পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
ওই পার্কে খেলতে আসা এক শিশুর অভিভাবক সুমন বন্দ্যোপাধ্যায় বলেন, এত সুন্দর পার্কটা হয়েছে। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই গঙ্গার গর্ভে চলে যেতে বসেছে। অবিলম্বে সরকারি উদ্যোগে কোনও ব্যবস্থা না নিলে এই পার্কটির আর অস্তিত্বই থাকবে না। কিছুদিনের মধ্যেই গঙ্গার গর্ভে তলিয়ে যাবে সুন্দর পার্কটি।
এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলার আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, ২০২২ সালে জেতার পরে মাস তিনেকের মধ্যে এই পার্কটি সুন্দর করে সাজানো হয়। এবছর পরপর বান এবং জোয়ারের ঢেউয়ে গঙ্গার পাড় ভেঙে যাচ্ছে। পুরসভার পক্ষ থেকে পাঁচিল তৈরি করা হয়েছিল। সেটি ভেঙে গিয়েছে। একটি ঘাটও ভেঙে পড়ছে। ইতিমধ্যে সেচদপ্তরকে চিঠি লিখেছি। কেন্দ্রীয় পোর্ট ট্রাস্টকেও বলেছি। আগামী বর্ষার আগে ব্যবস্থা না নিলে এই পার্কটির আর অস্তিত্বই থাকবে না।