পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
এদিন হেলেঞ্চা হাইস্কুল মাঠে বাগদা ব্লক মতুয়া মহাসংঘের পক্ষ থেকে মতুয়া মহাসম্মেলনের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতাবালা ঠাকুর। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, বিশেষ করে মতুয়াদের উপর অত্যাচারের নিন্দা করেন তিনি। তিনি বলেন, মতুয়া ধর্ম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার ধর্ম। ওদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার হচ্ছে। তাঁদের পাশে দাঁড়াবে মতুয়ারা। এদেশের মতুয়ারা ওদেশের নির্যাতিতদের পাশে দাঁড়াতে অগ্রণী ভূমিকা নেবে বলেও জানান তিনি। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় পার্লামেন্টে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন মমতা ঠাকুর।
ধর্মীয় মহাসম্মেলন মঞ্চ থেকে এদিন আম্বেদকর প্রসঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। মমতাবালা ঠাকুর এদিন বলেন, সংবিধান প্রণেতা সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন আগামী দিনে এর উচিত জবাবই আমাদের দিতে হবে। এই মন্তব্য দেশের সংবিধানের প্রতি অবমাননা বলে তাঁর দাবি। বৃহস্পতিবার মতুয়া সম্মেলনে বাগদা ব্লকের বহু মতুয়া ভক্ত যোগ দেন। ডঙ্কা ও কাঁসর নিয়ে এবং নিশান উঁচিয়ে সম্মেলনে আসেন সকলে।