পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
সৌরভকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জেনেছেন, অভিযুক্ত মানিক তাকে সমস্ত নথি সরবরাহ করত। তার ভিত্তিতে সেই সমস্ত নথি বিভিন্ন পুরসভার পোর্টালে আপলোড করত। পরে সেখানে গিয়ে বার্থ সার্টিফিকেট সংগ্রহ করত বলে জানা যাচ্ছে। অভিযুক্ত মানিকের কাছ থেকে সৌরভ এর বিনিময়ে মোটা টাকা নিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সে কুড়িটির বেশি বার্থ সার্টিফিকেট বের করেছে। তবে সৌরভ সত্যি পোর্টালে নথি আপলোড করত, নাকি নিজেই জাল শংসাপত্র তৈরি করত— সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই কারণেই তার দেওয়া সার্টিফিকেট যাচাই করতে পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট বিভাগগুলিতে।
এই ঘটনা থেকেই অফিসারদের নজরে এসেছে সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে একটা বড় ফাঁক রয়েছে।