কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায় ... বিশদ
শুক্রবার ঘরের মাঠে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। পেড্রো বেনালির দলের অসল শক্তি উইং প্লে। গতিতে বিপক্ষ বক্সে ত্রাসের সঞ্চার করছেন আলাদিনরা। রক্ষণে শিকল তোলার সঙ্গে লাল-হলুদের দুই উইং-হাফকেও তাই বাড়তি দায়িত্ব নিতে হবে। সোমবার ক্লাব তাঁবুতে অনুশীলনে তাই বাঁ প্রান্তে বিষ্ণুকে রেখে ডানদিকে জিকসনকে পরখ করলেন কোচ ব্রুজোঁ। পাশাপাশি সায়ন-বিষ্ণু কম্বিনেশন ঝালিয়ে রাখলেন তিনি। সেন্ট্রাল ডিফেন্সে আনোয়ারের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে হেক্টর। তবে স্প্যানিশ কোচের হাতে এখনও তিনদিন সময় রয়েছে। তাই প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন তিনি। মঙ্গলবার ও বুধবার দলের অনুশীলনের পর প্রথম একাদশ চূড়ান্ত করবেন অস্কার। ইউস্তে না পারলে হিজাজি শুরু করবেন।
চলতি আইএসএলে দারুণ ছন্দে রয়েছে নর্থইস্ট। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে উত্তর-পূর্বের ফ্র্যাঞ্চাইজি দলটি। পক্ষান্তরে, সাত ম্যাচে ইস্ট বেঙ্গলের ঝুলিতে রয়েছে মাত্র এক পয়েন্ট। তারউপর, মহমেডানের বিরুদ্ধে নন্দ ও মহেশ লাল কার্ড দেখায় শুক্রবার তাঁদের পাবেন না কোচ অস্কার। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে লাল-হলুদ ব্রিগেডের আরও এক কঠিন লড়াই অপেক্ষা করছে তা বলাই যায়।