Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

৫ পুরসভায় স্বাভাবিকের পথে বিদ্যুৎ
পরিষেবা, গ্রামে যুদ্ধকালীন তৎপরতা 

শ্রীকান্ত পড়্যা, তমলুক: উম-পুন বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর জেলার পাঁচ পুরসভা এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার পথে। একমাত্র হলদিয়া পুরসভার কিছু জায়গা এখনও বিদ্যুৎহীন। বাকি চার পুরসভা এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে উঠেছে। এবার গ্রামীণ এলাকায় বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে ঝাঁপাচ্ছে বিদ্যুৎ বণ্টন সংস্থা। সংস্থার আড়াই হাজারের বেশি কর্মী ওই কাজ করছেন। পূর্ব মেদিনীপুরের সমস্ত ঠিকাদার এজেন্সি ছাড়াও বিপদের সময়ে পশ্চিম মেদিনীপুর জেলার চারটি এজেন্সি ঝাঁপিয়ে পড়েছে। এছাড়াও দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ জ্যোতি যোজনায় পূর্ব মেদিনীপুরে কর্মরত প্রায় ২০০ জনকে বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলার কাজে লাগানো হয়েছে।
ডব্লুবিএসইডিসিএলের তমলুকের রিজিওনাল ম্যানেজার শ্যামল হাজরা বলেন, প্রায় ১৫হাজার খুঁটি জেলায় চলে এসেছে। আমরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছি। পুরসভা এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার মুখে। এবার গ্রামীণ এলাকায় জোর দেওয়া হচ্ছে।
গত ২০মে উম-পুনের তাণ্ডবের পর থেকেই খেজুরি একেবারে বিদ্যুৎহীন। খেজুরি-১ ও ২ব্লকের দু’টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বিডিও অফিস, থানা প্রাঙ্গণ এখনও বিদ্যুৎহীন। আপাতত জেনারেটরই ভরসা। একই অবস্থা নন্দীগ্রামেও। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল, বিডিও অফিস, থানা চত্বর এবং টেঙ্গুয়ার আংশিক এলাকা ছাড়া গোটা নন্দীগ্রাম বিদ্যুৎহীন। কাঁথি-১ ও দেশপ্রাণ ব্লকেও বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। কোলাঘাট, গোপালনগর সাপ্লাই এলাকায় পরিষেবা স্বাভাবিক হওয়ার পথে। প্রতাপপুর সাপ্লাই এলাকায় কিছু এলাকা ছাড়া সর্বত্র বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার পথে। হলদিয়ার চৈতন্যপুর, বাসুদেবপুর, দেভোগ, ডিঘাসিপুর, বড়বাড়ি, শোভারামপুর এলাকা এখনও বিদ্যুৎহীন রয়েছে।
পটাশপুর এবং ভগবানপুর ব্লকের বিস্তীর্ণ এলাকাতেও বিদ্যুৎ বিপর্যয় অব্যাহত। গ্রামীণ এলাকায় বহু জায়গায় এখনও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। তমলুক, কাঁথি, এগরা এবং পাঁশকুড়া পুরসভা এলাকায় পরিষেবা সচল করা হয়েছে। হলদিয়ায় ৫০ শতাংশ এলাকায় বিদুৎ পরিষেবা স্বাভাবিক। আগামী ৪৮ঘণ্টার মধ্যে শিল্পশহরে সর্বত্র বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার টার্গেট নিয়েছে বণ্টন সংস্থা।
তবে, উপকূল বরাবর রামনগর, কাঁথি, খেজুরি এবং নন্দীগ্রামের অবস্থার কোনও পরিবর্তন হয়নি। খুঁটি ভেঙে পড়ায় এই মুহূর্তে বিপুল সংখ্যক ইলেক্ট্রিক পোস্টের প্রয়োজন। সংস্থার রিজিওনাল ম্যানেজারের দাবি, এখনও পর্যন্ত ১৫ হাজার খুঁটি চলে এসেছে। প্রায় আড়াই হাজার কর্মী কাজ করছেন। পুরসভা এলাকাকে স্বাভাবিক করার পর এবার লক্ষ্য গ্রামীণ এলাকা। তবে, নন্দীগ্রাম, খেজুরি এবং কাঁথির অনেক এলাকা এখনও বিদ্যুৎহীন। বিদ্যুৎ পরিষেবা না থাকায় বিস্তীর্ণ এলাকায় জলের সমস্যা হচ্ছে। এই মুহূর্তে পঞ্চায়েত ভিত্তিক জেনারেটর চালিয়ে জল সরবরাহ করা হচ্ছে। কিন্তু, অনেক জায়গায় জলের ট্যাঙ্ক উড়ে গিয়েছে। পিএইচই দপ্তর ৫০টি জেনারেটর ভাড়া করে জেলার বিভিন্ন প্রান্তে বসিয়েছে।
এদিকে পূর্ব মেদিনীপুর জেলার উম-পুন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারেন বলে জেলা প্রশাসনের কাছে ইঙ্গিত এসেছে। সেইমতো জেলাশাসক পার্থ ঘোষ হলদিয়ায় হেলিপ্যাড ভিজিট করে এসেছেন। দীঘায় প্রয়োজনীয় প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে। দপ্তর ভিত্তিক রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। সাইক্লোনের পর জেলায় ২লক্ষ ৫২হাজার বাড়ি ভেঙে পড়েছে বলে ব্লক প্রশাসন জেলাশাসকের অফিসে রিপোর্ট পাঠিয়েছিল। পরবর্তী সময়ে সেই সংখ্যাটা বেড়ে ৩লক্ষ ৩০হাজার হয়। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা চার লক্ষ পেরিয়ে গিয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 

১১ হাজার টেস্টের মধ্যে ৫
হাজার রিপোর্ট এখনও পেন্ডিং 

অলকাভ নিয়োগী, বর্ধমান: দেশের বিভিন্ন রাজ্য থেকে শয়ে শয়ে পরিযায়ী শ্রমিক জেলায় ফিরছেন। তার জেরে পূর্ব বর্ধমান জেলায় করোনা পরীক্ষার সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তিন সপ্তাহ আগেও গোটা জেলায় যেখানে করোনা পরীক্ষার সংখ্যা ৫০০ এর কম ছিল, সেখানে সেই সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গিয়েছে। কিন্তু, সবার রিপোর্ট না আসায় উদ্বেগ বাড়ছে।  বিশদ

হোম কোয়ারেন্টাইনে নজরদারিতে
প্রতি সংসদে ৫ জনের দল 

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমের বাড়িতে কাতারে কাতারে পরিযায়ী শ্রমিক ফিরছেন। জেলায় এখনও পর্যন্ত ভিনরাজ্য থেকে ব্যক্তিদের শরীরেই করোনা সংক্রমণের হদিশ মিলেছে। তাই তাঁদের ১৪দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সরকার।   বিশদ

রোগীদের হয়রানি কমাতে আউটডোরে
এক জায়গাতেই নেওয়া হবে রক্ত 

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রোগীদের হয়রানি কমাতে সিঙ্গল পিক সেন্টার-সহ অনলাইন ল্যবরেটরি ব্যবস্থা চালু করতে চলেছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল। লকডাউনের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে ইতিমধ্যেই ট্রায়াল রান শুরু করে দিয়েছে।   বিশদ

একদিনে বাইরে থেকে ফেরা তিনজন
আক্রান্ত হওয়ায় ভরতপুরে আতঙ্কিত বাসিন্দারা 

সংবাদদাতা, কান্দি: একইদিনে তিনজন পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় ভরতপুর-১ ব্লকের গড্ডা গ্রামে চরম আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা নেওয়া হলেও বাসিন্দারা নিজেরা সর্তক হচ্ছেন।  বিশদ

বীরভূমে অমীমাংসিত কয়েক হাজার রিপোর্ট,
দু’দিন নমুনা সংগ্রহ বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের 

সংবাদদাতা, রামপুরহাট: সংক্রমণ রোধে যত বেশি সংখ্যক নমুনা পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিল স্বাস্থ্যদপ্তর। সেইমতো বীরভূম জেলার সর্বত্র নমুনা সংগ্রহের উপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের।  বিশদ

চলতি অর্থবর্ষে বাংলা আবাস যোজনায়
বাড়ি পাচ্ছেন সাড়ে চার হাজার বাসিন্দা 

সুমন তেওয়ারি, আসানসোল: করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতির মধ্যেই চলতি অর্থবর্ষে বাংলা আবাস যোজনা প্রকল্পে প্রায় সাড়ে চার হাজার বাড়ি তৈরির অনুমোদন এসেছে পশ্চিম বর্ধমান জেলায়। ইতিমধ্যেই ব্লক ভিত্তিক টার্গেট বেঁধে দিয়ে উপভোক্তাদের রেজিস্ট্রেশনের কাজ শুরু করেছে প্রশাসন।   বিশদ

পূর্ব মেদিনীপুরে কাজ হারানো সাড়ে আট
হাজার মানুষকে হাজার টাকা করে দিল রাজ্য 

নিজস্ব প্রতিনিধি, তমলুক: লকডাউনে কাজ হারানো পূর্ব মেদিনীপুর জেলার সাড়ে আট হাজার মানুষকে প্রচেষ্টা প্রকল্পে মাথাপিছু ১০০০ টাকা দিল রাজ্য সরকার। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের জন্য ‘স্নেহের পরশ’ এবং কাজ হারানো দুঃস্থ মানুষদের জন্য ‘প্রচেষ্টা’ প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।   বিশদ

পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়াই প্রধান লক্ষ্য: সুব্রত 

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর, সংবাদদাতা, ঘাটাল, খড়্গপুর: পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করাই পঞ্চায়েত দপ্তরের প্রধান লক্ষ্য। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে জেলা প্রশাসনিক বৈঠকের পর রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় একথা বলেন।  
বিশদ

27th  May, 2020
মহারাষ্ট্র ফেরতরাই উদ্বেগ বাড়াচ্ছে জেলার
মুর্শিদাবাদে করোনা সংক্রামিত আরও ৯ 

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার আরও ন’জন করোনা আক্রান্ত হয়েছে। তাঁদের মধ্যে ছ’জন শক্তিপুর এলাকার বাসিন্দা। বাকি তিনজনের বাড়ি সাগরদিঘি থানা এলাকায়। তাঁরা সকলেই মহারাষ্ট্র থেকে ফিরেছেন। 
বিশদ

27th  May, 2020
ভলান্টিয়ারের হাত দিয়ে দুর্গতদের
হাতে সরাসরি ত্রাণ পাঠাচ্ছেন শুভেন্দু 

নিজস্ব প্রতিনিধি, তমলুক: মন্ত্রী শুভেন্দু অধিকারী উম-পুন বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর জেলার দুর্গতদের হাতে সরাসরি ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন। এই কাজ যাতে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য বিভিন্ন কলেজের ২০০ জন পড়ুয়াকে নিয়ে ভলান্টিয়ার টিম তৈরি করেছেন।  
বিশদ

27th  May, 2020
আরামবাগ
জ্বরের ওষুধ খেয়ে থার্মাল স্ক্রিনিংয়ের
লাইনে দাঁড়াচ্ছেন পরিযায়ী শ্রমিকরা 

সুদেব দাস, আরামবাগ: ভিন রাজ্য ফেরত পরিযায়ী শ্রমিকদের মধ্যে জ্বরের ওষুধ খেয়ে থার্মাল স্ক্রিনিংয়ের লাইনে দাঁড়ানোর প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিনই গড়ে এক হাজার পরিযায়ী শ্রমিক স্বাস্থ্য পরীক্ষা করাতে আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালের ফিভার ক্লিনিকে লম্বা লাইন দিচ্ছেন।  
বিশদ

27th  May, 2020
এখনও রিপোর্ট মেলেনি ২১৫৭ জনের
পূর্ব মেদিনীপুরে করোনা আক্রান্ত আরও তিনজন 

নিজস্ব প্রতিনিধি, তমলুক ও সংবাদদাতা, হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলায় আরও তিনজন করোনা আক্রান্ত হলেন। এই নিয়ে তিনদিনে জেলায় মোট ১৪জন করোনা আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে দু’জন হলদিয়া পুরসভা এবং একজন এগরা পুরসভা এলাকার বাসিন্দা। 
বিশদ

27th  May, 2020
এসবিএসটিসির টাউন সার্ভিস চালু আজ থেকে 

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আজ বুধবার থেকে চালু হচ্ছে এসবিএসটিসির বাস পরিষেবা। লকডাউনে রাস্তায় নেই বেসরকারি বাস, তাই এবার আসানসোল, দুর্গাপুর ও বর্ধমান শহরের বেশ কিছু রুটে টাউন সার্ভিসও চালু করছে সরকারি এই পরিবহণ সংস্থা।
বিশদ

27th  May, 2020
রানাঘাটে বাজার খোলা থাকলেও
জামাইষষ্ঠীর কেনাকাটা জমেনি 

সংবাদদাতা, রানাঘাট: রানাঘাট মহকুমার বিভিন্ন প্রান্তে বাজার খোলা থাকলেও জামাইষষ্ঠীর কেনাকাটায় ক্রেতার দেখা নেই। জামাইষষ্ঠীর আগে মঙ্গলবার জামা-কাপড়ের দোকানগুলি কার্যত ফাঁকাই থাকল। বাজারের পরিস্থিতি দেখে মিষ্টির দোকানদাররাও বেশি পরিমাণে দামি মিষ্টি তৈরির সাহস পাচ্ছেন না। 
বিশদ

27th  May, 2020

Pages: 12345

একনজরে
জয়পুর, ২৭ মে: দেশে করোনার সংক্রমণের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে পঙ্গপালের হানা। ইতিমধ্যে পশ্চিমের রাজ্যগুলিতে হানা দিতে শুরু করেছে পঙ্গপালের ঝাঁক। লকডাউনের মধ্যে নয়া ...

নয়াদিল্লি, ২৭ মে: বিভিন্ন হোটেলের শ্রেণিবিন্যাস ও অনুমোদনের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বর্ধিত করল পর্যটন মন্ত্রক। এই অনুমোদনের মেয়াদ থাকে পাঁচ বছর। মন্ত্রক জানিয়েছে, বর্তমানে আতিথেয়তা শিল্প একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এগচ্ছে। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে পঙ্গপালের হামলার কোনও সতর্কবার্তা এখনও জারি করেনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রক। কিন্তু, রাজ্য কৃষিদপ্তরের আধিকারিকরা বলছেন, উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলির তুলনায় অনেক ...

 নিউ ইয়র্ক, ২৭ মে: আবার মুখোমুখি মাইক টাইসন ও ইভান্ডার হোলিফিল্ড। চ্যারিটি লড়াইয়ে অংশ নেওয়ার জন্য প্রাক্তন দুই হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন অবসর ভেঙে রিংয়ে ফিরছেন। এই লড়াইয়ের দিন ঠিক হয়েছে ২৬ জুন। উল্লেখ্য, হোলিফিল্ডের বয়স এখন ৫৮ বছর। তাঁর থেকে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অত্যাধিক পরিশ্রমে শারীরিক দুর্বলতা। বাহন বিষয়ে সতর্কতা প্রয়োজন। সন্তানের বিদ্যা শিক্ষায় অগ্রগতি বিষয়ে সংশয় বৃদ্ধি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৪২ - লন্ডনে প্রথম ইনডোর সুইমিংপুল চালু
১৮৮৩- স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকারের জন্ম
১৯২৩- রাজনীতিক ও তেলুগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের জন্ম
২০১০- পশ্চিমবঙ্গে জ্ঞানশ্বেরী এক্সপ্রেস দুর্ঘটনায় অন্তত ১৪১জনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৮৯ টাকা ৭৬.৬১ টাকা
পাউন্ড ৯০.৮৮ টাকা ৯৪.১২ টাকা
ইউরো ৮১.২৯ টাকা ৮৪.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

১৪ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ষষ্ঠী ৪৬/১৯ রাত্রি ১১/২৮। পুষ্যা নক্ষত্র ৬/১৬ দিবা ৭/২৭। সূর্যোদয় ৪/৫৬/১৭, সূর্যাস্ত ৬/১১/২০। অমৃতযোগ দিবা ৩/৩১ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫৩ গতে ৯/২ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ২/৪ মধ্যে পুনঃ ৩/৩০ গতে উদয়াবধি। বারবেলা ২/৫২ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৪ মধ্যে।
১৪ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ষষ্ঠী রাত্রি ৮/৫৩। পুষ্যানক্ষত্র প্রাতঃ ৫/৩৫ পরে অশ্লেষানক্ষত্র শেষরাত্রি ৪/৪৫। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৩। অমৃতযোগ দিবা ৩/৪০ গতে ৬/১৩ মধ্যে এবং রাত্রি ৭/২ গতে ৯/১০ মধ্যে ও ১১/৫৮ গতে ২/৬ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। কালবেলা ২/৫৪ গতে ৬/১৩ মধ্যে। কালরাত্রি ১১/৩৫ গতে ১২/৫৫ মধ্যে।
৪ শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
১৭৪২ - লন্ডনে প্রথম ইনডোর সুইমিংপুল চালু১৮৮৩- স্বাধীনতা সংগ্রামী বিনায়ক ...বিশদ

07:03:20 PM

লকডাউন নিয়ে মতামত জানতে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 

10:24:41 PM

গুজরাতে করোনায় আক্রান্ত আরও ৩৬৭ জন, মোট আক্রান্তের সংখ্যা ১৫,৫৭২ 

09:18:00 PM

মহারাষ্ট্রে করোনা পজিটিভ আরও ২,৫৯৮ জন, মোট আক্রান্ত ৫৯,৫৪৬ 

08:49:48 PM

১৭ জুন শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ

08:41:00 PM

উম-পুন: সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে চিঠি ফিরহাদ হাকিমের 
উম-পুন উত্তর কলকাতায় দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ ...বিশদ

07:33:14 PM