পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
এদিন ভারতীয় সময় অনুযায়ী, ভোর ৫টায় শুরু হয় খেলা। ওপেনিংয়েই দুর্দান্ত জুটি গড়ে অস্ট্রেলিয়াকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয় ওসমান খোওয়জা ও স্যাম কনস্ট্যাস। দুজনেই করেন অর্ধশতরান। এছাড়াও, এদিন লাবুসেন ও স্মিথও অর্ধশতরান করেছেন। ফলে একটা সময়ে ভারতীয় বোলিংকে অজিদের সামনে দেখাচ্ছিল ম্রিয়মান। তবে বুমরাহের অক্সিজেনে ভর করে ম্যাচে ফেরে ভারত।
ট্রাভিস হেডকে এদিন ০ রানে ফেরান ভারতীয় সহ-অধিনায়ক। এছাড়াও ওসমান খোওয়জা ও মিচেল মার্শকেও প্যাভিলিয়নে ফিরিয়েছেন বুমরাহই। অপর তিনটি উইকেট পেয়েছেন জাদেজা, ওয়াশিংটন ও আকাশদীপ। ঝুলি খালি সিরাজের।
দিনের শেষে অস্ট্রেলিয়ার রান দাঁড়িয়েছে ৩১১/৬। এখনও অপরাজিত ৬৮ রানে ব্যাট করছেন স্মিথ। তার সঙ্গে রয়েছেন অজি অধিনায়ক প্যাট ক্যামিন্স। ফলে দ্বিতীয় দিনের শুরুতেই বুমরাহরা দ্রুত এই দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে অজিদের ইনিংস শেষ করতে চাইবে, তা বলাই বাহুল্য।
তবে, বক্সিং ডে টেস্টে অনভিপ্রেত ঘটনাও ঘটেছে। খেলা চলাকালীন কোহলি ঝামেলায় জড়ান স্যাম কনস্ট্যাসের সঙ্গে। যার জেরে ভারতীয় স্টার ব্যাটারের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। তবে, নেটিজেনদের বক্তব্য গোটা ঘটনাতে বিরাটের পাশাপাশি দোষ ছিল স্যামেরও। ফলে বিষয়টি নিয়ে ইন্টারনেটে রীতিমতো শোরগোল শুরু হয়েছে।