Bartaman Patrika
সম্পাদকীয়
 

ব্যর্থ কৌশল ছাড়ুক পাকিস্তান

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক হল পর পর দু’দিন। মঙ্গলবার ও বুধবার। বুধবার সে-দেশের পার্লামেন্টের বিশেষ যৌথ অধিবেশনও ডাকা হয়। প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠক ও অধিবেশনের আলোচ্যসূচি ছিল কাশ্মীর। এনএসসি’ই পাকিস্তানের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি। শীর্ষ কূটনীতিক, সেনাকর্তা এবং গোয়েন্দা কর্তারা এই কমিটির সদস্য। জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা খারিজ হওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ভারত-নীতি কী হবে—এই দুই বৈঠকে সেটাই আলোচনা করা হয়েছে। পার্লামেন্টের বিশেষ যৌথ অধিবেশনেও কাশ্মীর বিষয়ে গরমাগরম প্রতিক্রিয়া দিয়েছেন নেতৃস্থানীয়রা। স্বাধীন সার্বভৌম ভারত তার অন্যতম এক অভ্যন্তরীণ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতেই গোঁসা হয়েছে পাকিস্তানের। পাকিস্তানের গোঁসা চীনকে ছাপিয়ে গিয়েছে। এনএসসি’র বৈঠকের পর পাকিস্তান এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভারতের সঙ্গে কূটনৈতিক এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে পাকিস্তান বহিষ্কারও করেছে। ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করার পাশাপাশি নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকেও তারা ফিরিয়ে নিচ্ছে। একইসঙ্গে কাশ্মীর নিয়ে ভারতের আজকের অবস্থানের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে তারা প্রতিবাদ ও প্রচার চালাবে বলে ঘোষণা করেছে।
বিমর্ষ ইমরান খান মঙ্গলবারই বিষয়টির প্রতি তাঁদের আন্তর্জাতিক মুরুব্বিদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ওইসঙ্গে তাঁর হুঁশিয়ারি ছিল, রাষ্ট্রসঙ্ঘের কাছে বিচার চাইবেন। বুধবার পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী আরও বেড়ে খেলেছেন। চৌধুরী সাহেব বলেছেন, ভারত তাঁদের মানসম্মান নিয়ে টানাটানি করছে। অতএব মৌখিক প্রতিবাদ কিংবা কূটনৈতিক সমাধানের রাস্তা তাঁর কাছে আর যথেষ্ট মনে হচ্ছে না। তিনি ভারতের সঙ্গে যুদ্ধই চান! একইসঙ্গে বলেছেন, আন্তর্জাতিক আদালতে মামলাও করবেন। পাকিস্তানের এই অবস্থান অবশ্য অভিনব বা অপ্রত্যাশিত নয়। তারা যে এটা করতে পারে তা অনুমেয়ই ছিল। কারণ, ভারত-বিরোধিতা ছাড়া পাকিস্তানের রাজনীতির আর কোনও সম্বল নেই। কিন্তু এবার তাদের প্রতিবাদ বিরোধিতার মধ্যে যুক্তির চেয়ে বিভ্রান্তি ও অসহায়তাই বেশি প্রকট হয়ে পড়ছে। চৌধুরী সাহেব উজিরে আজমের জিগরি দোস্ত হতে পারেন কিন্তু তিনি যে বড় কাঁচা দুর্বল আর বিভ্রান্ত তা বোঝাই যাচ্ছে। একদিকে বলছেন মামলা করবেন, অন্যদিকে বলেছেন যুদ্ধে যাবেন! দুটো তো একসঙ্গে হয় না। ভারতের বিরোধিতার মধ্য দিয়েই পাকিস্তানের জন্ম। সেই বিরোধিতাকে শত্রুতায় রূপান্তরিত করার পরিণাম কী, ভারত তা একাধিকবার টের পাইয়ে দিয়েছে—পাকিস্তানের অঙ্গহানি হয়েছে—একাত্তরে পূর্ব পাকিস্তান ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র’ নামে আত্মপ্রকাশ করেছে। তারপরেও বহুবার বহুভাবে ভারতের কাছে পর্যুদস্ত হয়েছে এবং হচ্ছে পাকিস্তান। চৌধুরী সাহেব এই নির্মম সত্যটি বিস্মৃত হয়েছেন।
বোঝাই যাচ্ছে, পাকিস্তানের অঙ্গারচরিত্র বদলাবার নয়। কাশ্মীর নিয়ে ভারতের ঐতিহাসিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পাকিস্তান বড় বেকায়দায় পড়ে গিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের সামাজিক এবং অর্থনৈতিক গুরুত্ব কোনোদিনই উল্লেখ করার মতো নয়। কাশ্মীরকে আঁকড়েই হতভাগ্য দেশটি আন্তর্জাতিক মানচিত্রে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে সাত দশক যাবৎ। মোদি সরকারের বিচক্ষণ সিদ্ধান্তে পাকিস্তানের সেই কৌশলের মস্তকে করাঘাত হয়েছে। তাই পাক নেতৃত্বের একাংশ বিভ্রান্তিকর অসার আস্ফালন করে চলেছেন। তার বড় কারণটি অবশ্য অর্থনৈতিক। অনুন্নয়ন আর তীব্র দারিদ্র্র্যের কারণে সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর উগ্র মৌলবাদের আরাধনাই পাকিস্তানের এত সর্বনাশের মূলে। গোড়ার গলদ ধামাচাপাই পড়ে রয়েছে। পিঠ বাঁচাতে আরও বেশি ভারত-বিরোধিতা এবং যুদ্ধের জিগির তোলা ছাড়া পাক নেতৃত্বের উপায় নেই। ইমরান খান শিক্ষিত মানুষ। তাঁর দেশের হাড়ির হাল তাঁর চেয়ে ভালো কম জনেই জানে। তিনি আরও জানেন, আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে আর কেউ সমীহ করে না। দেশটি নেহাতই দু-চারটি দেশের করুণার পাত্র। এবার অন্তত ভারতের নিতান্ত অভ্যন্তরীণ একটি বিষয়কে কেন্দ্র করে বাজার গরম করার পুরনো ও ব্যর্থ কৌশলটি তারা পরিত্যাগ করুক।
নতুবা, অভ্যন্তরের নিদারুণ অর্থনৈতিক ও সামাজিক সমস্যার ছায়া
পড়তে পারে পাকিস্তানে আজকের মানচিত্রে। পাক নেতৃত্বের অপরিণত আচরণ সম্পর্কে ভারতকেও সর্বতোভাবে সতর্ক থাকতে হবে।
09th  August, 2019
কড়া হাতে দমন 

স্মৃতি সতত সুখের হয় না। কিছু কিছু পুরনো স্মৃতি পীড়াদায়ক, উদ্বেগও বাড়ায়। সোমবারের ঘটনা সেরকমই একটা পুরনো স্মৃতিকে উস্কে দিল। মনে পড়ে যায় সেই দৃশ্যটি যেখানে প্রাণ বাঁচাতে পুলিসকে আশ্রয় নিতে হয়েছে টেবিলের নীচে।  বিশদ

জালনোট: মূল উপড়ানো দরকার 

সম্প্রতি লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী যে পরিসংখ্যান দিয়েছেন, তাতে নোটবাতিলের পর থেকে চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় জালনোট উদ্ধারের পরিমাণ ২ কোটি ৫৫ লক্ষ টাকা। 
বিশদ

13th  August, 2019
খট্টর-মন্তব্য এবং নারীসমাজ

 হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর একটি মন্তব্য করেছেন এবং তার সাফাইও দিয়েছেন। বিষয়বস্তু, ‘কাশ্মীরি বধূ’। ভাবটা খুব পরিষ্কার, সংবিধানের ৩৭০ ধারা কাশ্মীরের উপর আর কার্যকর না থাকায় এবার কাশ্মীর থেকেও ভারতের অন্য রাজ্য বা প্রদেশের পুরুষরা সুন্দরী বধূ নিয়ে আসতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে খুব মজাদার বিষয় বটে।
বিশদ

12th  August, 2019
ব্যালট বনাম প্রযুক্তি

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা স্পষ্ট জানিয়ে দিলেন, ব্যালটে ফিরে যাওয়ার কোনও প্রশ্নই নেই। কলকাতায় একটি অনুষ্ঠানে এসে তিনি এই কথা জানিয়েছেন। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করার পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার বুঝিয়ে দিয়েছেন, ভারত আর অতীতের দিকে ফিরে তাকাতে চায় না।
বিশদ

11th  August, 2019
ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত এবং মমতার লড়াই

 যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ। দিল্লির তখত-এ-তাউসের মর্মবাণী এই যে, এখান থেকে গোটা ভারতটাকে নিজের পায়ের তলায় দমিয়ে রাখ। যে বা যারা তার বিরোধিতায় যাবে, তাদের ছলে-বলে-কৌশলে জয় করো, অথবা নাম ও নিশান মিটিয়ে দাও।
বিশদ

10th  August, 2019
দার্জিলিং: এক অবান্তর প্রসঙ্গ

 কাশ্মীর সমস্যার সমাধানে মোদি সরকার প্রশংসনীয় পদক্ষেপ করতেই দেশাভ্যন্তরের অন্যকিছু অঞ্চল নিয়ে অবান্তর প্রশ্ন তুলতে শুরু করেছেন কেউ কেউ। সাত দশক যাবৎ জম্মু ও কাশ্মীর বিশেষ অধিকার ভোগ করেছে ভারতের সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারায়। আমরা জানি, ৫ আগস্ট ৩৭০ ধারা খারিজ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ভূখণ্ডের অঙ্গরাজ্যের তকমাও কেড়ে নেওয়া হয়েছে। বিশদ

08th  August, 2019
ঐতিহাসিক সাহসী পদক্ষেপ 

মোদি সরকার দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে একের পর এক সাহসী পদক্ষেপ করছে। স্বাধীন ভারতের ইতিহাসে যা ঐতিহাসিক সিদ্ধান্ত। অতীতের বিভিন্ন সরকারের তুলনায় এই সরকার যে অনেক বেশি আগ্রাসী এবং সক্রিয় তা রাজ্যসভায় বিল পাসের মাধ্যমে ৩৭০ ধারাটি খারিজ করে প্রমাণ করে দিল।  বিশদ

07th  August, 2019
বন্দুকবাজদের এই উগ্রপন্থা আমেরিকা আটকাবে কীভাবে

মার্কিন যুক্তরাষ্ট্র আজ যেন বন্দুকবাজদের এক আখড়া। প্রায়ই সেখানে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলি চলছে আর মৃত্যু হচ্ছে অসংখ্য নিরীহ মানুষের। যার মধ্যে রয়েছে বহু নিষ্পাপ শিশুও। কোনও দোষ ছিল না তাদের। আজ বন্দুকবাজদের নিয়ে মহা সঙ্কট মার্কিন যুক্তরাষ্ট্রে। মানসিক ক্লেদ এবং হিংসার বিষ অনুভূতি বয়ে নিয়ে চলেছে এই ঘাতকরা।
বিশদ

06th  August, 2019
ভূস্বর্গ পুনরায় ভয়ঙ্কর

 মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জঙ্গিদমনের যতই গল্প শুনিয়ে আসুন না কেন, ফের কাশ্মীর উপত্যকার মাটিতে সন্ত্রাস ছড়ানোর অভিযোগে বিদ্ধ তাঁর দেশ, পাকিস্তান। ফের একবার কাশ্মীরে পাকিস্তান সন্ত্রাস তৈরিতে মদত দেয়, এই তথ্য প্রমাণিত হল।
বিশদ

05th  August, 2019
 জঙ্গি তকমার আইন

ইউএপিএ সংশোধনী বিলটি রাজ্যসভায় পাশ হওয়া মাত্র বিরোধীরা সরব হয়েছে একটিই কারণ দেখিয়ে। তাদের দাবি, এর ফলে ভারতবাসীর মৌলিক অধিকার খর্ব হবে। প্রত্যেক মানুষের মত প্রকাশের অধিকার রয়েছে। আজ যদি কারও ভাবধারার প্রতি সহমত হওয়া বা সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট ফরওয়ার্ড করার জন্য একজন ভারতবাসীকে জঙ্গি তকমা পেতে হয়, তা মোটেই সংবিধানকে মান্যতা দেয় না।
বিশদ

04th  August, 2019
ব্যাধির উৎস শিকড়ে 

একটির পর একটি। তারপর আরও একটি। নারী নির্যাতনের যেন বিরাম নেই। একেকবার এক-একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় দেশ। কিছুদিন তর্ক-বিতর্ক চলে, রাজনৈতিক বেনিয়ারা মুনাফা তোলার চেষ্টা করে—তারপর আবার যে কে সেই।   বিশদ

03rd  August, 2019
নিঃসঙ্গ প্রবীণ ভাবনা প্রশংসনীয়

 রাজ্যের অন্যসকল অঞ্চলের তুলনায় কলকাতায় শিক্ষার হার বেশি। এখানকার উচ্চ শিক্ষিতদের একটি বড় অংশ দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই প্রভৃতি স্থানে কর্মরত। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এবং আরব ও ইউরোপের নানা দেশে গবেষণা, চাকরি অথবা বাণিজ্য সূত্রে বসবাস করেন। অনেকের পক্ষে বছরের পর বছর দেশে ফেরা সম্ভব হয় না। তাঁদের বৃদ্ধ বাবা-মা কলকাতা অথবা শহরতলির বাড়িতে বা ফ্ল্যাটে কার্যত নিঃসঙ্গ জীবনযাপন করেন। বিশদ

02nd  August, 2019
বৃদ্ধিযোগের ভালো-মন্দ

 পশ্চিমবঙ্গে হঠাৎ বৃদ্ধিযোগ। সরকারের রাজকোষের সঙ্গে প্রত্যক্ষ ও নানা ভাবে যুক্ত মানুষের পাওনাগণ্ডা অনেকখানি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। যেমন গত ২৫ জুলাই প্রাথমিক শিক্ষকদের বেতন একলাফে অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
বিশদ

01st  August, 2019
মানুষের কাছে চলো

বদলা নয় বদল চাই। বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৪ বছরের বাম জমানার রাজ্যপাট বদল করে তাঁর নেতৃত্বে এখন রাজ্যে সরকার চলছে। ২০২১ সালের নির্বাচনকে পাখির চোখ করে এবার তিনি বদল আনতে চাইছেন দলের অভ্যন্তরে। জননেত্রী তিনি। মর্মে মর্মে উপলব্ধি করেন জনসংযোগের গুরুত্ব।
বিশদ

31st  July, 2019
রেশন এবং ই-পস

 ইপিওস বা ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস। সংক্ষেপে বলা হয় ই-পস। ছোট্ট যন্ত্র। সরকারি বাসে যে যন্ত্রে টিকিট কাটা হয় বা বিভিন্ন বিক্রয় কেন্দ্রে যে যন্ত্রে ডেবিট বা ক্রেডিট কার্ড সোয়াইপ করা হয়, কতকটা সেরকম। অথচ এটি নিয়েই বিগত কয়েক বছর ধরে কেন্দ্র-রাজ্যের মধ্যে চূড়ান্ত টানাপোড়েন চলছে।
বিশদ

30th  July, 2019
কালো টাকা কত জানেই না কেন্দ্র

 প্রথমবার ক্ষমতায় আসার আগেই কালো টাকার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে সরব হয়েছিল মোদি সরকার। ২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল বিদেশে গচ্ছিত রাখা কালো টাকা দেশে ফিরিয়ে আনা।
বিশদ

29th  July, 2019
একনজরে
সংবাদদাতা রায়গঞ্জ: নানা অনিয়মের অভিযোগ তুলে উত্তর দিনাজপুর জেলাজুড়ে সমস্ত ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে আন্দোলনে নামছে কংগ্রেস। অভিযোগ, জেলা ও ব্লক স্তরের ভূমি সংস্কার দপ্তরগুলিতে নানা বেআইনি কাজ হচ্ছে। অনৈতিক ভাবে টাকা নিয়ে গরিব মানুষদের নামে থাকা জমি ...

বিএনএ, কৃষ্ণনগর: ঘূর্ণির শিল্পী সুবীর পাল ‘লিমকা বুক অব রেকডর্সে’ নাম তুলে ফেললেন। সুবীরবাবুর ঝুলিতে অনেক আগেই এসেছে রাষ্ট্রপতি পুরস্কার। একইসঙ্গে বৃহৎ মূর্তি(লার্জার দ্যান লাইফ) এবং ক্ষুদ্র ভাস্কর্য তৈরি করে তিনি ঠাঁই পেয়েছেন লিমকা বুকে। ভেঙে ফেলেছেন আগের রেকর্ডও। সম্প্রতি ...

নয়াদিল্লি, ১৩ আগস্ট (পিটিআই): উন্নাওয়ের নির্যাতিতা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ২০টি মামলা দায়ের হয়েছে উত্তরপ্রদেশে। মঙ্গলবার উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে সেই মামলাগুলির স্ট্যাটাস রিপোর্ট তলব করার ব্যাপারে অসম্মতি জানাল সুপ্রিম কোর্ট।  ...

 মুম্বই, ১৩ আগস্ট: স্বার্থের সংঘাতের অভিযোগ থেকে রেহাই পেলেন প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। তার ফলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ হতে তাঁর সামনে আর কোনও বাধা রইল না। প্রশাসক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের যে অভিযোগ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৪৭- পাকিস্তানের স্বাধীনতা দিবস
১৯৪৮- শেষ ইনিংসে শূন্য রানে আউট হলনে ডন ব্র্যাডম্যান
১৯৫৬- জার্মা নাট্যকার বের্টোল্ট ব্রেখটের মৃত্যু
২০১১- অভিনেতা শাম্মি কাপুরের মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.২৭ টাকা ৭১.৯৭ টাকা
পাউন্ড ৮৪.২৫ টাকা ৮৭.৩৭ টাকা
ইউরো ৭৮.০৭ টাকা ৮১.০৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৪৩০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৪৬০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,০০৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ শ্রাবণ ১৪২৬, ১৪ আগস্ট ২০১৯, বুধবার, চতুর্দশী ২৬/১৩ দিবা ৩/৪৬। উত্তরাষাঢ়া ০/৫ প্রাতঃ ৫/১৯। সূ উ ৫/১৬/৩৫, অ ৬/৬/১৬, অমৃতযোগ দিবা ৬/৫৮ মধ্যে পুনঃ ৯/৩৩ গতে ১১/১৫ মধ্যে পুনঃ ৩/৩২ গতে ৫/১৫ মধ্যে। রাত্রি ৬/৫২ গতে ৯/৬ মধ্যে পুনঃ ১/৩৩ গতে উদয়াবধি, বারবেলা ৮/২৯ গতে ১০/৫ মধ্যে পুনঃ ১১/৪২ গতে ১/১৮ মধ্যে, কালরাত্রি ২/২৯ গতে ৩/৫২ মধ্যে। 
২৮ শ্রাবণ ১৪২৬, ১৪ আগস্ট ২০১৯, বুধবার, চতুর্দশী ২৪/৩১/৩ দিবা ৩/৪/৩। উত্তরাষাঢ়ানক্ষত্র ২/১০/১৭ দিবা ৬/৭/৪৫, সূ উ ৫/১৫/৩৮, অ ৬/৮/৪২, অমৃতযোগ দিবা ৭/০ মধ্যে ও ৯/৩২ গতে ১১/১৪ মধ্যে ও ৩/২৮ গতে ৫/১০ মধ্যে এবং রাত্রি ৬/৪৬ গতে ৯/১ মধ্যে ও ১/৩২ গতে ৫/১৬ মধ্যে, বারবেলা ১১/৪২/১০ গতে ১/১৮/৪৮ মধ্যে, কালবেলা ৮/২৮/৫৪ গতে ১০/৫/৩২ মধ্যে, কালরাত্রি ২/২৮/৫৪ গতে ৩/৫২/১৬ মধ্যে। 
১২ জেলহজ্জ 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল হবে। বৃষ: কর্মপ্রার্থীদের কর্মলাভ হবে। মিথুন: ফাটকাতে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯৪৭- পাকিস্তানের স্বাধীনতা দিবস১৯৪৮- শেষ ইনিংসে শূন্য রানে আউট হলনে ...বিশদ

07:03:20 PM

তৃতীয় একদিনের ম্যাচ: বৃষ্টিতে ফের বন্ধ খেলা, ওয়েস্ট ইন্ডিজ ১৫৮/২(২২ওভার)  

09:25:56 PM

তৃতীয় একদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ ১৩১/২(১৫ওভার)  

08:44:01 PM

তৃতীয় একদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ ১১৪/০(১০ ওভার)  

08:19:26 PM

 আগামীকাল কম ট্রেন মেট্রোয়
আগামীকাল ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি থাকায় ...বিশদ

08:12:59 PM