কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায় ... বিশদ
এদিকে, হোটেলে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন গ্রেগ স্টুয়ার্ট। ফলে জামশেদপুরের বিরুদ্ধে তাঁকে ছাড়াই দল সাজাতে হয়েছিল কোচ মোলিনাকে। তবে স্প্যানিশ কোচকে স্বস্তি জুগিয়ে ক্রমশ ফিট হয়ে উঠছেন স্কটিশ মিডিও। জামশেদপুর ম্যাচে সুযোগ না পাওয়া ফুটবলারদের সোমবার অনুশীলন করালেন বাগান কোচ। তাঁদের সঙ্গেই দেখা যায় স্টুয়ার্টকে। গত ম্যাচে খেলা ফুটবলাররা অবশ্য এদিন রিকভারি সেশনের পরই মাঠ ছাড়লেন। মঙ্গলবারই চেন্নাই ম্যাচের মহড়া শুরু করে দেবেন ম্যাকলারেন-কামিংসরা।
মরশুমের শুরুতে মোহন বাগানের ডিফেন্স নিয়ে উঠেছিল অনেক প্রশ্ন। তবে গত কয়েক ম্যাচে দারুণ ভরসা জুগিয়েছেন টম আলড্রেড-রডরিগেজরা। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে ক্লিনশিট রাখতে সফল তাঁরা। পাশাপাশি দলের প্রয়োজনে উঠে জালও কাঁপাচ্ছেন ডিফেন্ডাররা। অন্যদিকে, কেরল ব্লাস্টার্সের কাছে তিন গোলে হেরে কলকাতায় পা রাখছে চেন্নাইয়ান এফসি। তাই শনিবার বিরাট অঘটন না ঘটলে মোহন বাগানেরই জেতার কথা।