কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায় ... বিশদ
উত্তুরে হাওয়া জোরদার হলে রাজ্যে শীতের মাত্রা বাড়ে। হিমালয় সংলগ্ন এলাকায় তুষারপাতের পর কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া উত্তর ভারত হয়ে রাজ্যে প্রবেশ করে। তখনই জাঁকিয়ে পড়ে শীত। এখনও সেরকম কনকনে উত্তুরে হাওয়া ঢোকেনি। শীতের ভরা মরশুমে অনেকসময় বঙ্গোপসাগর থেকে উষ্ণ জলীয় বাষ্প প্রবেশ করে তাপমাত্রা বাড়িয়ে দেয়।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি সুষ্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। আজ, সোমবার এটি মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরের উপর আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা রবিবার পর্যন্ত পরিষ্কার নয়। তবে এটির অভিমুখ শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে থাকবে বলেই জানানো হয়েছে। এই সিস্টেমটির কোনও পরোক্ষ প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কি না, নিশ্চিত নয় সেটাও। জানিয়েছেন আবহাওয়া অধিকর্তা। উপকূল অতিক্রম করার পর এটি কোন দিকে যাবে, নিম্নচাপের প্রভাব নির্ভর করছে তারই উপর। নিম্নচাপের কোনও প্রভাব রাজ্যে আপাতত পড়বে না।