শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা। সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা ... বিশদ
সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘গোমূত্রের একাধিক ওষধি গুণ রয়েছে। এর মধ্যে জীবাণুনাশক ও হজমে সাহায্যকারী নানা উপাদান রয়েছে। তাই হজমের সমস্যা, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য সহ বহু রোগের নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এটি।’ এপ্রসঙ্গে এক সাধুর গল্প বলেন তিনি। জানান, প্রবল জ্বরে এক সাধু গোমূত্র পান করেন এবং পরে সুস্থ হয়ে ওঠেন। আইআইটি-র ডিরেক্টরের এহেন মন্তব্যে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরম। তাঁর কথায়, কামাকোটি আইআইটি-র ডিরেক্টর হয়ে এভাবে বিজ্ঞানের অপপ্রচার করছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়।