নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোট আসে ভোট যায়, রাজনৈতিক দলের প্রতিশ্রুতি আর বাস্তবায়ন হয় না। সেরকমই অবস্থা গঙ্গাসাগর পঞ্চায়েত এলাকার। সেখানে বেশ কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে একটি কাঠের সেতু। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করেন গ্রামবাসীরা। প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা ব্লক ও জেলা প্রশাসনকে জানালেও কোনও সুরাহা মেলেনি বলে দাবি এলাকাবাসীর। গঙ্গাসাগরের মধ্যপাড়া এলাকায় সূর্যবিন্দা খালের উপর দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ওই কাঠের সেতু। এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের যোগাযোগ স্থাপন করে এই সেতু। শিশু শিক্ষাকেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন অফিস ও অন্যান্য জায়গায় যেতে হলে এই সেতু পার করতে হয়। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী নিয়ে পরিজনদের যাতায়াত করতে বেশ অসুবিধা হয়। গ্রামের বাসিন্দা সুফল দাস বলেন, বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই কাঠের সেতু। প্রশাসনের হেলদোল নেই। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।
সমস্যার কথা স্বীকার করেছেন গঙ্গাসাগর-বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য সন্দীপকুমার পাত্র। তিনি বলেন, এই কাঠের সেতুটির হাল সত্যিই খারাপ। সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। আমরা ইতিমধ্যেই সেটি সংস্কার করার জন্য প্রশাসনের কাছে প্রস্তাব পাঠিয়েছি। দ্রুততার সঙ্গে যাতে ওই সেতু সংস্কার করা হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।