কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায় ... বিশদ
রুবি মোড়ে সোমবার সকালে এক যুবকের দেহ উদ্ধার হয়। তার পাশেই পড়ে ছিল একটি স্কুটার। এই নিয়ে এলাকায় শোরগোল পড়ে। জানা গিয়েছে, নিহত যুবকের নাম অতনু মুখোপাধ্যায় (৩৯)। তাঁর বাড়ি তিলজলা এলাকায়। কাজ সেরে বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয় কসবা থানায়। পুলিস এসে ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। বাইকের নম্বর দেখে ওই যুবককে শনাক্ত করে পুলিস। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। তাঁরাও এসে অতনুকে শনাক্ত করেন। দেহে আঘাতের ধরন দেখে পুলিসের প্রাথমিক অনুমান, দুর্ঘটনাতেই তাঁর মৃত্যু হয়েছে। তবে কোন গাড়ি ধাক্কা দিয়ে পালাল, তা জানতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এদিন সকালেই উত্তর কলকাতায় বাসের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। মৃতের নাম তারা যাদব (৫৭)। আহিরীটোলার বিপ্রদাস লেনের বাসিন্দা তিনি। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিস সূত্রে খবর, সোমবার সকাল সোয়া ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বি কে পাল অ্যাভিনিউ ও আহিরীটোলা ক্রসিংয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই প্রৌঢ়া। প্রত্যক্ষদর্শীরা জানান, তখন ২১৫এ রুটের একটি বাস ওই প্রৌঢ়াকে ধাক্কা দেয়। ছিটকে পড়েন তিনি। মাথা সহ শরীরের একাধিক জায়গায় চোট লাগে তাঁর। ঘটনাস্থলে আসে জোড়াবাগান ট্রাফিক গার্ডের পুলিস। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিস চালক সহ বাসটিকে আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে চালককে। অন্যদিকে, সার্ভে পার্ক থানা এলাকার ই এম বাইপাসে বাইক ও স্কুটারের ধাক্কায় দু’জন জখম হন। আহতদের একজন সচিরানি বর (৬৬)। দক্ষিণ ২৪ পরগনার বোড়ালের এই বাসিন্দা স্কুটারের পিছনের আসনে বসেছিলেন। তবে, দুর্ঘটনায় বাইকচালকেরও চোট লেগেছে। তাঁর নাম বিশ্বজিৎ দত্ত (২৮)। দু’জনের মাথাতেই হেলমেট ছিল। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়েও দেওয়া হয়।