পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
শুক্রবার নিউটাউন মেলা গ্রাউন্ডে সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, শিল্পমন্ত্রী শশী পাঁজা, পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, রাজ্য অর্থ কমিশনের চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদ্বী, পঞ্চায়েত সচিব পি উলগনাথন প্রমুখ। এই অনুষ্ঠানেই পরিসংখ্যান সহযোগে রাজ্যের এই সাফল্যের কথা তুলে ধরেন পঞ্চায়েত মন্ত্রী। তিনি জানান, এখনও পর্যন্ত এক লক্ষ ১৭ হাজার ৩৪৯ কোটি টাকার ঋণ প্রদান সুনিশ্চিত করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য। এদিন স্টার্ট আপ ভিলেজ এন্টারপ্রেনরশিপ প্রোগ্রামের মাধ্যমে শ্রেষ্ঠ স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও বেশি কাজের সুযোগ তৈরি করে দিতে ১০ কোটি টাকা মূল্যের একটি বিশেষ প্রকল্পেরও সূচনা হয়। প্রসঙ্গত গত অর্থবর্ষের তুলনায় রাজ্যের গোষ্ঠীগুলির ব্যবসা বেড়েছে প্রায় ৫০০ কোটি।
নিউটাউনে সরস মেলা চলবে দুই জানুয়ারি পর্যন্ত। যেখানে ২২টি রাজ্য থেকেই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা নিজেদের তৈরি সামগ্রী সাজিয়ে বসেছেন। আছে ফুড কোর্ট। এছাড়াও জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কলকাতার দেশবন্ধু পার্ক ও পার্ক সার্কাস ময়দানে সৃষ্টিশ্রী মেলার আয়োজন করেছে রাজ্য। দুর্গাপুর, মালদা, নদীয়া, পশ্চিম মেদিনীপুর এবং শিলিগুড়িতে আরও পাঁচটি মেলা হবে।