Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

হুগলি নদীর তীরে মা-মেয়েকে
জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল 

বিএনএ, তমলুক: হলদিয়ার ঝিকুরখালিতে নির্জন হুগলি নদীর তীরে জ্যান্ত অবস্থায় মা ও মেয়েকে পুড়িয়েই খুন করা হয়েছিল। মৃতরা নিউ বারাকপুরের বাসিন্দা রমা দে(৪০) ও রিয়া দে(১৯)। ঘটনার ছ’দিনের মাথায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম রহস্যজনক ওই খুনের ঘটনার কিনারা করেছে। শনিবার দুপুরে ওই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হলদিয়া থানার দুর্গাচক কলোনি থেকে শেখ সাদ্দাম হোসেন এবং ঝিকুরখালি থেকে মঞ্জুর আলম মল্লিককে গ্রেপ্তার করা হয়। রবিবার তাদের হলদিয়া এসিজেএম কোর্টে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
সন্ধ্যায় পুলিস সুপার ইন্দিরা মুখোপাধ্যায় এনিয়ে সাংবাদিক বৈঠক করেন। এদিন সাংবাদিক বৈঠকে পুলিস সুপারের পাশাপাশি অতিরিক্ত পুলিস সুপার(হলদিয়া) পারিজাত বিশ্বাস এবং হলদিয়ার এসডিপিও তন্ময় মুখোপাধ্যায় ছিলেন। তাঁদের মাথায় রেখেই ১৩জনের স্পেশাল টিম গঠন করেছিলেন এসপি। আপাতত জোড়া খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটন হলেও বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করাই পুলিসের প্রধান কাজ। তাছাড়া খুনের মোটিভ এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করাই পুলিসের মূল লক্ষ্য।
হাড়হিম করা খুনের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে পুলিস সুপার বলেন, এধরনের ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠক যেন আর করতে না হয়। তিনি বলেন, জ্যান্ত অবস্থায় মা ও মেয়েকে খুন করা হয়েছিল। ১৮ফেব্রুয়ারি হলদিয়ার দুর্গাচক থানার ঝিকুরখালি এলাকায় হুগলি নদীর চরে দু’টি জ্বলন্ত দেহ পড়ে থাকার খবর পায় পুলিস। দেহ দু’টি ময়না তদন্ত করা হয়। প্রাথমিকভাবে চিকিৎসক জানান, দেহ দু’টি মহিলার। এরপর আমরা ১৩জনের একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করি। সেই টিমই তদন্ত চালায়। পাশাপাশি ফেসবুকেও এনিয়ে নজরদারি চলছিল। শনিবার মৃত দুই মহিলার পরিচয় সম্পর্কে আমরা জানতে পারি। মৃতরা সম্পর্কে মা ও মেয়ে। বাড়ি নিউ বারাকপুরে। আমাদের পুলিস অফিসাররা তাঁদের বাড়িতেও গিয়েছিলেন। ওই পরিবারের এক সদস্য এখানে এসেছেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, নিউ বারাকপুরের বছর উনিশের বাসিন্দা রিয়ার সঙ্গে হলদিয়ার দুর্গাচক কলোনির শেখ সাদ্দামের প্রণয়ের সম্পর্ক ছিল। রিয়া হলদিয়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। সাদ্দাম পেশায় একজন ঠিকাদার। পাশাপাশি শাসক দল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় রিয়ার মা রমাদেবী দিন কয়েক আগে হলদিয়ায় আসেন। সেই সম্পর্ক নিয়ে উভয়পক্ষের মধ্যে টানাপোড়েন চলার মধ্যেই গত ১৮তারিখ ভোরে মা ও মেয়েকে জ্যান্ত অবস্থায় নদীর পাড়ে পোড়ানো হয়েছে। তবে, তার আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না তানিয়ে অবশ্য পুলিস সুপার কিছু মন্তব্য করতে চাননি।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সাদ্দাম ওই খুনের ঘটনায় মঞ্জুর আলম মল্লিক সহ মোট চারজনের সাহায্য নিয়েছে। মঞ্জুর হলদিয়ার একটি কারখানার অস্থায়ী কর্মী। বাকি অভিযুক্তরা অবশ্য গা-ঢাকা দিয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিস। শনিবার দুপুরে দু’জনকে হলদিয়া থেকে পাকড়াও করা হয়। ঘটনার মূল অভিযুক্ত অবশ্য সাদ্দাম। সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি খুনের পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝিকরখালি নদীতট এলাকা অনেকটাই নির্জন। সেই সুযোগে মা এবং মেয়েকে সেখানে নিয়ে গিয়ে জ্যান্ত অবস্থাতেই পোড়ানো হয়েছে। ঘটনার তিনদিন পর পুলিসের পক্ষ থেকে অজ্ঞাত পরিচয় দু’জনের পরিচয় জানার জন্য কিছু বর্ণনা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। বিভিন্ন জেলার পুলিসের কাছেও এই মর্মে বার্তা পাঠানো হয়। তারপর অবশ্য ফেসবুকে নজরদারি চালানো হয়। বিশেষ করে মৃত দু’জনের ফেসবুক বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় এনিয়ে পোস্ট করতেই তা নজরে আসে জেলা পুলিসের। সেই সূত্রে খোঁজখবর চালাতেই নিউ বারাকপুরের বাসিন্দা ওই মা ও মেয়ের তথ্য পায় পুলিস।
১৮ফেব্রুয়ারি সকাল ৭টা নাগাদ দুর্গাচক থানার পুলিসের কাছে দু’জনের জ্বলন্ত দেহ পড়ে থাকার খবর এসেছিল। তখনও দু’জনের দেহ থেকে ধোঁয়া বের হচ্ছিল। সকালেই ওই খুনের ঘটনা ঘটানো হয়েছিল বলে পুলিস নিশ্চিত। সাদ্দামের সঙ্গে রিয়ার যোগাযোগ কীভাবে হয়েছিল এবং তাদের সম্পর্ক কতদিনের, মনোমালিন্যের কারণ সহ একাধিক প্রশ্ন খুঁজে বের করতে এবার তৎপর হয়েছে পুলিস। ধৃত সাদ্দাম হলদিয়া শিল্পাঞ্চল এলাকার পরিচিত মুখ। ওই ঘটনায় সেই যে মূল পাণ্ডা জানাজানি হওয়ার পর গোটা শিল্পশহরে হইচই পড়ে গিয়েছে। 
24th  February, 2020
রাধাষ্টমীতে ভাগীরথীতে স্নানে নেমে 
নিখোঁজ মেদিনীপুরের কলেজ পড়ুয়া

রাধাষ্টমী উৎসবের সকালে মায়াপুরে ঘুরতে এসে এক ছাত্র ভাগীরথীতে তলিয়ে গেলেন। শনিবার সকালে নবদ্বীপ মায়াপুরের শচীমায়ের ঘাটে ওই  ঘটনা ঘটেছে। রাত পর্যন্ত ওই ছাত্রের হদিশ মেলেনি। তাঁর খোঁজে জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিমের সদস্যরা নদীতে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি রোহিত কেমন
বিশদ

৩০ কুইন্টাল কয়লা সহ ছ’টি বাইক আটক, পালাল চালকরা

ধরপাকড়ের ভয়ে কিছুদিন বন্ধ থাকলেও ফের নতুন রুট দিয়ে রমরমিয়ে কয়লা পাচার চলছে বীরভূমে। পাশাপাশি পাচার বন্ধ করার জন্য চলছে পুলিসের অভিযানও।
বিশদ

রাজনগরে ৮০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে সৌর বিদ্যুৎ প্রকল্প

বীরভূমের রাজনগরে তৈরি হচ্ছে সৌর বিদ্যুৎ প্রকল্প। প্রায় ৮০ কোটি টাকা ব্যয় হবে এই প্রকল্পটির জন্য। রাজ্য বিদ্যুৎ নিগম অর্থাৎ ডবলিউবিএসইডিসিএলের উদ্যোগেই এই প্রকল্প তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে।
বিশদ

পূর্ব মেদিনীপুরে বাদ ১৭ জন মণ্ডল সভাপতি, বিজেপিতে বিদ্রোহ তুঙ্গে 

জেলা কমিটির পর এবার মণ্ডল কমিটিতেও ব্যাপক রদবদল ঘটাল বিজেপি। তমলুক সাংগঠনিক জেলার ৩৫টির মধ্যে ১৭টি মণ্ডলের সভাপতি পদে পরিবর্তন ঘটানো হয়েছে।
বিশদ

সাংসদ ও জেলা সভাপতির স্বেচ্ছাচারিতার 
প্রতিবাদ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির

 

কেন্দ্রীয় মন্ত্রী ও জেলা সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মীরা। শনিবার শালতোড়া ও বাঁকুড়ায় পৃথকভাবে বিজেপির কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হন। রাস্তায় সাংসদ সুভাষ সরকার ও জেলা সভাপতির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। লোকসভা নির্বাচনের আগে সুভাষবাবুর বিরুদ্ধে দলেরই কর্মীরা বারবার সরব হওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব।
বিশদ

সারেঙ্গার যুবকের দেহের খোঁজে নন্দকুমারে ফের তল্লাশি 

সারেঙ্গার যুবকের দেহের খোঁজে শনিবার আবারও নন্দকুমার থানার খঞ্চিতে নয়ানজুলিতে তল্লাশি চলল। ধৃত গোপালচন্দ্র জানা ও তার প্রণয়ী গোলাপকে নিয়ে সকালে বাঁকুড়া থেকে ১৬জনের পুলিসের টিম নন্দকুমারে আসে।
বিশদ

হাত ভেঙে দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

তৃণমূল কর্মীদের গায়ে হাত উঠলে সেই হাত ভেঙে দেওয়ার নিদান দিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি। শুক্রবার সন্ধ্যায় ঘাটালের মাটিতে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক শীতল কপাটকে তাঁর হুঁশিয়ারি, ইট মারলে যেমন পাটকেল খেতে হয়, তেমনই কোনও তৃণমূলকর্মীর
বিশদ

স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়িতে ধরনা স্বামীর
 

স্বামীর সঙ্গে সংসার করতে নারাজ স্ত্রী। বিবাহবিচ্ছেদ চেয়ে ফিরে গিয়েছেন বাপের বাড়িতে। স্ত্রীকে ফিরে পেতে শনিবার বিকেলে ধরনায় বসলেন স্বামী শুভাশিস দাস। দাসপুর থানার রামপুরে বাড়ি তাঁর। শুভাশিস এদিন ওই থানারই পলাশপাইতে তাঁর শ্বশুরবাড়ির ভিটের সামনে ধরনায় বসেন। স্বামীকে ধরনায় বসে থাকতে
বিশদ

মাহিনগর বাগদিপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল দ্রুত ফেরানোর দাবি

নেই পাকা ঘর। নেই পর্যাপ্ত জলের ব্যবস্থা। চারিদিকে অস্বাস্থ্যকর পরিবেশ। বৃষ্টি হলে ভাঙা আটচালা দিয়ে জল পড়ে। বাধ্য হয়ে তারমধ্যেই ক্লাস করতে হয় বাচ্চাদের। বর্ধমান-১ ব্লকের বাঘার-১ পঞ্চায়েতের মাহিনগর বাগদিপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই বেহাল অবস্থা নিয়ে অবিভাবকদের অভিযোগ দীর্ঘদিনের।
বিশদ

অজয়ে জলস্তর বাড়ায় জয়দেবের অস্থায়ী কজওয়ের একাংশ ভাঙল

শনিবার জয়দেবে অজয় নদের উপর থাকা অস্থায়ী কজওয়ের একাংশ জলের তোড়ে ভেঙে যায়। সেই সময় ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে মাঝখানে আটকে যায় একটি মালবাহী ডাম্পার।
বিশদ

দীঘা মোহনা সংলগ্ন খালে পলি পড়ে মজে যাওয়ায় সমস্যা, শীঘ্রই শুরু হবে ড্রেজিং

দীঘা মোহনা সংলগ্ন খালে পলি পড়ে মজে যাওয়ার সমস্যা দীর্ঘদিনের। মজে যাওয়া অংশ থেকে তৈরি চড়ায় ধাক্কা লেগে মাঝেমধ্যেই ক্ষতিগ্রস্ত হয় ট্রলার-লঞ্চ। এতে যথেষ্ট ক্ষতির মুখে পড়েন মৎস্যজীবী ও ট্রলার-লঞ্চ মালিকরা।
বিশদ

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে স্থায়ী সমিতি গঠন বিশবাঁও জলে

মহকুমার সমস্ত পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠিত হলেও চন্দ্রকোণা-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি এখনও গঠিত হল না। মৃলত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই স্থায়ী সমিতি গঠন ঝুলে রয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলের বক্তব্য
বিশদ

কেশিয়াড়িতে স্কুলের সভাপতি মনোনয়ন নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, বিক্ষোভ

কেশিয়াড়িতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির দায়িত্বভার হস্তান্তরের দিন স্থানীয় বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ অবস্থান তৃণমূলেরই একাংশের। ঘটনা কেশিয়াড়ি থানার নছিপুর আদিবাসী হাইস্কুলে। পরে পুলিস এসে সামাল দেয় পরিস্থিতি।
বিশদ

মেজিয়ায় জলের তোড়ে ভাসল ট্রাক্টর

জলের তোড়ে ভেসে গেল আস্ত একটি ট্রাক্টর। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চালক সহ চারজন। তাঁরা সাঁতরে পাড়ে ওঠেন। শনিবার সকালে মেজিয়ার রামচন্দ্রপুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। 
বিশদ

Pages: 12345

একনজরে
‘যে সে গাড়ি চালাই না। সিক্স সিরিজ ডিজেল ইঞ্জিন। তিন হাজার সিসির বিলাসবহুল অটোমেটিক গাড়ি। যার টপ স্পিড ২৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা।’ ...

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিজেদের দখলেই রাখল গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। ...

লা লিগায় মরশুমের প্রথম হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুখোমুখি মাদ্রিদের দুই ক্লাব। ঘরের মাঠে রিয়ালের বিরুদ্ধে লড়াইয়ে নামবে আতলেতিকো। লিগের প্রথম পাঁচটি ম্যাচ জিতে শীর্ষে কার্লো আনসেলোত্তি-ব্রিগেড। ...

রাতে বাড়ি থেকে আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছিল দু’বছরের থিয়া চেজ। কয়েক ঘণ্টা পর তার হদিশ মিলল বাড়ি থেকে তিন মাইল দূরের একটি জঙ্গলে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা। কাজকর্মে অগ্রগতি। সাহিত্য চর্চায় মানসিক প্রফুল্লতা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭২৬: ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়
১৭৮৯: যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা
১৭৮৯: মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট সৃষ্টি হয়
১৮৬১: ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ভিকাজী রুস্তম কামার জন্ম
১৯৩২: স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু
১৯৪৮: হোন্ডা মোটরস কোম্পানির প্রতিষ্ঠা
১৯৫০: ক্রিকেটার মহিন্দার অমরনাথের জন্ম
১৯৫৮: বিশিষ্ট অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জন্ম
২০০৭: পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-২০ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হল ভারত
২০২০: বাঙালি পরমাণু বিজ্ঞানী শেখর বসুর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.০৩ টাকা ৮৩.৭৭ টাকা
পাউন্ড ১০০.১২ টাকা ১০৩.৫২ টাকা
ইউরো ৮৬.৭৫ টাকা ৮৯.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
23rd  September, 2023
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫৯,৯০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৬,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৩,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৩,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ আশ্বিন ১৪৩০, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩। নবমী ১২/১৬ দিবা ১০/২৪। পূর্বাষাঢ়া নক্ষত্র ২০/৩১ দিবা ১/৪২। সূর্যোদয় ৫/২৯/১৭, সূর্যাস্ত ৫/২৮/৩৯। অমৃতযোগ দিবা ৬/১৬ গতে ৮/৪১ মধ্যে পুনঃ ১১/৫৪ গতে ৩/৫ মধ্যে। রাত্রি ৭/৫২ গতে ৯/২৯ মধ্যে পুনঃ ১১/৫৩ গতে ১/২৯ মধ্যে পুনঃ ২/১৭ গতে উদয়াবধি।   মাহেন্দ্রযোগ দিবা ৩/৫৩ গতে ৪/৪১ মধ্যে। বারবেলা ৯/৫৯ গতে ১২/৫৮ মধ্যে। কালরাত্রি ১২/৫৯ গতে ২/২৯ মধ্যে।
৬ আশ্বিন ১৪৩০, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩। নবমী প্রাতঃ ৫/৫২ পরে দশমী রাত্রি ৩/৪৯। পূর্বাষাঢ়া নক্ষত্র দিবা ১০/৩৬। সূর্যোদয় ৫/২৯, সূর্যাস্ত ৫/৩১। অমৃতযোগ দিবা ৬/২৩ গতে ৮/৪১ মধ্যে ও ১১/৪৫ গতে ২/৫০ মধ্যে এবং রাত্রি ৭/৩৮ গতে ৯/১৮ মধ্যে ও ১১/৫৭ গতে  ১/২৭ মধ্যে ও ২/১৭গতে ৫/২৯ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৩৬ গতে ৪/২২ মধ্যে। বারবেলা ১০/০ গতে ১/০ মধ্যে। কালরাত্রি ১/০ গতে ২/৩০ মধ্যে।
৮ রবিউল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
নাগপুরে বন্যার কবলে পড়ে মৃত ৪
মহারাষ্ট্রের নাগপুরে প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে। বন্যার ...বিশদ

10:20:25 AM

এশিয়ান গেমসে আরও পদক ভারতের ঝুলিতে
এশিয়ান গেমসে উল্লেখযোগ্য সাফল্য ভারতের। দিনের শুরুতেই রোয়িং ও শ্যুটিংয়ে ...বিশদ

10:06:44 AM

শহরে আবহাওয়ার হাল-চাল
আজও সকাল থেকেই শহরজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া ...বিশদ

09:58:47 AM

নরেন্দ্রপুরে ব্যবসায়ী খুনে গ্রেপ্তার আরও ১
নরেন্দ্রপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। ...বিশদ

09:52:13 AM

বাড়িতেই খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্যার মা
উত্তর ২৪ পরগনার দত্তপুকুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা দেবযানী ...বিশদ

09:51:06 AM

একলপ্তে ৯ বন্দে ভারত
আজ, রবিবার একলপ্তে ৯ বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ...বিশদ

09:39:34 AM