কর্মপ্রার্থীদের কর্মলাভ কিছু বিলম্ব হবে। প্রেম-ভালোবাসায় সাফল্য লাভ ঘটবে। বিবাহযোগ আছে। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে ... বিশদ
সংস্থার কর্তারা জানিয়েছেন, সুন্দরবনের জন্য বিলাসবহুল ক্রুজটি আগামী ২৪ ডিসেম্বর ছাড়বে মিলেনিয়াম পার্কের কাছে একটি জেটি থেকে। তিন রাতের এই প্যাকেজের মূল্য শুরু হচ্ছে জনপ্রতি ২০ হাজার ১০ টাকা থেকে। তার মধ্যেই তিনদিন থাকা-খাওয়া ও ঘোরার ব্যবস্থা রয়েছে। মেঘালয়ে বাইকে অ্যাডভেঞ্চার ট্যুর শুরু হবে আগামী ১৮ নভেম্বর। এই প্যাকেজে জনপ্রতি লাগবে ২৭ হাজার ৩১০ টাকা। দু’জনের জন্য পড়বে ৪৭ হাজার ২৭০ টাকা। তার মধ্যে কলকাতা থেকে গুয়াহাটি বিমানে আসা-যাওয়া, বাইক, থাকা-খাওয়ার ব্যবস্থা থাকছে। এই প্যাকেজটি পাঁচ রাত-ছ’দিনের। চার রাত-পাঁচদিনের জন্য তিরুপতি ভ্রমণের জন্য প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৮ হাজার ৮৯৫ টাকা। এই প্যাকেজে ট্রেন ছাড়বে আগামী ৭ ফেব্রুয়ারি। ওই একইদিনে সংস্থার পক্ষ থেকে আরাকু-বিশাখাপত্তনম ভ্রমণের ব্যবস্থাও করা হয়েছে। পাঁচদিনের এই প্যাকেজের মূল্য রাখা হয়েছে ১১ হাজার ৩০ টাকা।
দেবাশিসবাবু বলেন, চার রাত-পাঁচদিনের জন্য ভিয়েতনাম ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। প্যাকেজ মূল্য ৪৫ হাজার টাকা। তার মধ্যেই যাতায়াত, থাকা-খাওয়া এবং ঘোরানোর ব্যবস্থা রয়েছে। তিনি জানান, ‘উইমেন্স ডে স্পেশাল প্যাকেজ’ হিসেবে মহিলাদের জন্য থাইল্যান্ড ভ্রমণের আয়োজন করা হয়েছে। আগামী ৭ মার্চ এই প্যাকেজের যাত্রা শুরু। চার রাত ও পাঁচদিনের এই প্যাকেজের মূল্য ৩১ হাজার টাকা। তার মধ্যেই সমস্ত খরচ ধরা রয়েছে। এছাড়া কেবল মহিলাদের জন্য অ্যাডভেঞ্চার ট্যুর হিসেবে নামেরি জাতীয় উদ্যান ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। এই প্যাকেজ চার রাত ও পাঁচদিনের। ‘উইমেন্স ডে স্পেশাল প্যাকেজ’ হিসেবে আগামী ৮ মার্চ এই প্যাকেজে যাত্রার সূচনা হবে। প্যাকেজের মূল্য শীঘ্রই চূড়ান্ত করা হবে। প্রতিটি প্যাকেজই অনলাইনে এবং সংস্থার আঞ্চলিক দপ্তরে এসে বুকিং করা যাবে।