক কষা শুরু। সহজ পাটিগণিতের নিয়মে এই অঙ্ক মিলিয়ে দিতে পারলেই ল্যাটা চুকে যেত। কিন্তু ভোট রাজনীতিতে অঙ্ক শাস্ত্রের জটিল নিয়ম চলে। সেই অঙ্ক মেলাতে বাঘা বাঘা বিশারদ ও পোড়খাওয়া রাজনীতিককে দিশেহারা হয়ে পড়তে দেখা গিয়েছে বারবার। বিশদ

01st  May, 2021
বৃদ্ধির পথের কাঁটা

করোনা সংক্রমণের গ্রাফ এখনও জেদি। এখনও ঊর্ধ্বমুখী। দেশজুড়ে বেড়ে চলছে সংক্রামিতের সংখ্যা। বেলাগাম মৃত্যুমিছিল গড়ে দিচ্ছে শোকের আবহ। দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ের সাক্ষী। রীতিমতো টলোমলো। বিশদ

30th  April, 2021
নেহাত রাজনৈতিক স্লোগান

এক ভারত শ্রেষ্ঠ ভারত। এই স্লোগান নরেন্দ্র মোদির। তিনি প্রধানমন্ত্রী হওয়ার কয়েক মাস পরেই এই মন্ত্রে বিচিত্র বৈশিষ্ট্যের ভারতকে একসূত্রে গাঁথার শপথ নিয়েছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ হিসেবে উদযাপন করে তাঁর সরকার। বিশদ

29th  April, 2021
আত্মসমীক্ষা করুক কমিশন

কোভিডের এই ভয়াবহ পরিস্থিতির জন্য একমাত্র দায়ী ভারতের নির্বাচন কমিশন। এই মন্তব্য মাদ্রাজ হাইকোর্টের। এটাই সাধারণ মানুষের উপলব্ধি। তারা এই উপসংহারে উপনীত হয়েছে আগেই। দেশবাসী নানাভাবে তাদের মনোভাব ব্যক্তও করে চলেছে। বিশদ

28th  April, 2021
শুধুই ঢক্কানিনাদ

যন্ত্রণাক্লিষ্ট মানুষের ভাষণ শুনতে ভালো লাগে না। অথচ রাজধর্ম পালনে ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাণী বিতরণে তাঁর পারদর্শিতা দেখিয়েই চলেছেন! সারা দেশ যখন অক্সিজেনের সঙ্কটে ধুঁকছে তখন তিনি শীতঘুম থেকে উঠে বলছেন ‘গোটা দেশে অক্সিজেন উৎপাদক ৫৫১টি প্লান্ট গড়ে তোলা হবে’। বিশদ

27th  April, 2021
সবার করুণার পাত্র 

ভারতবাসীর সবচেয়ে বড় কষ্ট ছিল পরাধীনতা। ইংরেজের শোষণের যন্ত্রণা সয়েছে দু’শো বছর। ভারতবাসীর আক্ষেপ, বিপুল সম্পদের অধিকারী হয়েও ভারত এগতে পারেনি শুধু এই জন্যে। চার্চিলকে ভারতবাসী ক্ষমা করবে না কোনওদিন। বিশেষ করে বাংলার মানুষ। 
বিশদ

26th  April, 2021
আট দফা কাল হল?

একপক্ষ ভোটে দাঁড়িয়েছে, অন্য পক্ষ তার হাতে রাজ্যকে তুলে দিতে যেন ধর্নুভাঙা পণ করেছে। বিজেপি ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অনেক আগেই এ ধরনের অভিযোগ উঠছিল। অভিযোগ ছিল পক্ষপাতিত্বের। বিশদ

25th  April, 2021
যুক্তিহীন বিলম্ব

করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড গড়ল মোদির ভারত। একদিনে সংক্রমণ ৩ লক্ষ ছাড়াল। দৈনিক মৃত্যু টপকে গেল ২ হাজারের বেড়া। সর্বনাশের জেদি গ্রাফ ঊর্ধ্বমুখী। অতএব ক্ষান্ত দিলেন ‘আসল পরিবর্তন’-এর স্বঘোষিত ভগীরথ। আপাতত প্রধানমন্ত্রী আর বাংলায় আসছেন না ‘সোনার বাংলা’ নির্মাণের ঝাঁকা নিয়ে। বিশদ

24th  April, 2021
সঙ্কীর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত

করোনা ভ্যাকসিনের বৃহত্তম প্রস্তুতকারক দেশের নাম ভারত। সেই হিসেবে ভারতে টিকাকরণের সামনে কোনও সঙ্কট থাকার কথা নয়। কিন্তু সেকেন্ড ওয়েভ দেশজুড়ে ভয়ঙ্করভাবে আছড়ে পড়তেই বেরিয়ে পড়েছে স্বাস্থ্যব্যবস্থার কঙ্কালসার চেহারা। বিশদ

23rd  April, 2021
কেন্দ্র-রাজ্য যথার্থ সমন্বয় জরুরি

ভারতে করোনার বিপর্যয়ের এক বছর পূর্ণ হয়ে গিয়েছে। এখন চলছে সেকেন্ড ওয়েভ। ফার্স্ট ওয়েভের মোকাবিলা করার সময়েই সারা পৃথিবী বুঝে গিয়েছিল এই আপদ সহজে বিদায় হওয়ার নয়। নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সবার জন্য কার্যকরী ভ্যাকসিনই আপাতত বাঁচার রাস্তা। বিশদ

22nd  April, 2021
কেন্দ্রের ঘুম ভাঙবে?

মাঝখানে কয়েক মাস ভাটার টান ছিল। কিন্তু করোনা বিপর্যয় এখন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। কোভিডের দ্বিতীয় ঢেউ অনেক কম সময়ে, অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে, বিশেষত শহরাঞ্চলে। অথচ এই মারণ সংক্রমণ মোকাবিলা করার জন্য যে পরিমাণ অক্সিজেন, ওষুধ প্রভৃতি প্রয়োজন তা নেই। বিশদ

20th  April, 2021
ভারতেশ্বরের অগ্রাধিকার বোধ 

দেশ ডুবছে। ফের ডুবছে। দেশের কাণ্ডারী ব্যস্ত দলীয় রাজনীতি, ভোটের রাজনীতি নিয়ে। ঠিক এই চেহারাতেই দেশবাসী দেখতে পেল নরেন্দ্র মোদিকে। করোনার দ্বিতীয় দফার ঢেউ আছড়ে পড়েছে প্রায় সারা দেশে।  
বিশদ

19th  April, 2021
নিজ ভূমে পরবাসী!

ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। অনেকটা সেরকমই। ছিল ভোটার, ভোটদানের পর হয়ে গেল ‘ডি ভোটার’। অর্থাৎ ডাউটফুল ভোটার। অসমে ভোট পর্ব মিটতেই এমন বহু হিন্দু বাঙালি আশ্চর্যজনকভাবে ‘ডি’ ভোটার হয়ে গেলেন! আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাঁরা ‘সন্দেহভাজন’ ভোটারের তালিকাভুক্ত! বিশদ

18th  April, 2021
কাকস্য পরিবেদনা

বাংলায় আছে ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার নির্বাচন একদিনে করাতে গেলে দরকার ২,৪৬১ কোম্পানি বাহিনী। রাজ্যের নির্বাচনে প্রতিটি বুথে পাহারার জন্য এই সংখ্যক বাহিনী পাওয়া যাবে না বলে তিনদফার ভোট একদিনে করা নাকি সম্ভব নয়। বিশদ

17th  April, 2021
টিকাকরণেও ব্যর্থ মোদিবাবু

এক বছরের বেশি হয়ে গেল, ভারতের উপর দিয়ে বয়ে যাচ্ছে করোনার ঢেউ। প্রথম দফার ঢেউ সামলে উঠতে না উঠতেই আছড়ে পড়েছে সেটা দ্বিতীয় দফায়। নয়া অবতারে অবতীর্ণ করোনার রক্তচক্ষু বেশ ভাবাচ্ছে। অবশ্য রাজনীতির ময়দান আর ধর্মীয় সমাবেশগুলি দেখে বোঝার উপায় নেই ভিতরে ঠিক কী চলছে। বিশদ

16th  April, 2021
একনজরে
প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে ওড়িশায়। সংক্রমণে রাশ টানতে এবার লকডাউনের পথে হাঁটল নবীন পট্টনায়েকের সরকার। আগামী ৫ মে বিকেল পাঁচটা থেকে ১৯ মে বুধবার ভোর ...

কৃষ্ণনগর ও রানাঘাট: পদ্ম ও জোড়াফুলে আড়াআড়ি বিভক্ত হল নদীয়া জেলা। রবিবার ভোটগণনায় জেলার উত্তরাংশে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র ছাড়া বাকি সব আসনেই জয়ী হল তৃণমূল। তবে রানাঘাটের আসনগুলিতে জয় পেল গেরুয়া শিবির। ...

লালগড়ের ঝিটকার জঙ্গলের স্মৃতি ফিরে এল নরেন্দ্রপুরে। সময়ের ব্যবধান ১৫ বছর। বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল সিআইডি’র বম্ব ডিজপোজাল স্কোয়াডের এক এএসআইয়ের। গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার নরেন্দ্রপুর থানার খেয়াদহ ২ নম্বর অঞ্চলে এই ঘটনা ঘটেছে। ...

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দূত’ হিসেবে ময়দান থেকে এবার রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন বিদেশ বসু। সেখানেও তিনি সফল। রবিবার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তিনি ১৭ হাজারের বেশি ভোটে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ক্লান্তি, প্রিয়জনের বিপথগামিতায় অশান্তি ও মানহানির আশঙ্কা, সাংসারিক ক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮০২ - শহর হিসেবে আত্মপ্রকাশ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির
১৮৩৯ - ভারতীয় শিল্পপতি ও টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জামশেদজী টাটার জন্ম
১৯১৩- ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘রাজা হরিশচন্দ্র’ মুক্তি পেল
১৯৩৯ - সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন
১৯৬৯- তৃতীয় রাষ্ট্রপতি ডক্টর জাকির হুসেনের মৃত্যু
১৯৮১- অভিনেত্রী নার্গিসের মৃত্যু
১৯৮৮ - কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব প্রেমেন্দ্র মিত্রর মৃত্যু
২০০৬- রাজনীতিবিদ প্রমোদ মহাজনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৩৪ টাকা ৭৫.০৫ টাকা
পাউন্ড ১০১.৭২ টাকা ১০৫.২২ টাকা
ইউরো ৮৮.৩০ টাকা ৯১.৫২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
01st  May, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৭,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৫,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৮,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৮,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
01st  May, 2021

দিন পঞ্জিকা

১৯ বৈশাখ, ১৪২৮, সোমবার, ৩ মে ২০২১। সপ্তমী ২১/২২ দিবা ১/৪০। উত্তরাষাঢ়া নক্ষত্র ৮/৮ দিবা ৮/২২। সূর্যোদয় ৫/৬/৪৯, সূর্যাস্ত ৬/০/১৩। অমৃতযোগ দিবা ৬/৫০ মধ্যে পুনঃ ১০/১৭ গতে ১২/৫২ মধ্যে। রাত্রি ৬/৪৫ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ১১/১১ গতে ২/৯ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৫ গতে ৫/৯ মধ্যে। বারবেলা ৬/৪৩ গতে ৮/২০ মধ্যে পুনঃ ২/৪৭ গতে ৪/২৪ মধ্যে। কালরাত্রি ১০/১০ গতে ১১/৩৩ মধ্যে। 
১৯ বৈশাখ, ১৪২৮, সোমবার, ৩ মে ২০২১। সপ্তমী রাত্রি ৬/৫১। উত্তরাষাঢ়া নক্ষত্র দিবা ১/৩০। সৃর্যোদয় ৫/৭, সূর্যাস্ত ৬/১। অমৃতযোগ দিবা ৬/৪৫ মধ্যে ও ১০/১৪ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৬/৫০ গতে ৯/০ মধ্যে ও ১১/১১ গতে ২/৫ মধ্যে। মাহেন্দ্রেযোগ দিবা ৩/২৮ গতে ৫/১৩ মধ্যে। কালবেলা ৬/৪৪ গতে ৮/২১ মধ্যে ও ২/৪৮ গতে ৪/২৫ মধ্যে। কালরাত্রি ১০/১১ গতে ১১/৩৪ মধ্যে। 
২০ রমজান। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিল নির্বাচন কমিশন

12:51:12 AM

আদর্শ আচরণ বিধি প্রত্যাহার করে নিল নির্বাচন কমিশন 

08:30:02 PM

নেপালে বন্ধ অভ্যন্তরীন বিমান পরিষেবা, ৬মে থেকে বন্ধ আন্তর্জাতিক উড়ানও  

07:43:23 PM

অসমে ভূমিকম্প, মাত্রা ৩.৭ 

07:18:07 PM

ব্যাহত হবে পানীয় জলের পরিষেবা, জানুন কবে
 

দক্ষিণ কলকাতা এবং সংযুক্ত কলকাতার একটা বড় অংশ জুড়ে জল ...বিশদ

06:48:53 PM

বদল হচ্ছে মেট্রোর সময়সূচি
 

আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা মেট্রোর পরিষেবা এবং সময়সূচী ফের বদল ...বিশদ

06:34:35 PM