Bartaman Patrika
সম্পাদকীয়
 

শব্দদানব সৃষ্টিতে আমাদের দায়

বায়ুদূষণ নিয়ে সারা দেশ জেরবার। শব্দদূষণও তাকে টেক্কা দেয়। শুধু কালীপুজো বা দীপাবলির দিনে নয়, বছরের আরও বিভিন্ন সময়ে নানা অছিলায় কিছু মানুষ বিকট আওয়াজের বন্দোবস্ত করে—বিনোদনের নামে অথবা অন্যকোনও হুজুগে। ওইসঙ্গে রয়েছে বহু গাড়ির বেলাগাম হর্ন এবং কিছু কারখানার তরফে শব্দোৎপাদনের বেপরোয়া কারবার। সব মিলিয়ে শব্দ আর ব্রহ্ম রূপে উপস্থিত হয় না আমাদের সামনে—সে এখন সাক্ষাৎ দানব—শব্দদানব! শব্দদানবের হাত থেকে মানুষকে বাঁচাতে সবার আগে সরব হয়েছেন পরিবেশকর্মীরা। তাঁদের লাগাতার আবেদন নিবেদন আন্দোলন আর আইনি লড়াই অবশেষে সরকারি প্রশাসনেরও টনক নড়িয়েছে। দেরিতে হলেও তা আশার কথাই বটে। গোড়াতেই সব সমাধান পাওয়া সম্ভব নয়। যদি পশ্চিমবঙ্গের কথা বলি তবে দেখব যে সরকার ধাপে ধাপেই এগতে চেয়েছে। সবার আগে তারা হাসপাতাল আর শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বিপন্মুক্ত রাখার কথা বিবেচনায় এনেছে। এগুলির প্রতিটিকে ঘিরে ১০০ মিটার পর্যন্ত এলাকাকে নিঃশব্দ এলাকা বা ‘সাইলেন্স জোন’ নামে চিহ্নিত করে দিয়েছে। ওইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে যে সাইলেন্স জোনের ভিতরে কোনও গাড়ি হর্ন বাজাতে পারবে না। এ নিয়ে সরকারের তরফে নানাভাবে প্রচার করা হয়েছে। মানুষকে সচেতন হতে বলা হয়েছে। তাও তো অনেক দিন হল। কিন্তু, বাস্তবে কতটা কী হয়েছে তার বিস্তারিতে যাওয়া আর আবশ্যক নয়—শুধু কান খোলা রাখলেই উপলব্ধি মর্মে মর্মে!
সম্প্রতি প্রকাশিত কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে আমাদের এই অসহায়তারই হুবহু প্রতিফলন ঘটেছে। রিপোর্টটি অবশ্য ২০১৭ সালের সমীক্ষার ভিত্তিতে রচনা। কলকাতাসহ সাতটি মেট্রোপলিটন শহরের ১৭টি ‘সাইলেন্স জোন’-এর শব্দমাত্রার পর্যালোচনা তারা করেছে। রিপোর্টে প্রকাশ—প্রতিটি জায়গাতেই সারা বছরের গড় শব্দমাত্রা সহনশীল মাত্রার তুলনায় অনেকটাই বেশি ছিল। দিনের বেলা কোনও জোন এই প্রশ্নে পাশ করেনি। তবে, রাতের বিচারে ১৭টির মধ্যে একটি মাত্র জোনের শব্দমাত্রা সহনশীলতার ভিতরে ছিল—সেটি বেঙ্গালুরুর। কলকাতার দুটি হাসপাতাল চত্বরকে এই ১৭টি সাইলেন্স জোনের মধ্যে রাখা হয়েছে। বলা বাহুল্য, সেই দুটির কোনোটিই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এই ধরনের সাইলেন্স জোনের বাইরে কেন্দ্রীয় সংস্থাটি পর্যালোচনা করেছিল গুরুত্বপূর্ণ কিছু বসতি এলাকাকেও। মোট ১৬টি বসতি এলাকার পর্যালোচনাতেও উঠে এসেছে একইরকম হতাশাজনক ছবি। দুর্ভাগ্য যে, তার মধ্যে কলকাতার বসতি এলাকার শব্দমাত্রা অত্যন্ত খারাপ। কলকাতার তিনটি বসতি এলাকাকে বিচারের মধ্যে রাখা হয়ছিল। কী দিন, কী রাত—দুটি ক্ষেত্রের কোনোটিতেই কলকাতার বসতি এলাকাকে সহনশীল শব্দমাত্রার মধ্যে খুঁজে পাওয়া যায়নি। আশার কথা কিছুটা শুনিয়েছে বেঙ্গালুরু এবং লখনউ। দিনের বেলায় ওই দুটি নগরীর একটি করে বসতি এলাকার শব্দমাত্রা সহনশীলতার মধ্যে ছিল। মুম্বই, দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, লখনউ প্রভৃতি মহানগরীর মোট ২৫টি বাণিজ্য এলাকার শব্দমাত্রা পর্যালোচনার কথাও রিপোর্টে স্থান পেয়েছে। এইসব এলাকায় সাধারণভাবেই শব্দমাত্রা বেশি থাকে। সেই নিরিখে এইসব স্থানে শব্দমাত্রা যা দেখা গিয়েছে তা সহনশীলতার কিছু বেশি হলেও মারাত্মক নয়। ১৩টি এলাকায় দিবাভাগে বেশি এবং ২০টি এলাকায় রাতের বেলা বেশি ছিল। অন্যদিকে, ১২টি শিল্পাঞ্চলেরও শব্দ পরিমাপ করা হয়। তার মধ্যে দুটিমাত্র শিল্পাঞ্চলের শব্দমাত্রা দিনের বেলা স্বাভাবিকের থেকে বেশি চিহ্নিত হয়েছিল। সংখ্যাটি রাতের নিরিখে তিন। তাই, বাণিজ্য এবং শিল্পাঞ্চলের খবরটি তুলনামূলকভাবে স্বস্তিদায়ক।
সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে বসতি এবং সাইলেন্স জোনের দুঃসংবাদ। আরও একটি অপ্রকাশিত সত্য এই যে—সরকারি সমীক্ষা রিপোর্টের পরিসরটি সীমাবদ্ধ এবং ক্ষুদ্র। এই উদ্বেগের শরিক তাই সারা দেশই বলা যায়। দিকে দিকে শব্দ মাপার যন্ত্র বসানো এবং কঠিন কঠোর শাস্তিদানের ব্যবস্থা করাই যথেষ্ট নয়। আসল দরকার হল আত্মসচেতনতা। বুঝতে হবে আমরা নিজেরা নিজেদেরকে ভালোবাসি কি না। আমরা আমাদের পরিবার পরিজন প্রতিবেশীকে ভালোবাসি কি না। এসব প্রশ্নের উত্তর ইতিবাচক হলে আমাদের সকলকেই সতর্ক পদক্ষেপ করতে হবে এবং এখন থেকেই। নতুবা, আমরা কিন্তু নিজ দায়িত্বে নিজেদেরকেই শেষ করে চলেছি। আত্মঘাতী যাপনের এই পথ থেকে এখনই সরে আসতে হবে
আমাদের। কাজটা কে কবে শুরু করবেন তাই দেখে অনুপ্রাণিত হওয়ার বিলাসিতা আমরা নাই-বা করলাম! আসুন, সবাই মিলে একসঙ্গে বাঁচার পথে ফিরে আসি এবং এখনই।
26th  March, 2019
রাজনীতি থেকেও একটা সময়ে অবসর নিতেই হয়

যে কোনও ক্ষেত্রে একটা প্রজন্ম আসে, আবার সেই প্রজন্ম চলে যায়। এ হল প্রকৃতির নিয়ম। আজকে যাকে দেখে বলা যায়, ‘ওরে সবুজ ওরে আমার কাঁচা’, কালকেই তার হয় বার্ধক্যে পদার্পণ। কালের নিয়মেই চলছে প্রজন্মের এই যাত্রা। একে মেনে নিতে হয়। নাহলে যন্ত্রণা অবধারিত। গোপন রক্তক্ষরণে বেলাশেষের পথ আকীর্ণ হয়ে ওঠে। তাই বাস্তবকে মেনে নিতে হয়।
বিশদ

জাল নোট দুশ্চিন্তা বাড়াচ্ছে

 জাল নোট ক্রমশ সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। শুধু এই রাজ্যেই নয় বিভিন্ন হাত ঘুরে নকল নোট দেশের অন্যত্র ছড়িয়ে পড়ছে। নোটবন্দির পর ভাবা হয়েছিল জাল নোটের রমরমা এবার বোধহয় বন্ধ করা গেল। কিন্তু, সব আশা ভুল প্রমাণ করে নোটবন্দির পর মাত্র কয়েক মাসের মধ্যেই নতুন ২০০০ টাকার জাল নোটের হদিশ মিলল।
বিশদ

27th  March, 2019
পশ্চিমবঙ্গের আলু চাষিদের
জন্য খানিক স্বস্তির খবর 

মাত্র মাসখানেক আগেই রাজ্যের আলু চাষি ও আলু ব্যবসায়ীদের একাংশের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছিল। নতুন মরশুমের আলু ওঠার সময় হলে এল, অথচ রাজ্যের হিমঘরগুলিতে তখনও বিপুল পরিমাণ আলু মজুত রয়ে গিয়েছে।  বিশদ

25th  March, 2019
রাজনৈতিক সন্ন্যাস

 আসন্ন লোকসভা নির্বাচনে গান্ধীনগর থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। খবরটা এখানে নয়। বরং অমিত শাহ যাঁর স্থলাভিষিক্ত হলেন, খবর সেই নামটা—লালকৃষ্ণ আদবানি।
বিশদ

24th  March, 2019
ফেরারদের ফেরাতেই হবে 

লন্ডনে গ্রেপ্তার করা হল নীরব মোদিকে। তাঁকে গ্রেপ্তার করেছে বিখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ড। তাঁর জামিনের আবেদনও নাকচ হয়ে গেল। ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ২৯ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে নীরব মোদিকে ভারতে ফিরিয়ে আনার সম্ভাবনা খানিকটা উজ্জ্বল হল বলে অনেকে মনে করছেন। 
বিশদ

23rd  March, 2019
কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত

বছরে দু’লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদির এনডিএ। পাঁচ বছর পর বিরোধীরা অভিযোগ তুলেছে, অন্য অনেক প্রতিশ্রুতির মতোই বেকারদের চাকরি দেওয়ার ব্যাপারে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন মোদি। তাঁর আমলে বরং বহু মানুষ কাজ হারিয়েছেন।
বিশদ

21st  March, 2019
মধুচন্দ্রিমা কি শেষ হল?

 একসময় ছিল সাপে-নেউলে সম্পর্ক। ফিরে যেতে হয় বাহাত্তর-সাতাত্তর সালে। যখন অত্যাচারিত হচ্ছিল সিপিএম কর্মী সমর্থকরা। খুনোখুনির রাজনীতি। কংগ্রেস জমানার সেই অত্যাচারের প্রতিশোধ নেওয়া শুরু হল বাম জমানায়। শুধুমাত্র কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছে বলে সন্দেহবশত হাত কেটে নেওয়া হল ভোটারের।
বিশদ

20th  March, 2019
মাসুদ আজহারকে রুখতে চীনের শুভবুদ্ধি দরকার 

সারা বিশ্ব যখন পাকিস্তানে বসবাসকারী মাসুদ আজহারের গায়ে আন্তর্জাতিক জঙ্গি তকমা সাঁটিয়ে দিতে তৎপর, তখন সেই প্রক্রিয়ার পথ আটকে দাঁড়িয়েছে চীন। এবারও চীন জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে বাঁচিয়ে দিল। বারবার চারবার। এর আগে তিনবার চীনের প্রাচীরে বাধা পেয়ে ব্যর্থ হয়েছিল সব প্রচেষ্টা। এবার অন্তত আশা ছিল, চীন নরম হবে। 
বিশদ

19th  March, 2019
পশ্চিমবঙ্গের ৭৯ হাজার
বুথই অতি স্পর্শকাতর! 

গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও লোকসভা ভোটের দামামা বেজে উঠেছে। নির্বাচন কমিশন এবার এরাজ্যের ৪২টি আসনের জন্য মোট সাত দফায় ভোটগ্রহণের নিদান দিয়েছে। ইতিমধ্যে কেবল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসই সবক’টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করতে পেরেছে।  বিশদ

18th  March, 2019
সেলেব ভোট 

পাঁচ বছর আগে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্র থেকে দীপক অধিকারী বা বহুল পরিচিত দেবের নামটি তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা হতেই একটা বিস্ময়ের হাওয়া বয়ে গিয়েছিল। পড়তি সময়ে যখন সিনেমার জগতে আমদানির উপায় ক্ষীণ হয়ে আসে, তখন না হয় বোঝা যায়।  
বিশদ

17th  March, 2019
মাসুদ: চীনকেও ভুগতে হবে 

সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান কামর জাভেদ বাজওয়া দাবি করেছেন, সে-দেশে জয়েশ-ই-মহম্মদ নামে কোনও সংগঠনের অস্তিত্ব নেই! আর চীন সরকার মনে করে, জয়েশ-প্রধান মাসুদ আজহার কোনও ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ নয়! ভারতের দাবি মেনে মাসুদকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তকমা দিতে তৎপর রাষ্ট্রসঙ্ঘ।  বিশদ

16th  March, 2019
কতই রঙ্গ দেখি দুনিয়ায়

 গিরিশচন্দ্র ঘোষের ‘প্রফুল্ল’ নাটকের যোগেশ যেমন বলেছিলেন, ‘আমার সাজানো বাগান শুকিয়ে গেল’। আজ হয়তো ‘কাকাবাবু’ মুজফফর আহমেদ বেঁচে থাকলেও সেই সংলাপেরই প্রতিধ্বনি শোনা যেত। সমাজতান্ত্রিক ও সাম্যবাদী আন্দোলন যাঁদের হাত ধরে ভারতে ঢুকেছিল, সেই বৈপ্লবিক নেতারা আজকের সিপিএমকে দেখলে কী বলতেন, আর কী করতেন, তা নিয়ে কল্পিত আলোচনা ছেড়ে দিলেও বোঝা যায়, ক্ষমতার বৃত্ত থেকে বেরিয়ে যাওয়ার পর সিপিএমের এত করুণ দশা বোধহয় দেশ এর আগে দেখেনি।
বিশদ

15th  March, 2019
নারীর ক্ষমতায়নে বড় পদক্ষেপ

বছর বছর ঘটা করে নারী দিবস পালিত হয়। ভারতীয় সমাজে নারীর সম্মানের পরম্পরা নিয়ে গালভরা ভাষণও শোনাতে আমরা পারংগম। কিন্তু, বাস্তবে নারীর অবস্থাটা যে কী তা বুঝতে গবেষণার প্রয়োজন বাহুল্য। আমাদের পরিবার থেকে প্রতিবেশ পর্যন্ত নজর করলেই তা স্পষ্ট হয়।
বিশদ

14th  March, 2019
নোটবন্দি পিছু ছাড়ছে না 

যখন যারা সরকারে থাকে তখন তাদের গৃহীত সিদ্ধান্তগুলি দেশের স্বার্থে ও দেশবাসীর কল্যাণে নেওয়া বলেই দাবি করতে থাকে। বহু মানুষ তা বিশ্বাসও করেন। নোটবন্দি হল নরেন্দ্র মোদি সরকারের নেওয়া এমনই একটি সিদ্ধান্ত।  বিশদ

13th  March, 2019
মানি পাওয়ার বন্ধ হোক

নির্বাচনে টাকার খেলা নতুন নয়। ভোটপর্ব শুরু হওয়ার আগে বিরোধী পক্ষকে দলে টানা থেকে এর সূত্রপাত। ভোটের মুখে অনেক ক্ষেত্রে খুল্লামখুল্লা টাকাপয়সার লেনদেন চলে। যা আখেরে নিজেদের ভোট ব্যাঙ্ক ভরানোরই কৌশল।
বিশদ

12th  March, 2019
নীরব মোদিকে অবিলম্বে
দেশে ফিরিয়ে আনা হোক 

নীরব মোদি। ভারতে চলতি মোদি জমানায় একটি বহুল আলোচিত নাম। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় সাড়ে তেরো হাজার কোটি টাকা মেরে দিয়ে দেশ ছেড়ে পালানোর অভিযোগ রয়েছে নীরবের নামে। বেপাত্তা নীরব মোদিকে ফেরার ঘোষণা করা হয়েছিল। তাঁর নামে রেড কর্নার নোটিশ জারি হয়েছিল। নীরবের মামা মেহুল চোকসির বিরুদ্ধেও একইরকম অভিযোগ। তিনিও হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে বিদেশে পালিয়েছেন বলে অভিযোগ।  বিশদ

11th  March, 2019
একনজরে
বিএনএ, রায়গঞ্জ: গত পাঁচ বছরে জেলার উন্নয়নে কী কী কাজ করেছেন তার ফিরিস্তি নিয়ে দোরে দোরে ঘুরছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম সংসদ সদস্য মহম্মদ সেলিম। এদিকে বিরোধীরা আওয়াজ তুলেছে, সংসদ সদস্য তেমন কোনও উল্লেখযোগ্য কাজই করেননি। সৎসাহস থাকলে সেনিয়ে শ্বেতপত্র ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার আরও দু’টি শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক। একটি গুরুগ্রামে,অন্যটি বর্ধমানে। চলতি মাসের মধ্যেই আরও ছ’টি নতুন শাখার উদ্বোধন করতে চলেছে তারা। সেই তালিকায় আছে লখনউ, রাইপুর এবং কলকাতাও। এরফলে বন্ধন ব্যাঙ্কের মোট শাখার সংখ্যা দাঁড়াবে ৯৮৬। ...

কোপেনহেগেন, ২৭ মার্চ (এপি): সুইডেনে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণে গুরুতর জখম হলেন পাঁচজন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গাড়ি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে স্টকহোম শহরের উত্তরপশ্চিম প্রান্তের একটি শিল্পতালুকে। সুইডেন পুলিসের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ...

সংবাদদাতা, সিউড়ি: বুধবার সকালে সদাইপুর থানার ৬০ নম্বর জাতীয় সড়কে কচুজোড়ের কাছে ষাঁড়মারা জঙ্গল এলাকায় দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে দু’জন লরি চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় একজন জখম হয়েছেন। ঘটনার পর দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শরীর-স্বাস্থ্যের আকস্মিক অবনতি। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ, ব্যবসায় নতুন সুযোগ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২৬: ক্রিকেটার পলি উমরিগড়ের জন্ম
১৯৫৪: অভিনেত্রী মুনমুন সেনের জন্ম
১৯৭৫: অভিনেতা অক্ষয় খান্নার জন্ম
১৯৪১: কলকাতা থেকে মহানিষ্ক্রমণের পর নেতাজি সুভাষচন্দ্র বার্লিন পৌঁছালেন 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.১৮ টাকা ৬৯.৮৭ টাকা
পাউন্ড ৮৯.৩২ টাকা ৯২.৫৮ টাকা
ইউরো ৭৬.১৯ টাকা ৭৯.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৬২০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৪১৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৩ চৈত্র ১৪২৫, ২৮ মার্চ ২০১৯, বৃহস্পতিবার, অষ্টমী ৪২/২২ রাত্রি ১০/৩৪। মূলা ১১/২২ দিবা ১০/১০। সূ উ ৫/৩৭/৩৩, অ ৫/৪৬/৩১, অমৃতযোগ রাত্রি ১২/৫২ গতে ৩/১৩ মধ্যে, বারবেলা ২/৪৪ গতে অস্তাবধি, কালরাত্রি ১১/৪১ গতে ১/১১ মধ্যে।
১৩ চৈত্র ১৪২৫, ২৮ মার্চ ২০১৯, বৃহস্পতিবার, অষ্টমী রাত্রি ১/২৭/৫৯। মূলানক্ষত্র ১/২৩/৩০, সূ উ ৫/৩৭/৪৬, অ ৫/৪৫/৪৬, অমৃতযোগ রাত্রি ১২/৫২/৫৮ থেকে ৩/১৫/২২ মধ্যে, বারবেলা ৪/১৪/৪৬ থেকে ৫/৪৫/৪৬ মধ্যে, কালবেলা ২/৪৩/৪৬ থেকে ৪/১৪/৪৬ মধ্যে, কালরাত্রি ১১/৪১/৪৬ থেকে ১/১০/৪৬ মধ্যে। 
২০ রজব
এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। বৃষ: গুরুজনের স্বাস্থ্যোন্নতি। মিথুন: কর্মক্ষেত্রে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে

১৯২৬: ক্রিকেটার পলি উমরিগড়ের জন্ম১৯৫৪: অভিনেত্রী মুনমুন সেনের জন্ম১৯৭৫: অভিনেতা ...বিশদ

07:03:20 PM

জয়ের জন্য কোহলিদের ১৮৮ রানের টার্গেট দিল মুম্বই

09:52:00 PM

মুম্বই ইন্ডিয়ান্স: ৮২/১ (১০ ওভার) 

08:51:11 PM

বাবুল সুপ্রিয়কে তাঁর গানের কথা বদল করতে নির্দেশ নির্বাচন কমিশনের 

06:17:18 PM

বিতর্কের জেরে এ রাজ্য থেকে সরানো হল কেকেশর্মাকে
বিতর্কের জেরে এ রাজ্য থেকে সরানো হল কেকে শর্মাকে। পশ্চিমবঙ্গ ...বিশদ

06:14:00 PM