পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
সম্প্রতি টিটাগড় পুরসভা সংক্রান্ত একটি ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট বারাকপুর শিল্পাঞ্চলে ভাইরাল হয়েছে। যেখানে পুরসভার বিভিন্ন কাজকর্ম নিয়ে চেয়ারম্যানকে নিশানা করা হয়েছে। অভিযোগ, ফেসবুকের ওই অ্যাকাউন্টটি ভুয়ো এবং ওই ফেসবুক পেজে লাগাতারভাবে পুরসভার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। বিল্ডিং প্ল্যান পাশের জন্য টাকা নেওয়া নেওয়া সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে। এমনকী, চেয়ারম্যানের বিরুদ্ধেও কুৎসা করা হচ্ছে। চলছে ব্যক্তি আক্রমণ।
মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে আক্রমণের সুরে চেয়ারম্যান বলেন, ‘টিটাগড় কি আওয়াজ’ নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে কদর্য ভাষায় পুরসভার বিরুদ্ধে কুৎসা এবং অপপ্রচার করা হচ্ছে। বিজেপির কিছু লোক তৃণমূলে যোগ দিয়ে এমনটা করছে বলেও দাবি করেন তিনি। পুলিস কমিশনারকে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। ওই অ্যাকাউন্ট কে বা কারা খুলেছে, তা খতিয়ে দেখছে পুলিস। এনিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য বলেছেন, ‘বিজেপি ছেড়ে যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁরা তো এখন ওদের দলের লোক। আসলে এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির কেউ এর সঙ্গে যুক্ত নয়।’ প্রসঙ্গত, টিটাগড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজনবিদিত। সম্প্রতি সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক রাজ চক্রবর্তী সমস্ত কাউন্সিলার এবং নেতাদের নিয়ে বৈঠক করেছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে কারও কোন অভিযোগ থাকলে তা সাংসদ ও বিধায়ক খতিয়ে দেখবেন বলে দলীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচার ওই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।