শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা। সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা ... বিশদ
চৌহাটা আদর্শ বিদ্যাপীঠে গত আট বছর ধরে সরস্বতী পুজো বন্ধ রয়েছে। বিদ্যাপীঠে পুজো চালুর দাবিতে এদিন সকাল ১১টায় স্কুলের সামনে পথ অবরোধে নামে পড়ুয়ারা। অবরুদ্ধ হয়ে পড়ে গোলঘাটা-হাড়োয়া রাস্তা। স্কুল পড়ুয়াদের প্রত্যেকের হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা, বন্ধ হওয়া বিদ্যাদেবীর পুজো ফের চালু করতে হবে। অবরোধ ঘিরে বিশৃঙ্খলা হতে পারে, এমন খবর পেয়েও পুলিস আসেনি বলে অভিযোগ।
বিকেল তিনটের পর পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। একদল অবরোধকারীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। কয়েকজন স্কুল পডুয়াকে মারধরও করা হয় বলে অভিযোগ। ভয়ে কচিকাঁচার দল পালিয়ে যায়। সন্ধ্যার দিকে একদল লোক সশস্ত্র অবস্থায় এসে চৌহাটা গ্রামের দু’টি বাড়িতে অগ্নিসংযোগ করে। ১৫টি বাড়িতে ভাঙচুর চালানো হয়।
বিদ্যাপীঠের একাদশ শ্রেণীর ছাত্র সোমনাথ বিশ্বাস বলেন, সরস্বতী পুজো চালুর দাবিতে আমাদের অবরোধ ছিল। একদল এসে ইটপাটকেল ছুঁড়ে অবরোধ তুলে দেয়। এরপর আমাদের বাড়িগুলিতে হামলা চালিয়েছে। ভাঙচুর, আগুন দিয়েছে। পুলিসকে প্রথম থেকে জানানোর পরেও আসেনি। প্রথম থেকে পুলিস এলাকায় থাকলে, এমন ঘটনা ঘটত না। বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হিমাংশুশেখর মণ্ডল বলেন, একটি ঘটনা ঘটার কারণে আট বছর আগে সরস্বতী পুজো বন্ধ হয়ে যায়। তারপর থেকে বন্ধই রয়েছে। পড়ুয়ারা আমাকে জানিয়েছে, পুজো চালুর জন্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা যা নির্দেশ দেবে, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।